Sunday, October 27, 2024

উচ্চ বিদ্যালয়ে (সরকারি) সহকারি শিক্ষক নিচ্ছে ১২৫০০ - ৩০২৩০



বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি




সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি হাই স্কুল। গাজীপুর - ১৭০১ এর অধীনে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয় কর্তৃক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে এই স্কুলের কিছু সহকারি শিক্ষকের শুন্য পদ পুরনের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি এসেছে।


উপরোক্ত সার্কুলারটি মুলত একটি সরকারি স্কুলের সার্কুলার। স্কুলটির নাম হচ্ছে, বাংলাদেশ ধান গবেষনা ইন্সস্টিটিউট উচ্চ বিদ্যালয়।

মুলত ২ ধরনের পদের জন্য এই স্কুল থেকে চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। ২ টি পদই সহকারি শিক্ষক পদ। তবে, ১ম যে পদ সেটা হচ্ছে, পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক পদ। এবং অন্য যে পদটি আছে সেটি হচ্ছে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের সহকারি শিক্ষক পদের জন্য।

সহকারি শিক্ষক পদের শিক্ষাগত যোগ্যতা

যেহেতু ২ ধরনের সহকারি শিক্ষক নেয়া হচ্ছে সেহেতু মনে হতে পারে এক একটার শিক্ষাগত যোগ্যতা একেক রকম। কিন্তু সঠিক তথ্যটি হচ্ছে, ২ ধরনের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সংশ্লষ্ট বিষয়ে অনার্স থাকতে হবে।

বেতন স্কেল কত?

প্রতিটি শিক্ষকের আবারা ২ ধরনের ক্যাটাগরিতে বেতন কাঠামো রয়েছে। গ্রেড ১০ এবং গ্রেড ১১ এর মাধ্যমে বেতন প্রদান করা হবে। এছাড়া যেহেতু সরকারি চাকরি সেহেতু সরকারি অন্যান্য সকল সুবিধা সংযুক্ত আছে।

কোন স্কেলে বেতন কাঠামো কি রকম?

যেহেতু ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, ২ ধরনের ক্যাটাগরির সহকারি শিক্ষকের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আরো উল্লেখ্য যে, ২ ধরনের ক্ষেত্রেই বেতন কাঠামো ভিন্ন তাই চলুন দেখে নেয়া যাক, কোন ক্যাটাগরিতে বেতনের স্কেলটা কি রকম।
ধরুন আপনার যদি নিয়োগ হয় ১০ম গ্রেডের সহকারি শিক্ষক পদে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বেতন হবে ১০ম গ্রেডের স্কেলে। অর্থ্যাত আপনার বেতন শুরু হবে ১৬০০০ থেকে এবং সেটা ইনকৃমেন্টের মাধ্যেমে বৃদ্ধি পেতে পেতে শেষ পর্যন্ত হয়ে যাবে ৩৮৬৮০ টাকা।
আবার ধরুন যদি আপনার জয়েনিং ১১ তম গ্রেডে হয় সেক্ষেত্রে আপনার বেতন হবে ১১তম গ্রেডের সাথে সম্পুর্ন সামঞ্জস্যপুর্ন। সেক্ষেত্রে আপনার ষ্টার্টিং সেলারি হবে ১২৫০০ টাকা যেটা ক্রমান্বয়ে বৃদ্ধে পেতে পেতে হবে ৩০২৩০ টাকা। 

আবেদন জমা দেবার নিয়ম

আবেদন জমা দেবার জন্য আপনাকে প্রথমে এপ্লিকেশন বানিয়ে প্রিন্ট করে নিতে হবে। অতঃপর সেই হার্ড কপি পাঠাতে হবে ধান গবেষনা ইনষ্টিউট বরাবর। আবেদন জমা দেবার পুর্নাংগ প্রসেস উপরের মুল সার্কুলারের ইমেজে দেখতে পাবেন। ইমেজের প্রদত্ত ইন্সষ্ট্রাকশন সঠিকভাবে পুংখানুরুপে ফলো করে এপ্লিকেশন জমা দিবেন। মনে রাখবেন, ইমেজে অর্থ্যাত মুল সার্কুলারে প্রদত্ত দেয়া নিয়ম ফলো করে এপ্লিকেশন জমা দিতে না পারলে আপনার আবেদন রিজেক্টেড হয়ে যেতে পারে। তাই এপ্লিকেশন জমাদানের পুর্বে সার্কুলারে থাকা নির্দেশনা উত্তম রুপে পড়ে বুঝে তারপর এপ্লিকেশন জমা দিবেন। আর অবশ্যই আবেদন জমার শেষ তারিখ ফুরিয়ে যাবার আগে এপ্লাই করবেন। নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গৃহীত হবেনা।

Saturday, October 26, 2024

সরকারি উচ্চ বিদ্যালয়ের এসিষ্টেন্ট টিচার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ - Vacancy Announcement for the Assistant Teacher Position in a Government High School

সরকারি উচ্চ বিদ্যালয়ের এসিষ্টেন্ট টিচার নিয়োগ বিজ্ঞপ্তি

গাজীপুর জেলার অধীনে সরকারি একটি হাই স্কুলের জন্য সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গাজিপুর ১৭০১ এর আঞ্চলিক হাই স্কুল এটি।
এই স্কুলটি মূলত সরকারি বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের অধীনে পরিচালিত একটি সরকারি উচ্চ বিদ্যালয়।
পরবর্তী অংশে এই স্কুলের সংক্ষিপ্ত পরিচিতি এবং বর্তমানে সহকারি শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে একটার পর একটা বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সাথেই থাকবেন।

উচ্চ বিদ্যালয়ের পুর্নাংগ নাম ও সংক্ষিপ্ত পরিচিতি

সরকারি এই হাই স্কুলের নাম "বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয়"। গাজিপুর জেলার ১৭০১ এর অধীনে এই স্কুলের অবস্থান। মূলত এই স্কুলটি বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের দ্বারা পরিচালিত সরকারি একটি হাই স্কুল। স্কুলটি জয়েদেবপুর, গাজীপুর ধান গবেষণা ইনষ্টিটিউট এলাকাধীন এবং উচ্চ বিদ্যালয় এর কার্যক্রম পরিচালিত করে থাকে।

নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মুলত কি কি শুন্য পদের উল্লেখ করা হয়েছে?

যেহেতু এটি একটি উচ্চ বিদ্যালয়, তাই আপাত দৃষ্টিতে এবং প্রাথমিক পর্যালোচনায় ধরেই নিতে পারি যে, শিক্ষক পদের জন্য এপ্লিকেশন আহবান করা হয়েছে।
তবে আপাতত বেশ কিছু ক্যাটাগরির সহকারি শিক্ষক নিয়োগের জন্যই বিশেষভাবে এই সার্কুলার এসেছে। কি কি বিষয়ের সহকারি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে তা আমরা নিচের আলোচনা থেকে পরিষ্কার ধারণা দেবার চেষ্টা করবো। আশাকরি, পুরুটা সময় জুড়ে সাথেই থাকবেন।

কি কি পদ স্পেসিফিক্যালি উল্লেখ আছে?

একদম স্পেসিফিক্যালি যদি বলতে চাই, তাহলে বলা যায় যে, ৩ ধরনের সহকারি শিক্ষক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি এসেছে। সেগুলো হচ্ছে,
  1. পদার্থ বিজ্ঞান সহকারি শিক্ষক
  2. ইসলাম ধর্ম সহকারি শিক্ষক এবং
  3. নৈতিক শিক্ষা সহকারি শিক্ষক।
তবে প্রতিটি পদের আবার ২ টি করে ভাগ আছে, বেতন স্কেলের ক্ষেত্রে। বেতন স্কেল গ্রেড সরকারি জাতীয় বেতন স্কেল ১০ এর জন্যও আছে প্রতি পদের জন্য এবং ১১ তম গ্রেডের জন্যও আছে প্রতিটি পদের জন্যই।


আবেদন জমা দিতে টাকা লাগবে?

এই কথাটি অনেকের মনেই প্রথমে উকি মারে যে, এপ্লিকেশন জমা দেবার জন্য কি কোন টাকা লাগবে কিনা। কারন একজন বেকার, যার পকেটে টাকা পয়সা থাকেনা বললেই চলে, একমাত্র সে রকম একজম মানুষই মুলত চাকরির জন্য উন্মাতাল হয়ে চাকরি খুজতে থাকে।
এ ধরনের মানুষের পকেটে যদি ১ টা টাকাও থাকতো তাহলে তারা চাকরিই খুজতো না, পকেটের ১ টাকা দিয়েই কোনমতে ১ মাস কাটিয়ে দিতে পারতো। কারন বেকারদের প্রকৃতপক্ষে টাকার দরকার পড়েনা। বেকাররা কোন মতে পরিবারে খেয়ে দেয়ে দিন কাটিয়ে দেয়। কিন্তু যেখানে বা যে ঘরে ৩ বেলা খাবার পাওয়া যায় সেই ঘরেই ১০ টা টাকা চাইলেও ১০ টা প্রশ্নের জবাব দিতে হয়। এমনিতেই বেকার যারা তারা মনোযন্ত্রনায় ভোগে থাকে সারাক্ষণ, ফলে তারা আর ১০ টাকা চেয়ে আরো ১০ টা বাড়তি প্রশ্নের উত্তর দেবার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেনা।
অথচ, দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের দেশে এই অসহায় বেকারদের পকেট থেকেই আবেদন ফি হিসেব বের করে নিয়ে নেয় সরকারি প্রতিষ্ঠানগুলো যা জাতীর জন্য একটা লজ্জাজনক অধ্যায়।
অদ্যোবদি সরকারি চাকরির পরীক্ষা ফ্রি করার জন্য বহু আন্দোলন হয়েছে এযাবত কিন্তু কোনটাই আলোর মুখ দেখেনি।
ফলে সেই ধারাবাহিকতাতেই, এই চাকরিতে এপ্লাই করার জন্যও আপনাকে এপ্লিকেশন ফি জমা দিতেই হবে। এবং সেই ফি এর পরিমানও নেহাত কম নয়। ৮০০ টাকার পে-অর্ডার জমা দিয়ে আপনার এপ্লিকেশন জমা দিতে হবে।

বেতন কাঠামো কেমন?

যেহেতু সরকারি চাকরি সেহেতু সকল কিছু সরকারি স্কেল অনুসারেই নির্ধারিত থাকবে। যদি ১০ম গ্রেডে জয়েনিং হয় তাহলে বেতন স্কেল হবে, ১৬০০০ থেকে ৩৮৬৮০ টাকা এবং যদি ১১ তম গ্রেডে জয়েনিং হয় তাহলে বেতন স্কেল হবে ১২৫০০ থেকে ৩০২৩০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা কি?

প্রতিটি পদের ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিষয়ে অনার্স থাকতে হবে। তবে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা কাঠামো উপরে প্রদত্ত সার্কুলারের ছবি দেখে জেনে নেয়ার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।
চলুন এবার দেখে নেয়া যাক, আবেদন করবেন কিভাবে এবং অন্যান্য কিছু গুরুত্বপুর্ন বিষয়াধি।

আবেদন করার নিয়ম কি?

আবেদন জমা দিতে হবে হার্ড কপি এপ্লিকেশন এর মাধ্যেমে। ধান গবেষনা ইনষ্টিটিউট, গাজিপুর - ১৭০১ এর বরাবরে আবেদন জমা দিতে হবে।
এছাড়া আবেদনের জন্য ৮০০ টাকা মুল্যের পে - অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের সম্পুর্ন নির্দেশাবলী উপরের বিজ্ঞপ্তির মুল ছবি থেকে জেনে নিয়ে তারপর আবেদন জমা দিবেন।
আবেদন কিভাবে করতে হবে এবং কি কি জমা দিতে হবে তার সকল বিস্তারিত পেয়ে যাবেন উপরের সার্কুলারের ছবিতে।
এসব নিয়ম এখানে আর লিখলাম না। কারন অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। সেজন্য অনুরোধ থাকবে, যদি এপ্লাই করতে চান তাহলে অবশ্যই সার্কুলারের ইমেজ প্রিন্ট আউট করে নিয়ে, ভাল করে নিয়ম কানুন জেনে তারপর এপ্লাই করবেন।

সবশেষে বলতে চাই,

চাকরি পাবেন কি পাবেন না সেটা নির্ধারন করার একমাত্র মালিক মহান আল্লাহ তায়াল। তাই সেই মহান আল্লাহর উপর ভরসা রেখে সকল কিছু সঠিকভাবে সম্পন্য করে আপনার আবেদন জমা করে দিন আর আল্লাহর কাছে শুকরিয়া গুজার করতে থাকুন যে, অন্তত আল্লাহ আপনাকে এপ্লাই করার তাওফীক দান করেছেন। সকলের জন্য দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
 

Wednesday, October 23, 2024

আবেদনের নিয়ম - রমজানের ৩০ দিন আড়ং কাজ ২০২৫

আড়ং সম্পর্কে

আড়ং তো সবাই চিনেন ইনশাআল্লাহ। অসংখ্য আউটলেট এবং প্রচুর কর্মী নিয়ে গঠিত আড়ং। বর্তমানে আড়ং এর প্রায় সবগুলো আউটলেটে সেলসপার্সন হিসেবে কাজের এপ্লিকেশন জমা দেয়া যাচ্ছে।

কিভাবে আড়ং এ সহজেই এপ্লিকেশন জমা দিবো?



প্রথমত বলতে চাই যে, আড়ং এ কাজের ব্যাপারে যখন ভাববেন তখন মনের মাঝে একটা কথা গেথে নিবেন যে, আপনি মনেপ্রানে আড়ং এ কাজ করতে চান এবং যে যাই বলুক না কেন এবং যাই কিছু ঘটুক না কেন আপনার একটা চাকরি খুবই দরকার এবং সেই চাকরি আড়ং এ হলে আপনি সবচেয়ে খুশি হবেন। এভাবে যদি নিজের মনকে মেলে ধরতে না পারেন তাহলে আড়ং কাজ পেলেও আপনি বেশিদিন এই কাজ করতে পারবেন না। কারন আড়ং বলেন বা অন্যান্য যেকোন শপে বিক্রয়কর্মী হিসেবে কাজ করা সম্পুর্ন আলাদা একটা দুনিয়া। বিক্রয়কর্মী হিসেবে কাজের শুরুর কয়েকটা দিন আপনাকে আপনার নিজের মনে সাথে যুদ্ধ করতে হবে নানাবিধ কারনে। এবং সেই যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন তখনই যখন আপনার চাকরির প্রয়োজনীয়তাটা থাকবে তুংগে এবং যে কোন মুল্যে চাকরি আপনার একটা চাই ই চাই।

এপ্লিকেশন জমা দেবার জন্য আপনার পুর্নাংগ সিভিটি রেডি করবেন সবার আগে। অতঃপর আপনার নিকটের আড়ং আউটলেটে গিয়ে সিভি জমা দিবেন। মনে রাখবেন  আড়ং এর প্রায় প্রতিটি আউটলেটের সামনে প্রায় সারা বছর জুড়েই CV Drop করার বক্স থাকে। ধন্যবাদ।


এখানে ক্লিক করেও ঘরে বসেই সরাসরি আবেদন জমা দিয়ে রাখতে পারেন

কোন আউটলেটগুলো কেমন?

আড়ং এর কিন্তু অনেক গুলো শাখা ব্রাঞ্চ আছে। মুলত ঢাকাতে এদের শাখার সংখ্যা সবচেয়ে বেশি। তবে অন্যান্য বিভাগেও সংখ্যাটা কম না। ঢাকার মধ্যে ধানমন্ডি উত্তরা বসুন্ধরাতে এদের বিশাল বিশাল আউটলেট রয়েছে। প্রতিটি আউটলেট অনেক বড় এবং পরিপুর্ন পরিপাটি করে সাজানো আছে।

অনলাইনে এপ্লাই করার কোন অপশন আছে কি?
সেলস পার্সন এর জন্য আড়ং সাধারনত কোন সার্কুলার প্রকাশ করেনা। তবে বিশেষ ক্ষেত্রে করতেও পারে। তবে বর্তমান সময়ের জন্য এইটুকু বলতে পারি যে, সেলস পার্সন হিসেবে যদি আড়ং এর সাথে কাজ করতেই চান, তাহলে আপনার জন্য বেষ্ট অপশন হচ্ছে, আপনার বাসার সবচেয়ে কাছের যে আড়ং আছে, সেটাতে ঘুরে আসতে পারেন। আশাকরি, সেখানে সেলস পার্সন নিয়োগের সিভি দেয়ার বক্স খুজে পাবেন। আর যদি সেখানেও খুজে না পান, অর্থ্যাত আপনার নিকটের আড়ং এ যদি সিভি ড্রপিং বক্স না থাকে, সেক্ষেত্রেও আপনার হতাশ হবার কিছুই নেই।
কারন, অন্য নিকটবর্তী আউটলেটে আশাকরি পেয়ে যাবেন। পেয়ে যাবেন এই জন্যই বললাম যে, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স অনুসারে, আজ পর্যন্ত আমি যতগুলো আড়ং এর শপ ভিজিট করেছি প্রায় তার ৯০ ভাগ ক্ষেত্রেই বক্স দেখেছি। মাঝে মাঝে এমন হয়েছে যে, সবগুলোতেই থাকতে দেখেছি।
তবে, ঐ যে বললাম, না থাকলেও চিন্তার কিছু নেই। একটা না একটা ব্রাঞ্চে আপনি বক্স পাবেন ই, এটা ইনশাআল্লাহ নিশ্চিত।
তাই, অনলাইনে সিভি দেয়ার চিন্তা বাদ দিয়ে, চলে যান আড়ং এর শোরুমে। আশাকরি, মহান আল্লাহর অশেষ কৃপায় আপনি নিরাশ হবেন না।

 এখানে ক্লিক করেও ঘরে বসেই সরাসরি আবেদন জমা দিয়ে রাখতে পারেন

শেষ কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে লিখুন নিচের ফেসবুক কমেন্ট বক্সে

Saturday, October 19, 2024

উপজেলা কার্যলয়ে মসজিদের ইমাম/ খাদিম ও মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় কর্তৃক প্রকাশিত পেশ ইমাম, মুয়াজ্জিন এবং খাদিম নিয়ো বিজ্ঞপ্তি

এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মুলত সরকারি একটি বিশেষ নীতিমালা বস্তবায়নের অংশবিশেষ হিসেবে প্রকাশিত হয়েছে। এই বিশেষ নীতিমালাটি প্রকাশিত হয়েছি ২০২১ সালে।
নীতিমালাটি বিশেষভাবে, জেলা ও উপজেলা মডেল ও ইসলামিক সানষ্কৃতিক কেন্দ্রে পরিচালনা নীতিমাল - ২০২১ নামেই পরিচিত।
যাইহোক, এই নীতিমালার অধীনে অনেকগুলো প্রকল্প আছে এবং সেইসব প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হচ্ছে, 
"প্রতিটি জেলা ও উপজেলায় ০১ টি করে ৩৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংষ্কৃতিক কেন্দ্র স্থাপন"
মুলত, এই বিশেষ প্রকল্প বাস্তবায়নের আওতাতেই নির্দিষ্ট জেলার জন্য এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। পরবর্তী অংশে আমরা দেখানোর চেষ্টা করবো, কোন জেলার জন্য বিশেষভাবে এই সার্কুলারটি এসেছে, কোন অফিসের আন্ডারে এই সার্কুলার এসেছে এবং কি কি পদ আছে এবং সেখানে কিভাবে এবং কতদিনের মধ্যে এপ্লিকেশন জমা দিতে হবে। চলুন তবে এইসব বিষয় জেনে নেয়া যাক। আশাকরি সাথেই থাকবেন।



 

Thursday, October 10, 2024

প্লে নার্সারী,কেজি এবং প্রি স্কুল সহকারি শিক্ষক (কোর-শিক্ষক)/ সহকারি শিক্ষিকা


 




Requirements

Education

স্নাতক-স্নাতকোত্তর /ফাজিল-কামিল ( অভিজ্ঞদের জন্য গ্রহনযোগ্য)/


মহিলা শিক্ষিকাদের জন্য নূন্যতম এইচএসসি / O Level ( অভিজ্ঞদের জন্য গ্রহনযোগ্য)


Additional Requirements

বাংলা / ইংরেজী / আরবি / গনিত এবং বিজ্ঞান ( অন্তত যে কোন এক বিষয়ে) দক্ষতা থাকতে হবে


সুন্দর হাতের লেখা


কম্পিউটারের দক্ষতা


বিশেষ দক্ষতা: (মহিলা শিক্ষিকাদের জন্য)


স্পষ্ট ও মার্জিত উচ্চারণ (আঞ্চলিকতা মুক্ত )


সাংস্কৃতিক প্রতিভা


প্যারেন্টিং স্কিল


Skills & Expertise

Computer skill

Compensation & Other Benefits

১৭০০০ -২৪০০০ এবং সহকারি শিক্ষিকা ১২-১৬ হাজার


Employment Status

Full Time


Job Location

Anywhere in Bangladesh


Company Information

Azharul Jannah Model Madrasah


Address:

F# 48, Kaizen Peace Valley, 2nd Floor, Bank Colony-1340


Friday, September 20, 2024

সরকারি স্কুলের মাধ্যমিক শাখার জন্য Assistant টিচার ১২৫০০ - ৩০২৩০

 

 
সিএএসসি/অঃনথি/০৫/নিঃবিজ্ঞপ্তি/২০২৪/ভঃ-১/০২১/
/০৯/২০২৪

নিয়োগ বিজ্ঞপ্তি

১। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও এর নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত সৃষ্ট পদে নিয়োগ করা হবে:

পদবী
বিষয়
পদ সংখ্যা
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
গ্রেড ও বেতন স্কেল
প্রভাষক
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন
০১
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের কলেজ সেকশন-এ প্রভাষক পদে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।
গ্রেড-৯
২২,০০০- ৫৩,০৬০/-
সহকারী শিক্ষক
(মাধ্যমিক শাখা)
হিসাববিজ্ঞান
০১
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।

বিএড ডিগ্রি সহঃ
গ্রেড-১০
১৬,০০০-৩৮,৬৪০/-

বিএড ডিগ্রি ব্যতীতঃ
গ্রেড-১১
১২,৫০০-৩০,২৩০/-

সহকারী শিক্ষক
মাধ্যমিক শাখা
(ইংরেজি ভার্সন)
বিজ্ঞান
০১
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি (পদার্থবিজ্ঞান/রসায়ন বিজ্ঞান/জীব বিজ্ঞান) স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
অফিস সহকারী (আইসিটি)
০১
ক) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা।
খ) শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সমমান।
গ) MS Office, Trouble Shooting, Graphics Design এবং কম্পিউটার টাইপিং এ বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
গ্রেড -১৬
৯,৩০০- ২২,৪৯০/-
অফিস সহকারী
০১
ক) শিক্ষা বোর্ড হতে এইচ.এস.সি (ব্যবসায় শিক্ষা)/সমমান। এইচ.এস.সি (ব্যবসায় শিক্ষা) /সমমান সহ ৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে।
খ) MS Office এবং কম্পিউটার টাইপিং এ বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
গ্রেড -১৬
৯,৩০০- ২২,৪৯০/-
পরিচ্ছন্নতা কর্মী
০১
জে.এস.সি/জে.ডি.সি/সমমান
গ্রেড -২০
৮,২৫০- ২০,০১০/-

২। অন্যান্য যোগ্যতা: প্রত্যেক পদে সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। প্রভাষক ও সহকারী শিক্ষক পদে সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে ০২ টি (দুইটি) স্তরে ১ম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে এবং কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।

৩। অন্যান্য সুবিধাদি: বিধি মোতাবেক বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রদান করা হবে।

৪। আবেদনের তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৯ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত (অন-লাইনের মাধ্যমে)।

৫। আবেদনের নিয়মাবলি: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যানকপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনের ঠিকানা ওয়েবসাইট (www.casc.edu.bd অথবা https://cascjobs.apply.ac) এ আবেদন ফরম পাওয়া যাবে। আবেদন ফি অনলাইন চার্জ সহ প্রভাষক পদের জন্য ৬৫০/-টাকা, সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা) পদের জন্য ৫৫০/-টাকা এবং অফিস সহকারী (আইসিটি), অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য ৩৫০/-টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে (বিকাশ চার্জ প্রযোজ্য)। বিস্তারিত তথ্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

৬। পরীক্ষা পদ্ধতি: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান/দাপ্তরিক দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার বিষয়ে এসএমএস করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

৭। প্রবেশপত্র: প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথাসময়ে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং www.casc.edu.bd অথবা https://cascjobs.apply.ac লিংকের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। Online আবেদনে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, ঝগঝ পড়া ও প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়।

৮। শর্তাবলি: চাকুরীতে যোগদানের এক বছরের মধ্যে স্বেচ্ছায় চাকুরী হতে অব্যাহতি নেওয়া যাবে না। প্রার্থীদেরকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোন আবেদনপত্র বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

অধ্যক্ষ

Wednesday, September 18, 2024

পারসোনা কল সেন্টারে ১৮০০০ এ কাজ করতে চাইলে আবেদন জমা দেন আজকের মধ্যেই

 

Position: Sr. Executive / Executive, Customer Care

Branch: Gulshan -1, Gulshan-2, Banani, Kakrail and Shantinagar

 

JOB RESPONSIBLITIES:

  • Manage operations to ensure smooth and efficient functioning.
  • Identify customer needs, clarify information and provide solutions.
  • Build and maintain professional relationship with customer.
  • Ensure the optimum level of Customer Satisfaction through the team.
  • Resolve customer queries quickly and efficiently.
  • Respond to customer complain with a professional and positive manner to promote optimum customer satisfaction.
  • Refer unresolved customer grievances to designated persons for further investigation (For different case).
  • Report day-to-day activities to the Branch I/C.

EDUCATION:

  • Graduation or Masters in any discipline from any reputed university
  • MBA  or English Medium background is preferred

EXPERIENCE:

  • Fresher’s & experienced both are encouraged to apply
  • For experience : minimum 2 - 4 years
Call Center
Event Management
Face to face sales & Marketing

ADDITIONAL CRITERIA:

  • Voice Quality: Should have a neutral and appropriate accent, clear voice, pleasant tone
  • Good listening skill: Must have abilities to understand others’ tone quite quickly
  • Communication Skill: Oral fluency Bangla and English, Confident tone, correct and pleasant conversation
  • Must have advanced situational judgment –ability to know what is needed to satisfy the customers
  • Technical competencies: basic computer skill-MS-Office, good typing skill.
  • Flexibility: One should have willingness to work both shifts and on public holidays

JOB NATURE:   

  • Full-Time (Shifting & Roster)

Shift- Morning 10 am to 6 pm and Evening: 12.30pm to 8:30 pm)

LUCRATIVE PACKAGE OF COMPENSATION:

Remuneration : 15000 -18000 Tk
Complementary Service  : Grooming Package fixed
Festival Bonus : 1 month full salary for two Festival (confirmed employee)
Incentive : Target and result Oriented

Instructions to Apply:

Application Deadline: 18 October 2024

Persona is one of the most well-known brands in Bangladesh providing premier lifestyle solutions for men, women & children.