Wednesday, March 1, 2023

সরকারি গ্যাস ফিল্ডের বহুল প্রতীক্ষিত চাকরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ পেয়েছে

 মা জাতির সম্পদ। | এর অপার রোধ করে জাি

দায়িত্ব পালন করুন।

SGFL

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি) Sylhet Gas Fields Limited. (A Company of Petrobangla)

নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্র নং-26,27,9153,029,00,001.20 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহে

তারিখ: 21-02-2020

00 অনুর্ধ্ব

8

জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ সাপেক্ষে অনলাইনে

(http://sgtl.teletalk.com.bd) আবেদনপত্র

আহবান করা

যাচ্ছে। অনলাইন

(Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। শিক্ষাগত যোগ্যতা

क्रमिक

পদের নাম

বেতন স্কেল ও গ্রেড

সংখ্যা

সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল) সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল)

২২০০০-৫৩০৬০ প্রেত ৯

সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং পরীক্ষাসমূহে ন্যূনতম দুটি প্রথম বিভাগ/

७ সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) সহকারী ব্যবস্থাপক (সিভিল)

08

বছর

শ্রেণি/ সমমান জিপিএ/সিজিপিএ থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/ সমমান জিপিএ/সিজিপিএ থাকলে আবেদন বিবেচিত হবে না।

সহকারী ব্যবস্থাপক (আইপিই)

সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম ইঞ্জি:) 00 সহকারী ব্যবস্থাপক (কম্পিউটার ইঞ্জি:)

সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব)

২২০০০-৫৩০৬০

অনুর্ধ্ব ভূতত্ত্ব বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তরসহ সম্মানে

দ্বিতীয় শ্রেণি। অথবা ৪ বছর মেয়াদী সন্ধ

দ্বিতীয় শ্রেণি। পরীক্ষাসমূহে ন্যূনতম দুটি

বিভাগ শ্রেণি

জিপিএ/সিজিপিএ থাকতে হবে এবং কোনো

পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণি/সমমান জিপিএ/

সিজিপিএ থাকলে আবেদন বিবেচিত হবে না

00

বছর

প্রথম

সমমান

00

৩০ বছর

সহকারী ব্যবস্থাপক (মেডিক্যাল)

২২০০০-৫৩০৬০ অনূর্ধ্ব চিকিৎসা বিষয়ে এমবিবিএস ডিগ্রী।

পরীক্ষাসমূহে ন্যূনতম দুটি প্রথম বিভাগ । শ্রেণি/ সমমান জিপিএ/সিজিপিএ থাকতে

হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/

শ্রেণি সমমান জিপিএ/ সিজিপিএ থাকলে

আবেদন বিবেচিত হবে না।

Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি :

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://sgfi.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপ : i. Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২-০৩-২০২৩ সকাল ১০.০০ ঘটিকা। ii. Online -এ আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময়: ২২-০৩-২০২৩ বিকাল ০৫.০০ ঘটিকা । iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে

SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। (খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x গ্রন্থ 8O) Pixel ড্যান করে

নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। (গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার

পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। (ঘ) প্রার্থী Online -এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(B) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র

আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's

copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk

pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬৭/- টাকাসহ মোট ৬৬৭/- (ছয় শত সাতষট্টি) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার

মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত

Online-এ আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না" ।

প্রথম SMS: SGFL<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: SGFL ABCDEF

Reply: Applicant's Name, TK. 667/- will be charged as application fee. Your PIN is 12345678. To SGFL Space>Yes<Space>PIN and send to 16222. দ্বিতীয় SMS: SGFL<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

pay fee type

Example: SGFL YES 12345678

Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for SGFL.. Application for < post

Name>User ID is (ABCDEF) and password (XXXXXXXX)

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://sgfi.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র

যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় । (ছ) SMS-এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর

নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। (জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User

প্রবেশপত্রটি লিখিত

ID এবং password

পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID জানা থাকলে SGFL <space>Help<space>User<space>User ID & send to 16222

EXAMPLE: SGFI Help User ABCDEF & send to 16222.

II. PIN Number জানা থাকলে SGFL<space>Help<space>PIN<space>PIN No & send to 16222

EXAMPLE : SGFL Help PIN 12345678 & send to 16222.

(ঝ) Online -এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query@ teletalk.com.bd ই-মেইলে অথবা টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ http://www.facebook.

com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর subject এ

Organization Name: "SGFL", Post name: ***** Applicant's User ID ও contract Number

অবশ্যই উল্লেখ করতে হবে।

(ঞ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও এসজিএফএল-এর ওয়েবসাইট www.sgfl.org.bd এবং http://sgfl.teletalk.com.bd অথবা QR

Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া

যাবে। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে ও SGFL ওয়েবসাইটের (www.sgfl.org.bd) মাধ্যমে জানানো

হবে।

৩। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে নিম্নবর্ণিত সকল তথ্যের স্বপক্ষে দলিলাদি। মূল সনদপত্র কমিটি কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে এবং এর ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে: (ক) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে)-এর সকল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবং এর সকল সত্যায়িত কপি (এক সেট) জমা দিতে হবে: (খ) সরকারি / স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে;

(গ) ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান বা পৌরসভা/সিটি কর্পোরেশন-এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত

নাগরিক সনদপত্র দাখিল করতে হবে।

(ঘ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদপত্র (প্রার্থী কর্তৃক চাকরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হবে)-এর মূল কপি প্রদর্শন (ঙ) বিদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) হতে ইস্যুকৃত সমমান

এবং সত্যায়িত কপি দাখিল করতে হবে;

সার্টিফিকেট (Equivalence Certficate) এবং ও লেভেল এ লেভেলে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে (UGC) বা শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান

সার্টিফিকেট (Equivalence Certificate) মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে; রকারি/ স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন

করতে হবে এবং এর সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;

(ছ) অনলাইন (Online) এ পুরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy) দাখিল করতে হবে (জ) সকল সার্টিফিকেট/ রেকর্ডপত্র সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে: জিপিএ/সিজিপিএ ফলাফলপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভাগ শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি কর্তৃক জারীকৃত

সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/পরিপত্র অনুসরণ করা হবে।

01 আবেদনকারীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ-এ উল্লিখিত জন্মতারিখ প্রকৃত জন্মতারিখ হিসেবে গণ্য হবে। বয়স সংক্রান্ত কোনো হলফনামা ( Affidavit ) গ্রহণযোগ্য হবে না।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত/জারীকৃত সনদই কেবল মুক্তিযোদ্ধা শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রমাণক

হিসেবে মূল সনদপত্র প্রদর্শন ও এর সত্যায়িত ফটোকপি চাকরি প্রার্থী মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এ মর্মে ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান বা পৌরসভা/ সিটি করপোরেশন এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। প্রতিবন্ধী প্রার্থীদের

ক্ষেত্রে সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট অফিস কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সংক্রান্ত সনদ প্রযোজ্য হবে। এ নিয়োগের ক্ষেত্রে সরকারের কোটা নীতি এবং নিয়োগ সংক্রান্ত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে। • অসম্পূর্ণ ভুল তথ্যসম্বলিত/ত্রুটিপূর্ণ এবং চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সাথে যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, 91

স্থায়ী ঠিকানা, জাতীয়তা ইত্যাদি যেকোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যেকোনো পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

একজন প্রার্থী ১টি মাত্র পদে আবেদন করতে পারবেন। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল হবে।

নিয়োগ প্যানেলের কার্যকারিতার মেয়াদ অনুমোদনের তারিখ হতে সর্বোচ্চ ১২ (বারো) মাস পর্যন্ত বহাল থাকবে ১০। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

১১। কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য/ সনদ মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২। দেশের প্রত্যন্ত অঞ্চলে (এসজিএফএল-এর অধিকারভুক্ত এলাকা) কাজ করতে অনাগ্রহী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

১৩। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ বা অর্থ প্রদান করা হবে না। ১৪। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ/ বাতিল এবং এ নিয়োগ কার্যক্রম আংশিক/ সম্পূর্ণ পরিবর্তন/ বাতিল এবং পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৫। নিয়োগ সংক্রান্ত সর্বশেষ তথ্যাদি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ওয়েবসাইট (www.sgil.org.bd) এবং টেলিটক

বাংলাদেশ লিমিটেড-এর ওয়েবসাইট (http://sgfl.teletalk.com.bd) এ প্রকাশিত হবে বিধায় চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট Website Visit করতে হবে। ১৬। আবেদন করার শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ

দেয়া যাচ্ছে।

পিসি-২৩০/23 (2008)

মহাব্যবস্থাপক (প্রশাসন)

Monday, February 27, 2023

আর্মিতে নিয়োগ শুরু - শিক্ষা HSC - লাস্ট ডেট ২৪ এপ্রিল

🢅🢀🢁🢂🢄🢃🢅🢆🢇⋙⋘ যোগ্যতাঃ

বয়স। ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ১৬ হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত শারীরিক যোগ্যতা (ন্যূনতম)।

প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।

[ ক্রমিক

ক।

[

শারীরিক যোগ্যতা

উচ্চতা

ওজন*

১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)

মহিলা প্রার্থীদের জন্য

১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)

৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড)

|৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)

বুক

পুরুষ প্রার্থীদের জন্য

প্রসারণ - ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে

স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) | স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) প্রসারণ - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম)।

ক। জাতীয় মাধ্যম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে

জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ। খ। ইংরেজী মাধ্যম। 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে

২টি বিষয়েই ন্যূনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।

অথবা

'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি

বিষয়ের মধ্যে ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ। ২০২৩ সালের এইচএসসি/ 'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং 'ও' লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে

'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে।

২০২৩ সালের এইচএসসি/এ' লেভেল পরীক্ষার্থীগণ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পূর্বে

আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। তবে, বিএমএ'তে যোগদানের পূর্বে অবশ্যই ফলাফল প্রকাশিত

হতে হবে।

81

বৈবাহিক অবস্থা। অবিবাহিত। জাতীয়তা।

|

৫ । জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক।

অযোগ্যতা :

সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। १। আইএসএসবি (ISSB) পরীক্ষায় দু'বার স্কীল্ড আউট অথবা দু'বার প্রত্যাখ্যাত (একবার ফ্রিল্ড আউট এবং একবার

প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)। ৮।

যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।

৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি।

১১ । প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।

১২ । দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে ।

অনলাইনে আবেদনের পদ্ধতি ঃ

১৩। ২৪ ফেব্রুয়ারি ২০২৩ হতে ২৪ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

১৪। আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home

Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে। ১৫। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA / Master Card, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।

সরকারি ফ্যামিলি ওয়েলফেয়ার পদে HSC পাসেই ১৮৪০৯ টাকা বেতনে চাকরি

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়

তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। www.tarabopaurashava.com

স্মারক নং-তারাব পৌ:/ইউপিএইচসিএসডিপি-২/২০20/8021

তারিখঃ 22/02/202.5 :

নিয়োগ বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত "আরবান প্রাইমারী হেথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায়" শীর্ষক প্রকল্পে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কতিপয় জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত পদের বিপরীতে উল্লিখিত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম

পদ

বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বেতন (সর্ব মোট

বিশেষজ্ঞ চিকিৎসক (শিশু)

সর্ব্বোচ ৬০ বছর

এমবিবিএসসহ শিশুরোগ সম্পর্কিত পোষ্ট গ্রাজুয়েশনডিগ্রী/ডিপ্লোমাধারী। শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫৩,৩৮৫/-

ফ্যামিলি ওয়েলফার এ্যসিসটেন্ট

সর্ব্বোচ ৩০ বছর

উচ্চ মাধ্যমিক পাশ। পরিবার পরিকল্পনা কাজে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধীকার। শুধু মহিলা প্রার্থী আবেদন যোগ্য ।

১৮,৯০৪/-

শর্তাবলীঃ

১. প্রার্থীকে মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বরাবর আবেদন করতে হবে।

২. আবেদনপত্র আগামী ০৭.০৩.২০২৩ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ পৌছাতে হবে। উক্ত তারিখের পর কোন ভাবেই আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৩. আবেদনপত্রের সাথে সন তেল ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা সনদ

(প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের কপি দাখিল করতে হবে। ৪. আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্রের মূলকপি যৌখক পরীক্ষার অবশ্যই প্রদর্শন করতে হবে।

৫. নির্বাচিত প্রার্থীগণ কেবলমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের বিধি মোতাবেক সাকুল্যে বেতনে নিয়োগ

প্রাপ্ত হবেন। নিয়োগপত্রই প্রকল্প সমাপ্তি শেষে চাকুরী হতে অব্যাহতি পত্র হিসাবে গণ্য হবে। ৬. কোন প্রকার কারন দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞতি বাতিল/সংশোধন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।

হাছিনা গাজী

স-৪২৭ (৬৩)

মোর, তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ ও সভাপতি, নিয়োগ কমিটি ইউপি এইচসিএসডিপি ২. ভারাব পৌরসভা, নারায়ণগঞ্জ।

Sunday, February 26, 2023

ওষুধ প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্ত - অনলাইনে আবেদন জমা দিন

পদের নাম ও বেতনস্কেল

(জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) কম্পিউটার অপারেটর।

হিসাব সহকারী

১০২০০-২৪৬৮০/-

সাঁটমুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর। ১০২০০-২৪৬৮০/-

টেকনিক্যাল এসিসটে ১০২০০-২৪৬৮০/-

স্টোরকিপার

১০২০০-২৪৬৮০/-

ল্যাবরেটরী এসিসটেন্ট

অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক

১৩০০-২২৪৯০/-

 অনলাইনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:-

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dgda.teletalk.com.bd ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরুপ:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ০৭ মার্চ, ২০২৩ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।

(খ) online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষায় সময় এক কপি জমা দিবেন।

Saturday, February 25, 2023

নতুন নিয়মে রেলের টিকেট কেনার ক্ষেত্রে ১৭ টি প্রশ্নের উত্তর

 আগামী ১ মার্চ হতে NID বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট এর মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যতিত টিকিট ক্রয় করা যাবে না মর্মে রেলওয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণের মাঝে এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এসকল প্রশ্নের উত্তর নিম্নে দেওয়ার চেস্টা করা হলো:

প্রশ্ন-১: একের অধিক টিকিট ক্রয়ের ক্ষেত্রে সবার এনআইডি লাগবে কিনা?
উত্তর-১: একের অধিক টিকিট ক্রয়ের ক্ষেত্রে যার আইডি ব্যবহার করা হবে ভ্রমণকালে তাকেই আইডি দেখানো লাগবে। অন্যদের আইডি দেখানোর প্রয়োজন নেই।
প্রশ্ন-২: কাউন্টারে টিকিট ক্রয়ের ক্ষেত্রে আইডি লাগবে কিনা?
উত্তর-২: কাউন্টারে টিকিট ক্রয়ের ক্ষেত্রে নিবন্ধিত আইডি বা এই আইডির বিপরীতে দেওয়া ফোন নাম্বার বললেই হবে। টিকেটিং ডাটাবেইজে সংরক্ষিত তথ্যসমূহ স্বয়ংক্রিয়ভাবে টিকিটের উপরে মুদ্রিত হবে। তবে ভ্রমণকালে আইডি বা আইডি'র ফটোকপি দেখালেই চলবে।
প্রশ্ন-৩: কাউন্টারে নিবন্ধন করা যাবে কিনা?
উত্তর-৩: কাউন্টারে নিবন্ধন করার সুযোগ নেই। তবে প্রতিটি জেলা শহরের স্টেশনে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। সেখানে কোনো যাত্রী গেলে তাকে সহযোগিতা করা হবে নিবন্ধনের জন্য।
প্রশ্ন-৪: রেজিস্ট্রেশনের কোনো তথ্য পরিবর্তন করা যাবে কিনা?
উত্তর-৪: রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপাতত শুধু ইমেইল ও ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
প্রশ্ন-৫: বর্তমানে একবারে সর্বোচ্চ কতজনের টিকিট ক্রয় করা যাবে?
উত্তর-৫: চারজনের টিকিট ক্রয় করা যাবে।
প্রশ্ন-৬: সপ্তাহে দুইবারের বেশি টিকিট ক্রয়ের সুযোগ থাকবে কিনা?
উত্তর-৬: বর্তমানে ৭ দিনে সর্বোচ্চ দুই বার টিকিট ক্রয়ের যে লিমিট দেওয়া তা অচিরেই তুলে নেওয়া হবে। সেক্ষেত্রে একইদিনে একই যাত্রা স্টেশন থেকে একের অধিকবার টিকিট ক্রয়ের সুযোগ
থাকবে না।
প্রশ্ন-৭: টিকিটের উপরে যাত্রীর নাম বা আইডি সাথে ভ্রমণকারীর তথ্য না মিললে কি হবে?
উত্তর-৭: ভ্রাম্যমাণ আদালত বা ভ্রাম্যমাণ টিকিট চেকার বা টিটিই কর্তৃক চেকিংকালে টিকিটের উপরে মুদ্রিত যাত্রীর তথ্যের সাথে ভ্রমণকারীর তথ্য না মিললে যাত্রীর নিকট থাকা টিকিটটা হস্তান্তরের দায়ে অবৈধ হিসেবে বিবেচিত হবে এবং ভ্রমণকারীকে বিনা টিকিটের যাত্রী বিবেচনায় নিয়ে জরিমানা ও ভাড়া আদায় করা হবে। এক্ষেত্রে জরিমানা ভাড়ার সমপরিমান হবে।
প্রশ্ন-৮: এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে কিনা?
উয়তর-৮: অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। সেক্ষেত্রে মোবাইল নাম্বার ও আইডি দিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে।
প্রশ্ন-৯: জন্ম নিবন্ধন সনদ কাদের ক্ষেত্রে প্রযোজ্য।
উত্তর-৯: ১২-১৮ বছর বয়সীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে।
প্রশ্ন-১০: জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন কতদিনের মাঝে সম্পন্ন সম্ভব হয়?
উত্তর-১০: যেহেতু ম্যানুয়ালি তথ্য চেক করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয় তাই এক্ষেত্রে কমপক্ষে ৭২ ঘন্টা সময় প্রয়োজন হবে।
প্রশ্ন-১১: যাদের আগে থেকে আইডি রয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয়?
উত্তর-১১: যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। এরপর এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করে নিলেই হবে।
প্রশ্ন-১২: রেজিস্ট্রেশন করা যাবে কি কি ভাবে?
উত্তর-১২: মূলত তিনভাবে একজন রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইন, মোবাইল আ্যপ ও মোবাইল এসএমএস এর মাধ্যমে।
অনলাইনের ক্ষেত্রে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন। মোবাইল আ্যপের ক্ষেত্রে গুগল প্লে স্টরে গিয়ে Rail Sheba আ্যপের মাধ্যমে এবং মোবাইল এসএমএসের ক্ষেত্রে BR<>NID#<>date of Birth লিখে ২৬৯৬৯ নাম্বারে সেন্ড করতে হবে। এক্ষেত্রে জন্মতারিখের ফরম্যাট হবে YYYY-MM-DD।
প্রশ্ন-১৩: একবার রেজিষ্ট্রেশন করলে মেয়াদ কতদিন থাকবে?
উত্তর-১৩: সফলভাবে পরিচয়পত্র যাচাই(ভেরিফাই) এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হলে রেলওয়ের টিকেট ক্রয়ে আর রেজিষ্ট্রেশন করতে হবে না।
আশাকরি উপরের প্রশ্নগুলির বাইরেও আপনাদের মনে আরও প্রশ্ন থাকবে। সেগুলো এই পোস্টের নিচে কমেন্টে জিজ্ঞাসা করলে আপনাদেরকে উত্তর দেওয়ার সর্বোচ্চ চেস্টা করা হবে।