Friday, March 10, 2023
Thursday, March 9, 2023
Tuesday, March 7, 2023
কাউন্সিলর কাম ইন্সপেক্টর পদে আবেদন জমা দিন এখানে ক্লিক করেই
Sunday, March 5, 2023
পল্লী বিদ্যুৎ লাইনম্যান এবং সেক্রেটারি নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞ/িনোটিশ
বিষয়: “অফিস সেক্রেটারী/লাইনটেকনিশিয়ান পদে নিয়োগের লক্ষ্যে আন্তঃ পবিস নিয়োগ বিজ্ঞপ্তি"
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি এ অফিস সেক্রেটারী/লাইনটেকনিশিয়ান শূন্য পদ পূরণের লক্ষ্যে পদোন্নতির মাধ্যমে নিয়োগের নিমিত্তে বিভিন্ন সমিতিতে কর্মরত নিয়মিত কম্পিউটার অপারেটর এবং লাইনটেকনিশিয়ান পদে যারা পবিস কর্মচারী চাকুরী বিধি ১৯৯২, (সংশোধিত-২০১২ খ্রিঃ) ও সংশোধিত পবিস নির্দেশিকা ৩০০-০৮, ৩০০-১৪, ৩০০-২৪ এবং ৩০০-৫১ অনুযায়ী পদোন্নতির জন্য যোগ্যতা অর্জন করেছেন তাদের নিকট হতে নিম্নবর্নিত শর্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে (A4 সাইজের কাগজে) স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
শর্তাবলীঃ
০১। আবেদনকারীকে পদের নাম উল্লেখ করে সাদা কাগজে লিখিত আবেদন পত্রে (ক) নিজের নাম, (ঘ) পিতার নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা ৪) বর্তমান ঠিকানা, (চ) জন্ম তারিখ, (ছ) ধর্ম (জ) ১১/০৩/২০২৩খ্রিঃ বয়স, (ঝ) জাতীয়তা, (ঞ) চাকুরীতে প্রথম যোগদানের তারিখ ও নিয়মিত করণের তারিখ (ট) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ পূর্বক জেনারেল ম্যানেজার কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র সহ আগামী ১১/০৩/২০২৩খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর, প্রতাপ, ঝালকাঠি এ স্ব-শরীরে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। আবেদনপত্রে নিম্নোক্ত কাগজপত্র দলিলাদি সংশ্লিষ্ট এজিএম (মানব সম্পদ/প্রশাসন) কর্তৃক সত্যায়িত করতে
হবে।
আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজ পত্র সংযুক্ত করতে হবে।
(ক) সর্বশেষ ০৩(তিন) বছরের বার্ষিক কর্মমূল্যায়ন প্রতিবেদনের সত্যায়িত অনুলিপি । (ঘ) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন সত্যায়িত ছবি।
(গ) বর্তমান পদে যোগদান ও নিয়মিতকরণ পত্রের সত্যায়িত ফটোকপি।
(ঘ) হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি পুজার নাইনটেকনিশিয়ানগগের ক্ষেত্রে মূল ড্রাইভিং লাইসেন্স সংযে
(ঙ) পবিস নির্দেশিকা ৩০০-৫১ অনুযায়ী প্রশিক্ষণে কৃতকাh© হওয়ার প্রমান পত্রের সত্যায়িত ফটোকপি। (চ) জাতীয় পরিচয় পত্র (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি। (ছ) আবেদন পত্রের সহিত জেনারেল ম্যানেজার/সিনিয়র জেনারেল ম্যানেজার এর সুপারিশ, বিনা আপত্তির সনদ এবং বিগত ০৫ বছরের মধ্যে গৃহীত প্রশাসনিক ব্যবস্থা (যদি থাকে বা না থাকে) এর প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। (জ) সর্বশেষ ০৩ (তিন) বছরের মধ্যে কোনরূপ গুরুদণ্ড প্রাপ্ত হয়েছেন কিনা; (ঝ) সর্বশেষ ০১ (এক) বছরের মধ্যে কোনরূপ লঘুদণ্ড প্রাপ্ত হয়েছেন কিনা;
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক পদের নিয়োগ
বিজ্ঞপ্তি
| পাবনা পবিস-১ এ আইন উপদেষ্টা (চুক্তিভিত্তিক) পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
| যশোর পবিস-২ এ নিয়োগ বিজ্ঞপ্তি-মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)
| চাদপুর পবিস-২ এ দৈনিক মজুরী ভিত্তিতে নিরাপত্তা কর্মী (কাজ নাই মজুরী নাই) পদে নিয়োগ
বিজ্ঞপ্তি
| ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতিতে অফিস সেক্রেটারী/লাইনটেকনিশিয়ান পদে নিয়োগের লক্ষ্যে
আন্তঃ পবিস নিয়োগ বিজ্ঞপ্তি
বরিশাল পবিস-২ এ নিয়োগ বিজ্ঞপ্তি ( মিটার রিডার কাম ম্যাসেঞ্জার)
Saturday, March 4, 2023
গভমেন্ট বার্তাবাহক ও লাইব্রেরী এডেন্ডেন্ট পদে ২০০১০ বেতনে জয়েনিং এর দরখাস্ত দেয়া যাচ্ছে
হল প্রজাতন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) নীলক্ষেত, ঢাকা-১২০৫। www.napd.gov.bd
নং-০৫.৮৮.0000.005.11.018.১৯ (অংশ-১). ৯৬
ক্র.নং
পদের নাম, গ্রেড ও জাঃ বেঃ স্কেল-২০১৫ হিসাবরক্ষক কাম- কোষাধ্যক্ষ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০)
লাইব্রেরি এটেনডেন্ট গ্রেড-২০
(৮২৫০-২০০১০)
03
বার্তাবাহক
গ্রেড-২০
কোনো আবেদন পদসংখ্যা
গ্রহণ করা হবে না:
বয়স
১৮-৩০
বছর
শিক্ষাগত যোগ্যতা
০১টি
১৮-৩০ বছর
১৮-৩০ বছর
৮ম শ্রেণী পাশ
০১টি
তারিখ: ০১ ফাল্গুন ১৪২৯ ১৪ ফেব্রুয়ারি ২০২৩
জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), ৩/এ, নীলক্ষেত, ঢাকা-এর নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://alljobs.teletalk.com.bd/napd বা http://napd.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
অনলাইন (Online) ব্যতীত
নিয়োগ বিজ্ঞপ্তি
মন্তব্য
বাণিজ্য, অংক, হিসাব বিজ্ঞান অথবা ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি। তবে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতাসম্পন্ন | কিশোরগঞ্জ, নেত্রকোণা, চাঁদপুর, ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে। পাবনা,
সিরাজগঞ্জ, গাইবান্ধা, যশোর, বরিশাল, বরগুনা ও
পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
২০২১ সালে যারা ‘বার্তাবাহক' পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
আবেদনকারীর বয়স 19.02.2023 খ্রি. তারিখে ন্যূনতম ১৮ বছর এবং 25.03.2020 খ্রি. তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২ . সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৩. . অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://napd.teletalk.com.bd এই ওযেবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ: (i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 19.02.2023 খ্রি., সকাল- ১০:০০ টা। (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৯.03.2023 খ্রি., বিকাল- ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
Page 1 of 3
৮ম শ্রেণী পাশ
Thursday, March 2, 2023
Wednesday, March 1, 2023
সরকারি গ্যাস ফিল্ডের বহুল প্রতীক্ষিত চাকরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ পেয়েছে
মা জাতির সম্পদ। | এর অপার রোধ করে জাি
দায়িত্ব পালন করুন।
SGFL
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি) Sylhet Gas Fields Limited. (A Company of Petrobangla)
নিয়োগ বিজ্ঞপ্তি
সূত্র নং-26,27,9153,029,00,001.20 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহে
তারিখ: 21-02-2020
00 অনুর্ধ্ব
8
জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ সাপেক্ষে অনলাইনে
(http://sgtl.teletalk.com.bd) আবেদনপত্র
আহবান করা
যাচ্ছে। অনলাইন
(Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। শিক্ষাগত যোগ্যতা
क्रमिक
পদের নাম
বেতন স্কেল ও গ্রেড
সংখ্যা
সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল) সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল)
২২০০০-৫৩০৬০ প্রেত ৯
সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং পরীক্ষাসমূহে ন্যূনতম দুটি প্রথম বিভাগ/
७ সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) সহকারী ব্যবস্থাপক (সিভিল)
08
বছর
শ্রেণি/ সমমান জিপিএ/সিজিপিএ থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/ সমমান জিপিএ/সিজিপিএ থাকলে আবেদন বিবেচিত হবে না।
সহকারী ব্যবস্থাপক (আইপিই)
সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম ইঞ্জি:) 00 সহকারী ব্যবস্থাপক (কম্পিউটার ইঞ্জি:)
সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব)
২২০০০-৫৩০৬০
অনুর্ধ্ব ভূতত্ত্ব বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তরসহ সম্মানে
দ্বিতীয় শ্রেণি। অথবা ৪ বছর মেয়াদী সন্ধ
দ্বিতীয় শ্রেণি। পরীক্ষাসমূহে ন্যূনতম দুটি
বিভাগ শ্রেণি
জিপিএ/সিজিপিএ থাকতে হবে এবং কোনো
পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণি/সমমান জিপিএ/
সিজিপিএ থাকলে আবেদন বিবেচিত হবে না
00
বছর
প্রথম
সমমান
00
৩০ বছর
সহকারী ব্যবস্থাপক (মেডিক্যাল)
২২০০০-৫৩০৬০ অনূর্ধ্ব চিকিৎসা বিষয়ে এমবিবিএস ডিগ্রী।
পরীক্ষাসমূহে ন্যূনতম দুটি প্রথম বিভাগ । শ্রেণি/ সমমান জিপিএ/সিজিপিএ থাকতে
হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/
শ্রেণি সমমান জিপিএ/ সিজিপিএ থাকলে
আবেদন বিবেচিত হবে না।
Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি :
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://sgfi.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ : i. Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২-০৩-২০২৩ সকাল ১০.০০ ঘটিকা। ii. Online -এ আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময়: ২২-০৩-২০২৩ বিকাল ০৫.০০ ঘটিকা । iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে
SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। (খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x গ্রন্থ 8O) Pixel ড্যান করে
নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। (গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার
পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। (ঘ) প্রার্থী Online -এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(B) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র
আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's
copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk
pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬৭/- টাকাসহ মোট ৬৬৭/- (ছয় শত সাতষট্টি) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার
মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত
Online-এ আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না" ।
প্রথম SMS: SGFL<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: SGFL ABCDEF
Reply: Applicant's Name, TK. 667/- will be charged as application fee. Your PIN is 12345678. To SGFL Space>Yes<Space>PIN and send to 16222. দ্বিতীয় SMS: SGFL<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
pay fee type
Example: SGFL YES 12345678
Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for SGFL.. Application for < post
Name>User ID is (ABCDEF) and password (XXXXXXXX)
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://sgfi.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র
যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় । (ছ) SMS-এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর
নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। (জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User
প্রবেশপত্রটি লিখিত
ID এবং password
পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে SGFL <space>Help<space>User<space>User ID & send to 16222
EXAMPLE: SGFI Help User ABCDEF & send to 16222.
II. PIN Number জানা থাকলে SGFL<space>Help<space>PIN<space>PIN No & send to 16222
EXAMPLE : SGFL Help PIN 12345678 & send to 16222.
(ঝ) Online -এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query@ teletalk.com.bd ই-মেইলে অথবা টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ http://www.facebook.
com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর subject এ
Organization Name: "SGFL", Post name: ***** Applicant's User ID ও contract Number
অবশ্যই উল্লেখ করতে হবে।
(ঞ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও এসজিএফএল-এর ওয়েবসাইট www.sgfl.org.bd এবং http://sgfl.teletalk.com.bd অথবা QR
Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া
যাবে। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে ও SGFL ওয়েবসাইটের (www.sgfl.org.bd) মাধ্যমে জানানো
হবে।
৩। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে নিম্নবর্ণিত সকল তথ্যের স্বপক্ষে দলিলাদি। মূল সনদপত্র কমিটি কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে এবং এর ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে: (ক) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে)-এর সকল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবং এর সকল সত্যায়িত কপি (এক সেট) জমা দিতে হবে: (খ) সরকারি / স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে;
(গ) ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান বা পৌরসভা/সিটি কর্পোরেশন-এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত
নাগরিক সনদপত্র দাখিল করতে হবে।
(ঘ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদপত্র (প্রার্থী কর্তৃক চাকরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হবে)-এর মূল কপি প্রদর্শন (ঙ) বিদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) হতে ইস্যুকৃত সমমান
এবং সত্যায়িত কপি দাখিল করতে হবে;
সার্টিফিকেট (Equivalence Certficate) এবং ও লেভেল এ লেভেলে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে (UGC) বা শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান
সার্টিফিকেট (Equivalence Certificate) মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে; রকারি/ স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন
করতে হবে এবং এর সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
(ছ) অনলাইন (Online) এ পুরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy) দাখিল করতে হবে (জ) সকল সার্টিফিকেট/ রেকর্ডপত্র সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে: জিপিএ/সিজিপিএ ফলাফলপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভাগ শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি কর্তৃক জারীকৃত
সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/পরিপত্র অনুসরণ করা হবে।
01 আবেদনকারীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ-এ উল্লিখিত জন্মতারিখ প্রকৃত জন্মতারিখ হিসেবে গণ্য হবে। বয়স সংক্রান্ত কোনো হলফনামা ( Affidavit ) গ্রহণযোগ্য হবে না।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত/জারীকৃত সনদই কেবল মুক্তিযোদ্ধা শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রমাণক
হিসেবে মূল সনদপত্র প্রদর্শন ও এর সত্যায়িত ফটোকপি চাকরি প্রার্থী মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এ মর্মে ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান বা পৌরসভা/ সিটি করপোরেশন এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। প্রতিবন্ধী প্রার্থীদের
ক্ষেত্রে সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট অফিস কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সংক্রান্ত সনদ প্রযোজ্য হবে। এ নিয়োগের ক্ষেত্রে সরকারের কোটা নীতি এবং নিয়োগ সংক্রান্ত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে। • অসম্পূর্ণ ভুল তথ্যসম্বলিত/ত্রুটিপূর্ণ এবং চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সাথে যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, 91
স্থায়ী ঠিকানা, জাতীয়তা ইত্যাদি যেকোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যেকোনো পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।
একজন প্রার্থী ১টি মাত্র পদে আবেদন করতে পারবেন। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল হবে।
নিয়োগ প্যানেলের কার্যকারিতার মেয়াদ অনুমোদনের তারিখ হতে সর্বোচ্চ ১২ (বারো) মাস পর্যন্ত বহাল থাকবে ১০। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১১। কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য/ সনদ মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২। দেশের প্রত্যন্ত অঞ্চলে (এসজিএফএল-এর অধিকারভুক্ত এলাকা) কাজ করতে অনাগ্রহী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
১৩। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ বা অর্থ প্রদান করা হবে না। ১৪। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ/ বাতিল এবং এ নিয়োগ কার্যক্রম আংশিক/ সম্পূর্ণ পরিবর্তন/ বাতিল এবং পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৫। নিয়োগ সংক্রান্ত সর্বশেষ তথ্যাদি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ওয়েবসাইট (www.sgil.org.bd) এবং টেলিটক
বাংলাদেশ লিমিটেড-এর ওয়েবসাইট (http://sgfl.teletalk.com.bd) এ প্রকাশিত হবে বিধায় চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট Website Visit করতে হবে। ১৬। আবেদন করার শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ
দেয়া যাচ্ছে।
পিসি-২৩০/23 (2008)
মহাব্যবস্থাপক (প্রশাসন)