Friday, February 10, 2023

পুলিশ সুপার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি - SSC পাস বেতন ২৩৪৯০ টাকা

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় মুন্সীগঞ্জ জেলা ।

www.munshigonjpolice.gov.bd

নিয়োগ বিজ্ঞপ্তি

স্মারক নং- ৭৫৬/ই

তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পুলিশ শাখা-২ এর স্মারক নম্বর- 88.00.0000.0.0.0.2.৫৩৮ তারিখ: ২৭ ডিসেম্বর ২০২২ ও পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার স্মারক নম্বর 88.000000১৮.০১১.২০২১/১৫২, তারিখ: ১৮ জানুয়ারি ২০২৩ মূলে শূন্যপদ পূরণের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে বিদ্যমান নিয়োগ বিধি ও প্রযোজ্য শর্তাবলি অনুযায়ী জনবল নিয়োগের জন্য মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে স্ব-হস্তে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।

ক্রম

পদের নাম

কম্পাউন্ডার

পনের

বেতন স্কেল ও গ্রেড

শিক্ষাগত যোগ্যতা

(জাতীয় বেতন স্কেল/২০১৫ অনুযায়ী)

কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায়

উত্তীর্ণসহ ৩ (তিন) বছরের ফার্মাসিস্ট ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী।

সংখ

०) शन

(গ্রেড-১৫)

নিয়োগের শর্তাবলি :

১. আগ্রহী প্রার্থীগণকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯/১২/২০১৪ খ্রিষ্টাব্দ তারিখে 0.000000000৮৯.১৪-০১ নম্বর স্মারক মূলে জারিকৃত পরিপত্র অনুযায়ী নির্ধারিত আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্ব-হস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার এব ওয়েবসাইট http://police.munshiganj.gov.bd/ লিংকে পাওয়া যাবে অথবা পুলিশ সুপারের কার্যালয়, মুন্সীগঞ্জ হতে সংগ্রহ করা যাবে; ২. আবেদনপত্র পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলা বরাবর প্রেরণ করতে হবে;

৩. আবেদনপত্র পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলা বরাবর ১২/০২/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১১/০৩/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ বিকাল 08.00 ঘটিকার মধ্যে (অফিস চলাকালীন সময়) অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না; ৪. ০৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তাননের সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭-২০-১৪৯ নম্বর স্মারক অনুযায়ী আবেদনকারীর বয়স 25/03/20২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার যোগ্য হবেন। তবে বীর মুক্তিযোদ্ধা / শহিদ বীর

মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে

হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না:

৫ আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে;

৬. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অব্যশই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীকে

মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না; . নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষয়

অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন; ৮. আবেদনপত্রের সাথে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;

(ক) ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি;

(থ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ:

(গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;

(ঘ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ; (ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ; এবং (চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়

কর্তৃক প্রদত্ত সনন, বাংলাদেশ গেজেট এবং লাল মুক্তিবার্তা এবং সম্পর্ক উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত

প্রত্যয়নপত্র;

১৯. বিজ্ঞাপনে উল্লিখিত পদ চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে, ১০. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি বিধান এবং পরবর্তীতে এতদসংক্রান্ত বিধি বিধান কোনোরূপ সংশোধন বলে তা অনুসরণ করা হবে;

১১. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জল, মিথ্যা, ভুল বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখান্ত নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

১২. যেকোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে 'আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; ১৩. এ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে পরিবর্তন/পরিবর্তন/বাতিল/ স্থগিত/ প্রত্যাহার করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;

১৪. আবেদনকারীকে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলা এর অনুকূলে ১০০/- (একশত) টাকা পরীক্ষার ফি বাবন অর্থনৈতিক কোড নম্বর- ১-২২১১-০০০০-২০৩১-

এ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি (প্রথম) কপি আবেদনের সাথে জমা করতে হবে: ১৫. প্রার্থীকে থামের উপরে পদের নাম "কম্পাউন্ডার" স্পষ্টাক্ষরে লিখতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনসমূহ ৰাতিল বলে গণ্য করা হবে। এ ক্ষেত্রে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না;

১৩. আবেদনপত্রের প্রার্থীর নাম, ঠিকানা উল্লেখপূর্বক ৬/- টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকেটযুক্ত ১০×৪" বিশিষ্ট ১ (এক) টি ফেরত খাম প্রদান করতে

হবে;

১৭. প্রার্থীদেরকে ঢাকা বিভাগীয় কমিশনার সিলেকশন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হবে: ১৮. নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে,

১৯. প্রার্থীকে লিখিত/মৌখিক/বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না; এবং ২০. অনিবার্য কারণবশত নিয়োগ কার্যক্রমে কোনো সংশোধনী থাকলে শুধুমাত্র এ দপ্তরের নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে।

o, 02, 2026

মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম, পিপিএম বিপি-৮১০৬১১২৩৮১

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলা

স-৩০৬ (১১×৩)

ফোন-৭৬১১১১৬, ফ্যাক্স-৭৬১১২৯৭

Mail:spmunshigonj@police.gov.bd

Thursday, February 9, 2023

ক্যাশিয়ার পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি - Salary ২৪৬৮০ টাকা

সরকারি ক্যাশিয়ার পদে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://mincom.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা

নিম্নরূপ :

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ১২ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০:০০ ঘটিকা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০২ মার্চ ২০২৩ বিকাল ০৫:০০ ঘটিকা।

(খ) Online আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে

Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরে সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্রে প্রদত্ত তথ্যে সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

কর্নফুলী গ্যাস জব শিক্ষা উচ্চ মাধ্যমিক বেতন ২৭৩০০

কর্নফুলী গ্যাস নিয়োগ বিজ্ঞপ্তি

 ১. আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ

ক.পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://kgdcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে অথবা কেজিডিসিএল এর Web Address http://www.kgdcl.gov.bd হতে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

অনলাইন-এ (Online) আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়ঃ (i)Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯.০১,২০২৩ সকাল ১০:০০ ঘটিকা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮.০২.২০২৩ বিকাল ০৫:০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ উপরোক্ত তালিকার ক্রম ১ হতে ১১-তে বর্ণিত (১২তম গ্রেড) পদসমূহের জন্য ৩০০/- (তিনশত) টাকা এবং ক্রম ১২ হতে ১৭-তে বর্ণিত (১৪তম গ্রেড) পদসমূহের জন্য ২০০/- (দুইশত) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

Wednesday, February 8, 2023

সড়ক পরিবহন সার্কুলার - SSC পাসে ৳২০০১০ (অফিস সহায়ক) এবং HSC হলে ৳২১৩১০ (ক্যাশ সরকার)

এই সার্কুলারটি সরকারি, কিন্তু এর স্বাদটা একটু ভিন্ন রকমের। কারনটা জানলে আপনিও বিস্মিত হবেন। প্রথম কারন হচ্ছে, এরকম ছোট সাইজের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে আমার চোখে পড়েনি। ছোট বলছি এই কারনে যে, নরমালি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৫ থেকে ২০ টা ভিন্ন ভিন্ন পদের সমাহার থাকে। কিন্ত এই সার্কুলারটিতে পদবীর প্রকার মাত্র ২ টি। তাই বলে, পদের সংখ্যা কম না। পদের সংখ্যা বেশ বড়সড়ই আছে। সবচেয়ে অবাক করেছে যে কারনে এই সার্কুলারটি, সেটি হচ্ছে, শুধুমাত্র এসএসসি পাসেই ২ টির মধ্যে ১টিতে এবং অন্য পদে এইসএসসি পাসেই এপ্লিকেশন জমা দেয়া যাচ্ছে। বেতনের কথা না বললেই নয়। বেতন সরকারি স্কেলে, কমবেশি ২২ হাজার টাকা। কিভাবে এপ্লাই করবেন এবং সরকারি কোন অফিস থেকে এমন বিশেষ একটি সার্কুলার প্রকাশ পেয়েছে সব জানতে পারবেন নিচেঃ
সড়ক পরিবহন প্রকাশ করেছে এক ভিন্ন ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি। যেখানে থাকছে শুধুমাত্র SSS এবং HSC পাস যারা, তাদের জন্য আবেদন দেয়ার সুযোগ। সবচেয়ে ইন্টারেস্টিং পদ যেটা সেটা হবে এইসএসসি পাস যারা তাদের জন্য। ইন্টারেস্টিং বললাম এই কারনে যে, এই পদের নাম ক্যাশ সরকার। কোন পদে চাকরি করেন, এই প্রশ্নের জবাবে যখন বলবেন, ক্যাশ সরকার, তখন কিন্তু অন্যরকম একটা আত্নতৃপ্তি কাজ করবে আপনার মনে। HSC পাসে ক্যাশ সরকারের বেতনও বেশ চোখধাধানো। কারন ক্যাশ সরকার পদে শুরুর বেতন ৮৮০০ টাকা যা বেড়ে হবে ২১৩১০ টাকা।
অন্য যে পদে SSC হলেই দরখাস্ত দিতে পারবেন, সেই পদের নাম, অফিস সহায়ক। ইংরেজিতে যাকে Office Assistant বলা হয়। এই পদের বেতনও বেড়ে হবে ২০০১০ টাকা পর্যন্ত।
আর, যেহেতু সরকারি চাকরি, সেহেতু, সরকারি সকল সুযোগ সুবিধাতো থাকবেই, এটা বলার অপেক্ষা রাখেনা। মাত্র ১১০ টাকা আবেদন ফি দিয়ে ১২ তারিখ থেকে কিভাবে আপনার দরখাস্ত মাত্র ১৫ মিনিটে জমা দিবেন নিচে তার বিস্তারিত পাবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

সেতু বিভাগ

প্রশাসন অধিশাখা

সেতু ভবন, বনানী, ঢাকা-১২১২।

www.bridgesdivision.gov.bd

২২শে মাঘ ১৪২৯ ব

স্মারক নং- ৫০.০০.০০০০.201.11.003.20-৭৮৮

তারিখ :

০৫ই ফেব্রুয়ারী ২০২৩ খ্রি.

নিয়োগ বিজ্ঞপ্তি

08 (চার)টি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের রাজস্ব খাতভুক্ত পদে নিম্নবর্ণিত শর্তে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

ক্রমিক নং

পদের নাম, বেতনস্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী)

পদ সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা

যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই

ক্যাশ সরকার বেতনস্কেল: টাকা ৮৮০০- ২১৩১০ ((গ্রেড-১৮)

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা

(এক)টি

সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, (খ) কম্পিউটারে word processing সহ নাটোর, বগুড়া, দিনাজপুর, যশোর ও কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা বরিশাল জেলা।

থাকিতে হইবে। তবে সকল জেলার এতিম ও প্রতিবন্ধী কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

০২. অফিস সহায়ক

বেতনস্কেল: টাকা ৮২৫০-২০০১০

(গ্রেড-২০) আবেদনের শর্ত ও নিয়মাবলী:

০১. প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। ০১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র- কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের ০৫.00.0000.140.11.01920-189 নম্বর স্মারকে আবেদনকারীর বয়স ২৫ মার্চ ২০২০ খ্রিঃ তারিখ সর্বোচ্চ বয়সসীমার ৩০ বছর থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট

গ্রহণযোগ্য হবে না;

০২. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে; ০৩. নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে; ০৪. আবেদনকারী সেতু বিভাগের ওয়েবসাইট www.bridgesdivision.gov.bd তে প্রবেশ করে e-Recruitment Menu অথবা

https://eservice.bba.gov.bd/recruitment / এর মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ০৯.০০ টা থেকে ০৪ মার্চ ২০২৩ তারিখ বিকাল ০৪.০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন;

০৫. আবেদনপত্রে প্রার্থীকে তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড

করতে হবে। ছবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৫০ kb এর মধ্যে হতে হবে;

০৬. নির্ভুলভাবে আবেদনপত্র Submit করার পর প্রার্থী ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Auto Generated Registration Card পাবেন। সফলভাবে আবেদন

করার পর আবেদনকারীর মোবাইলে এসএমএস ও ইমেইলে (যদি দেয়া হয়ে থাকে) একটি User ID ও Password প্রেরণ করা হবে। উক্ত রেজিস্ট্রেশন

কার্ডে ফি পরিশোধের নির্দেশনা দেয়া থাকবে। রেজিস্ট্রেশন কার্ডটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে; ০৭. প্রার্থীকে সফলভাবে আবেদনপত্র Submit করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে বিকাশের (bKash) মাধ্যমে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) ১০০.০০

টাকা এবং অনলাইন ফি বাবদ ১০.০০ টাকাসহ সর্বমোট ১১০.০০ (একশত দশ) টাকা পরিশোধ করতে হবে। আবেদন করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ;

User ID ও Password দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েবসাইট লিঙ্ক হতে পুনরুদ্ধার করতে পারবেন ১ম ধাপ: আবেদনের ওয়েবসাইটের e-Recruitment Menu তে ক্লিক করে লগইন অপশন Applicant Login বাটনে ক্লিক করুন:

০৯. বিকাশের মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া:

২য় ধাপ: User ID ও Password প্রদান করে Applicant Dashboard এ প্রবেশ করুন;

৩য় ধাপ: "Payment Information / Download Admit Card' মেনুতে ক্লিক করুন; ৪র্থ ধাপ: Pay With bKash লিংক-এ ক্লিক করার পর একটি পপআপ উইন্ডো আসবে। পপআপ উইনন্ডো-এর 'your bKash Account number"

টেক্সটবক্সে যে বিকাশ এ্যাকাউন্ট থেকে ফি পরিশোধ করা হবে সেটি প্রদান করুন;

৫ম ধাপ: বিকাশ এ্যাকাউন্ট প্রদান করার পর 'CONFIRM' বাটনে ক্লিক করুন; ৬ষ্ঠ ধাপঃ বিকাশ থেকে একটি গোপন 'Verification Code' প্রদানকৃত বিকাশ এ্যাকাউন্টের নম্বরে এসএমএস প্রেরণ করা হবে। 'Verification

Code' টি প্রদান করে 'CONFIRM' বাটনে ক্লিক করুন;

৭ম ধাপ: বিকাশ এ্যাকাউন্টের PIN নম্বরটি প্রদান করে 'CONFIRM' বাটনে ক্লিক করুন;

৮ম ধাপ: সফলভাবে ফি পরিশোধ হয়ে গেলে 'Transaction Successful Your Payment has been successfully completed...' মেসেজ দেখাবে এবং আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন; ১০. সেতু বিভাগের Website এবং প্রার্থীর মোবাইল (Mobile) ফোনে SMS-এর মাধ্যমে (কেবল যোগ্য প্রার্থীদেরকে) পরীক্ষার তারিখ, স্থান ও সময় জানিয়ে

দেয়া হবে; ১১. প্রার্থীর যোগ্যতা যাচাই:

ক. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সনদসমূহের ফটোকপি জমা দিতে হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র পাওয়া গেলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর

আবেদন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে; জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন প্রদত্ত সনদ

দাখিল করতে হবে;

গ. যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকে এবং উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না;

১২. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না; ১৩. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করে; ১৪. নিয়োগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে

১৫. বিজ্ঞপ্তিটি সেতু বিভাগের Webyite: www.bridgesdivision.gov.bd তে পাওয়া যাবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো সংশোধন,

সংযোজন (যদি থাকে) সেতু বিভাগের একই ওয়েবসাইটে পাওয়া যাবে; এবং ১৬. ই-রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কোনো সমস্যা হলে ফোনে সহায়তা: ০১৭০০-৭১৬৪১৯ (সকাল ০৮.০০ থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত), ০১৭১০-৪০৩৫৭৩ (দুপুর ১২.০১ থেকে বিকাল ০৪.০০ টা পর্যন্ত)।

08/04/2020

(মোহাম্মদ আনোয়ারুল নাসের)

উপসচিব (প্রশাসন)

জি-৩১১/০২/২৩ (১২"x৪)

সদস্য সচিব, বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি

সরকারি জরিপের কাজে ২৪৬৮০ বেতনে জয়েন করতে পারবেন আপনিও

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন-১ অধিশাখা www.minland.gov.bd

১৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

স্মারক নম্বর-৩.00.0000.086.12.013.22.37

৩১ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ

“নিয়োগ বিজ্ঞপ্তি”

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ১৪তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে http://www. minland.teletalk.com.bd ওয়েবসাইটে, আবেদনপত্রপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম, গ্রেড পদ ও বেতন

সার্ভেয়ার

সরকারি জরিপের কাজে ২৪৬৮০ বেতনে দরখাস্ত দিন↗

গ্রেড-১৪ বেতনস্কেল

শিক্ষাগত যোগ্যতা

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

(8) কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনষ্টিটিউট হইতে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং)

ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, | গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপু, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, পরীক্ষায় উত্তীর্ণ। ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে : ০১ মার্চ ২০২৩ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের 05.00.0000.170.11.017.২০-১৪৯ নম্বর স্মারক অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫/০৩/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার যোগ্য হবেন। বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবেনা।

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের (১) নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে “ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১” অনুসরণ করা হবে। এতদ্ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি

তারিখ:- 


যাবতীয় বিধি-বিধান/ আদেশ/ নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ

করা হবে।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না ।

081 বর্ণিত পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। আবেদন আগামী ০৮/০২/২০২৩ তারিখ সকাল ১০.০০ টা হতে ০৯/০৩/২০২৩ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত

অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে

প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/ উপস্থাপনযোগ্য কাগজ পত্রের তালিকা নিম্নরূপ:

(ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র;

(খ) ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি; (গ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ;

(ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র; জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি (ঙ)

কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন সনদ; জাতীয় পরিচয়পত্র; (চ) (ছ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/ সন্তানের সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ / সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট/ভারতীয়

তালিকা/লাল মুক্তিবার্তার নম্বর/বামুস কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি;

(জ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান হলে আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র; (ঝ) কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/ প্ৰমাণপত্ৰ।

09 |

যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

০৮। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া নূন্যতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জ্যস্যতা পাওয়া গেলে/ ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্রাদি প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোন সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

০৯।

যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোন প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে

নিয়োগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

১১। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফরমে এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে।

১২।

এক জেলার অধিবাসী অন্য জেলার অধিবাসী হয়ে আবেদন করতে পারবে না ।

১৩। জেলাভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে প্রার্থী নির্বাচন চূড়ান্ত করা হবে।


সরকারি জরিপের কাজে ২৪৬৮০ বেতনে দরখাস্ত দিন↗

Tuesday, February 7, 2023

সরকারি সার্কিট হাউজে সকল পদে SSC পাসেই ২১০০০ বেতনে নিয়োগ নিচ্ছে

 গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকার

(জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী)

(নেজারত শাখা)

www.nilphamari.gov.bd

শর্তাবলীঃ



প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না।

 নিয়োগ সংক্রান্ত যে কোন তথ্য নীলফামারী জেলার ওয়েবসাইট (www.nilphamari.gov.bd) এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও নীলফামারী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাৰে ।

 নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী :

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারীগণ http://dcnil.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পুরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে ১৩/০২/২০২৩ তারিখ সকাল ১০:০০ টা হতে এবং শেষ হবে ১৫/০৩/২০২৩ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদন পত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যযেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ

করবেন।

Monday, February 6, 2023

ব্র্যাক ব্যাংক জব - ৭০০০০ বেতন - শিক্ষা শুধুমাত্র যেকোন অনার্স (আর কিছুর দরকার নেই)

 ব্র্যাক ব্যাংক তাদের ওয়েবসাইটে ৭০ হাজার টাকা বেতনের এমন এক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে যেকেউ অনার্স পাস হলেই এপ্লাই করতে পারবে। লাগবেনা কোন কাজের অভিজ্ঞতা এবং আর কোন কিছুই। শুধু তাই নয়, অন্যান্য চাকরি সার্কুলারে, বিশেষ করে ব্যাংকের চাকরির সার্কুলারে কতশত নিয়ম মেনে এপ্লাই করতে হয় কিন্তু এই বিজ্ঞপ্তিতে চোখ বন্ধ করে আবেদন জমা করে ফেলা যাচ্ছে একদম নিশ্চিন্তে।

আরো মজার ব্যাপার হচ্ছে, যারা এপ্লাই করবে তাদেরকে নিয়ে সম্ভবত একটা ডেভেলপমেন্ট প্রোগ্রামের মত কিছু একটা হবে এবং সেই প্রোগ্রাম সমাপ্তের পর প্রিন্সিপাল অফিসার পদের মর্যাদা দিয়ে তাকে ৭০০০০ বেতন প্রদান করা হবে।

সিলেকশন টা কেমন হবে সে সম্পর্কে আসলে তেমন কিছুই উল্লেখ নেই সার্কুলারে তবে আরো বেশ দারুন তথ্য দেয়া আছে যেগুলো জানলে বিশ্বাস করতে মন চায়না এবং চোখ কপালে উঠে যায়। 

সার্কুলারটার একটা স্ক্রিনশট নিচে দিলাম। কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা এই পোস্টের নিচে কমেন্টে মাধ্যমে।