Wednesday, January 3, 2024
Tuesday, January 2, 2024
👉 সকালে বিকালে বা দুপুরে ৪০০ তে ২ ঘন্টা কাজ করতে পারেন
৩ ধরনের কাজের ক্ষেত্র আছে অফিস পাড়ায়।
👉 সকালের যে কাজগুলো থাকে সেগুলো করতে চাইলে এভাবে জয়েন করুন
👉 বিকালের কাজগুলো করতে পারেন এখানে গিয়ে
👉 আর দুপুরের কিছু এক্সক্লোসিভ কাজ আছে সেটা দেখতে পারেন এখানে
মনে রাখবেন, কাজগুলো শুধুমাত্র তারাই করতে পারবেন যারা অন্য কোন চাকরির সাথে সংযুক্ত নন।
তবে এই কাজের জন্য বিশেষ কিছু শিক্ষার একদম দরকার নেই।
আপনি চাইলেই জয়েন করতে পারবেন।
কোন অফিসে জয়েন করবেন সেই অফিস আগে চুজ করে তারপর জয়েন নিবেন
বেতন যারা বেশি দিবে তাদের সাথে কাজ করবেন
লাঞ্চের ব্রেকে ২ ঘন্টা কাজে জয়েন নিন
লাঞ্চের ব্রেকে অফিস ফাকা হয়ে যায়।
সেসময় কিছু কাজের জন্য লোকের দরকার হয়।
এসব কাজ করার জন্য অনার্স মাষ্টার্স শিক্ষা দরকার হয়।
তবে এসব কাজ করার জন্য সেই অফিসের স্টাফদের সাথে কন্টাক্ট থাকতে হয়।
তারাই এসব কাজ ম্যনেজ করে থাকেন।
Monday, January 1, 2024
পল্লী বিকাশ কেন্দ্রে ৪২০০০ বেতনে জয়েনিং শুরু করুন
পল্লী বিকাশ কেন্দ্রে (পিবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি এমআরএ সনদ নং:-০০৫২৯-০৩৯৯৬-০০১৯০ | |||||||||||||||||||||||||||||||
পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে ঃ | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
শর্তাবলী ঃ প্রার্থীদের কর্ম এলাকা হবে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পর্যায়ে। ১, ২ ও ৩ নং পদের প্রার্থীদের কম্পিউটার ও মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৪ নং পদের প্রার্থীদের বাইসাইকেল/মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সকল পদের প্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেয়া হবে। হিসাবরক্ষক ও ফিল্ড অফিসার (৪নং পদ-যাদের অভিজ্ঞতা নাই) পদের প্রার্থীদের বেলায় প্রাথমিক নির্বাচনের পর পল্লী বিকাশ কেন্দ্রের শাখা অফিসে কমপক্ষে ১মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থীদের শাখা অফিসে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। ফিল্ড অফিসার (৪ নং পদ-যাদের অভিজ্ঞতা নাই) পদের প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষন শেষে প্রশিক্ষনকালীন সময়ের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এককালীন ভাতা প্রদান করা হবে। এছাড়া সকল পদের প্রার্থীদের ৬মাস সফলভাবে প্রবেশনকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভূক্ত করা হবে এবং বছরে ৩টি উৎসব ভাতা, মোটরসাইকেল ভাতা, মোবাইল বিল এবং প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি ও বিভিন্ন ইনসেনটিভ সুবিধার অর্ন্তভুক্ত হবে। আগ্রহী প্রার্থীদেরকে স্ব স্ব পদে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, অভিজ্ঞ কর্মীদের বেলায় সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী ১২.০১.২০২৪ ইং তারিখ এর মধ্যে দরখাস্ত নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। বর্তমানে উপরোক্ত যেসব অভিজ্ঞ প্রার্থী সর্বশেষ ৬(ছয়) মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে কাজের সম্পৃত্ততা নেই তাদের আবেদন করার প্রয়োজন নাই। বি:দ্র:- ফেরতযোগ্য জামানত:- এলাকা ব্যবস্থাপক/শাখা ব্যবস্থাপক-২০,০০০/-(বিশ হাজার) টাকা। হিসাবরক্ষক-১৫,০০০/-(পনের হাজার) টাকা। ফিল্ড অফিসার-১২,০০০/-(বার হাজার) টাকা। | |||||||||||||||||||||||||||||||
আবেদন ও যোগাযোগের ঠিকানাঃ প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ই-মেইল-pbkhrd0007@gmail.com |
ঈদ উপলক্ষে যমুনা ফিউচার পার্কের দোকানে ৮০০০ থেকে ২২০০০ বেতনে নিয়োগ শুরু - Jamuna Future Park Eid Job
এই রমজানে যমুনা ফিউচার পার্কের প্রায় সব দোকানের সামনে আপনি খুজে পাবেন ১ টি বক্স। সেই বক্সে জমা দিতে পারবেন আপনার সিভি। এই সিভি প্রদানের উদ্যেশ্য হচ্ছে সেই দোকানের সেলস পার্সন হিসেবে কাজ করা। নারী বা পুরুষ যেকেউ এই কাজের জন্য সিভি জমা দিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কোন ম্যটারনা এইসব চাকরি পাবার জন্য। মুলত ১৮ বছর বয়স এবং ইচ্ছা থাকলে আপনিও এপ্লাই করে জয়েনিং এর জন্য অপেক্ষা করতে পারেন। বেতন ৮০০০ থেকে ২২০০০ পর্যন্ত হয়ে থাকে এবং কোন কোন দোকানে এর চেয়ে কিছুটা বেশিও পাওয়া যায়।
যদি আগ্রহি হয়ে থাকেন তাহলে সেই বক্সে দিয়ে আসুন আপনার সিভি। সময় মত কল করে আপনার জয়েনিং এর ব্যপারে কথা বলার জন্য ডাকবে।
আপনি শুধু সিভি দিয়ে চলে আসবেন। দোকানের কাউকে শুধুশুধু এটাসেটা চাকরির ব্যপারে জিজ্ঞেস না করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
মন থেকে শুকরিয়া গ্রহন করে বাধিত করবেন আপনার মুল্যবান সময় খরচ করে এই চাকরির বিজ্ঞপ্তিটা পড়ার জন্য। মহান আল্লাহ তায়ালার নিকট আপনার জন্য এবং আপনার ফ্যমিলির সকলের জন্য রইলো বুকভরা দোয়া যাতে সকলকে নিয়ে সুখে শান্তিতে এবং নিরাপদে জীবন যাবন করতে পারেন। সাথে সাথে আল্লাহ আপনার চাকরি প্রাপ্তির স্বপ্ন পুরন করুন এই দোয়াও রইলো।