Sunday, March 12, 2023
Friday, March 10, 2023
Thursday, March 9, 2023
Tuesday, March 7, 2023
কাউন্সিলর কাম ইন্সপেক্টর পদে আবেদন জমা দিন এখানে ক্লিক করেই
Sunday, March 5, 2023
পল্লী বিদ্যুৎ লাইনম্যান এবং সেক্রেটারি নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞ/িনোটিশ
বিষয়: “অফিস সেক্রেটারী/লাইনটেকনিশিয়ান পদে নিয়োগের লক্ষ্যে আন্তঃ পবিস নিয়োগ বিজ্ঞপ্তি"
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি এ অফিস সেক্রেটারী/লাইনটেকনিশিয়ান শূন্য পদ পূরণের লক্ষ্যে পদোন্নতির মাধ্যমে নিয়োগের নিমিত্তে বিভিন্ন সমিতিতে কর্মরত নিয়মিত কম্পিউটার অপারেটর এবং লাইনটেকনিশিয়ান পদে যারা পবিস কর্মচারী চাকুরী বিধি ১৯৯২, (সংশোধিত-২০১২ খ্রিঃ) ও সংশোধিত পবিস নির্দেশিকা ৩০০-০৮, ৩০০-১৪, ৩০০-২৪ এবং ৩০০-৫১ অনুযায়ী পদোন্নতির জন্য যোগ্যতা অর্জন করেছেন তাদের নিকট হতে নিম্নবর্নিত শর্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে (A4 সাইজের কাগজে) স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
শর্তাবলীঃ
০১। আবেদনকারীকে পদের নাম উল্লেখ করে সাদা কাগজে লিখিত আবেদন পত্রে (ক) নিজের নাম, (ঘ) পিতার নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা ৪) বর্তমান ঠিকানা, (চ) জন্ম তারিখ, (ছ) ধর্ম (জ) ১১/০৩/২০২৩খ্রিঃ বয়স, (ঝ) জাতীয়তা, (ঞ) চাকুরীতে প্রথম যোগদানের তারিখ ও নিয়মিত করণের তারিখ (ট) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ পূর্বক জেনারেল ম্যানেজার কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র সহ আগামী ১১/০৩/২০২৩খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর, প্রতাপ, ঝালকাঠি এ স্ব-শরীরে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। আবেদনপত্রে নিম্নোক্ত কাগজপত্র দলিলাদি সংশ্লিষ্ট এজিএম (মানব সম্পদ/প্রশাসন) কর্তৃক সত্যায়িত করতে
হবে।
আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজ পত্র সংযুক্ত করতে হবে।
(ক) সর্বশেষ ০৩(তিন) বছরের বার্ষিক কর্মমূল্যায়ন প্রতিবেদনের সত্যায়িত অনুলিপি । (ঘ) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন সত্যায়িত ছবি।
(গ) বর্তমান পদে যোগদান ও নিয়মিতকরণ পত্রের সত্যায়িত ফটোকপি।
(ঘ) হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি পুজার নাইনটেকনিশিয়ানগগের ক্ষেত্রে মূল ড্রাইভিং লাইসেন্স সংযে
(ঙ) পবিস নির্দেশিকা ৩০০-৫১ অনুযায়ী প্রশিক্ষণে কৃতকাh© হওয়ার প্রমান পত্রের সত্যায়িত ফটোকপি। (চ) জাতীয় পরিচয় পত্র (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি। (ছ) আবেদন পত্রের সহিত জেনারেল ম্যানেজার/সিনিয়র জেনারেল ম্যানেজার এর সুপারিশ, বিনা আপত্তির সনদ এবং বিগত ০৫ বছরের মধ্যে গৃহীত প্রশাসনিক ব্যবস্থা (যদি থাকে বা না থাকে) এর প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। (জ) সর্বশেষ ০৩ (তিন) বছরের মধ্যে কোনরূপ গুরুদণ্ড প্রাপ্ত হয়েছেন কিনা; (ঝ) সর্বশেষ ০১ (এক) বছরের মধ্যে কোনরূপ লঘুদণ্ড প্রাপ্ত হয়েছেন কিনা;
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক পদের নিয়োগ
বিজ্ঞপ্তি
| পাবনা পবিস-১ এ আইন উপদেষ্টা (চুক্তিভিত্তিক) পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
| যশোর পবিস-২ এ নিয়োগ বিজ্ঞপ্তি-মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)
| চাদপুর পবিস-২ এ দৈনিক মজুরী ভিত্তিতে নিরাপত্তা কর্মী (কাজ নাই মজুরী নাই) পদে নিয়োগ
বিজ্ঞপ্তি
| ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতিতে অফিস সেক্রেটারী/লাইনটেকনিশিয়ান পদে নিয়োগের লক্ষ্যে
আন্তঃ পবিস নিয়োগ বিজ্ঞপ্তি
বরিশাল পবিস-২ এ নিয়োগ বিজ্ঞপ্তি ( মিটার রিডার কাম ম্যাসেঞ্জার)
Saturday, March 4, 2023
গভমেন্ট বার্তাবাহক ও লাইব্রেরী এডেন্ডেন্ট পদে ২০০১০ বেতনে জয়েনিং এর দরখাস্ত দেয়া যাচ্ছে
হল প্রজাতন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) নীলক্ষেত, ঢাকা-১২০৫। www.napd.gov.bd
নং-০৫.৮৮.0000.005.11.018.১৯ (অংশ-১). ৯৬
ক্র.নং
পদের নাম, গ্রেড ও জাঃ বেঃ স্কেল-২০১৫ হিসাবরক্ষক কাম- কোষাধ্যক্ষ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০)
লাইব্রেরি এটেনডেন্ট গ্রেড-২০
(৮২৫০-২০০১০)
03
বার্তাবাহক
গ্রেড-২০
কোনো আবেদন পদসংখ্যা
গ্রহণ করা হবে না:
বয়স
১৮-৩০
বছর
শিক্ষাগত যোগ্যতা
০১টি
১৮-৩০ বছর
১৮-৩০ বছর
৮ম শ্রেণী পাশ
০১টি
তারিখ: ০১ ফাল্গুন ১৪২৯ ১৪ ফেব্রুয়ারি ২০২৩
জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), ৩/এ, নীলক্ষেত, ঢাকা-এর নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://alljobs.teletalk.com.bd/napd বা http://napd.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
অনলাইন (Online) ব্যতীত
নিয়োগ বিজ্ঞপ্তি
মন্তব্য
বাণিজ্য, অংক, হিসাব বিজ্ঞান অথবা ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি। তবে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতাসম্পন্ন | কিশোরগঞ্জ, নেত্রকোণা, চাঁদপুর, ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে। পাবনা,
সিরাজগঞ্জ, গাইবান্ধা, যশোর, বরিশাল, বরগুনা ও
পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
২০২১ সালে যারা ‘বার্তাবাহক' পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
আবেদনকারীর বয়স 19.02.2023 খ্রি. তারিখে ন্যূনতম ১৮ বছর এবং 25.03.2020 খ্রি. তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২ . সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৩. . অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://napd.teletalk.com.bd এই ওযেবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ: (i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 19.02.2023 খ্রি., সকাল- ১০:০০ টা। (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৯.03.2023 খ্রি., বিকাল- ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
Page 1 of 3
৮ম শ্রেণী পাশ