Saturday, February 18, 2023
সরকারি জরিপকারি পদে সার্ভেয়ার নেয়া হচ্ছে ২৪৬৮০ বেতনে আবেদন নিচ্ছে
Friday, February 17, 2023
সরকার মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ বেতন ১২৫০০ - ৩২২৪০ টাকা
↗তারাব পৌরসভা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
স্মারক নং- তাঃপৌঃ/প্রশাঃ/নিয়োগ/২০২৩/৩৯৭৯
তারিখঃ ১৪/০২/২০২৩ খ্রিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্মারক নং- ৪৬.00.0000.063.11.006.2২-১৭০৯, তারিখ ১৮/১২/২০২২ খ্রিঃ ছাড়পত্র মোতাবেক তারাব পৌরসভা কর্তৃক পরিচালিত তারাব পৌর মাধ্যমিক বিদ্যালয়ের নিম্নলিখিত শূন্য পদগুলো সরাসরি পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শূন্য পদের সংখ্যা
বেতন স্কেল ও গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
পদের নাম
বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা
নং
সহকারী শিক্ষক (বাংলা-০১) (ইংরেজী-০১) (গণিত -০১) (বিজ্ঞান-০১)
12500-32240
অনূর্ধ্ব ৩০ স্নাতক ডিগ্রীসহ বি.এড প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষকতা কার্যে ০৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
08
বৎসর
আবেদনের শর্তাবলী
8 চ. নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নাম ও ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার ডাক টিকেট সম্বলিত ০১টি (১০ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি) ফেরত খাম আবেদনের
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
મેં প্রার্থীকে স্ব-হস্তে আবেদন করতে হবে। স্ব-হস্তে আবেদন ব্যতীত গ্রহণযোগ্য হবে না। 0. আবেদনপত্র মেয়র, তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ-কে সম্বোধন করে আগামী ০৯/০৩/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে তারাব পৌরসভার প্রশাসন বিভাগের রক্ষিত বাক্সে
জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নহে। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
8. বয়সঃ (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২/০৯/২০২২ তারিখের স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.১৭.২০-১৪৯ মোতাবেক ২৫/০৩/২০২০ তারিখে)ঃ
ক) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
Q. পৌরসভা চাকুরী বিধিমালা ১৯৯২ অনুসারে চাকুরী নিয়ন্ত্রিত হবে।
আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, বর্ণ, ভোটার আইডির নম্বর, জন্ম তারিখ (এস.এস.সি সার্টিফিকেট অনুযায়ী), অভিজ্ঞতা (যদি থাকে) ও শিক্ষাগত যোগ্যতার বিবরণী উল্লেখ করতে হবে।
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলে অগ্রাধিকার পাবেন। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে।
ক. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৫ x ৫ সে.মি. আকারে ০৪ (চার) কপি রঙিন ছবি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
ঘ. সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
গ. সকল শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি। (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সীল দ্বারা সত্যায়িত)।
ঘ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
ও. প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্য হলে মুক্তিযোদ্ধা কোটায় আবেদিত চাকুরী প্রার্থীদেরকে নির্ধারিত ফরমের সাথে নিম্নবর্ণিত ছকে উল্লেখিত তথ্যাদি পূরণপূর্বক সনদের সত্যায়িত কপি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সীল দ্বারা সত্যায়িত)।
প্রার্থীর नाम
মুক্তিযোদ্ধার নাম
মুক্তিযোদ্ধার পিতার নাম
মুক্তিযোদ্ধার ठिकाना
মুক্তিযোদ্ধার
মুক্তিযোদ্ধার
গজেট মন্ত্রণালয়ের বামুস সনদ মুক্তিযোদ্ধার নাতি নাতনী
মুক্তিযোদ্ধার দাবি করার ক্ষেত্রে প্রার্থীর উত্তরাধিকারী
মন্তব্য
জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ,
সনদ নম্বর, মুক্তিবার্তা নম্বর ও তারিখ
নম্বর ও তারিখ
সনদ নম্বর, তারিখ ও স্মারক নম্বর
নম্বর ও তারিখ
জাতীয় পরিচয়পত্র, পিতা- সনদপত্র পোষ্যদের মাতার জাতীয় পরিচয়পত্র এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কিত বিষয়ে সনদপত্র
ক্ষেত্রে প্রার্থীর পিতা- মাতার নাগরিকত্ব সনদযুক্ত প্রমাণক
১২
সাথে সংযুক্ত করতে হবে।
মেয়র, তারাব পৌরসভা অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হতে ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ১০. প্রার্থীকে সংশ্লিষ্ট পদের সাথে সংগতিপূর্ণ কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের সাথে উক্ত অভিজ্ঞতার সনদ দাখিল করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনের সাথে সংযুক্ত সকল সনদ/ অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে। ১২. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত ১৮.১০.২০২০ খ্রিঃ তারিখের ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০,৮৭৫নং পরিপত্রে বর্ণিত প্রমাণক /গেজেটসমূহের যে-কোন একটিতে আবেদনকারী প্রার্থী
বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান তার নাম থাকতে হবে। উক্ত নামের সাথে দাখিলকৃত কাগজপত্রে উল্লেখিত বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার ১৩. আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার স্থায়ী ঠিকানার সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার
নাম, পিতার নাম এবং
ঠিকানা এক ও অভিন্ন হতে হবে।
এভাবে দরখাস্ত জমা দিন↗ এই কোম্পানির ফর্মের চাকরির জন্য
মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত প্রার্থীর পিতা/মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান নাম উল্লেখ করে বীর ১৪. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কাগজপত্র জাল, ভুল বা অসত্য প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের সুস্পষ্ট প্রত্যয়ন থাকতে হবে।
১৫. প্রার্থী যদি কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী
হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে
তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না।
১৬. বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১৭. চাকুরীরত প্রার্থীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। ১৮. প্রচলিত সরকারি বিধান মোতাবেক ও পৌরসভার জন্য প্রযোজ্য সকল ধরনের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে। এক্ষেত্রে প্রার্থীকে তার কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সীল দ্বারা সত্যায়িত)। অন্যথায় তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
১৯. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানের কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
২০. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভূয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
নিয়োগের ব্যাপারে কোন সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উপস্থাপন করা যাবে না।
২২. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। ২৩. কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার
অধিকার সংরক্ষণ করেন।
(হাছিনা পাকী) মেয়র
তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ
ডিজি-৩১৮/২৩ (১০×8 )
Thursday, February 16, 2023
পরমানু শক্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি - ৭১০০০ টাকা সর্বোচ্চ বেতন সর্বনিম্ন শিক্ষা SSC
Wednesday, February 15, 2023
শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিচালকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিচালক এর কার্য
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল।
E-mail:shmchtangail@hospi.dghs.gov.bd স্মারক নং- শেখহামেকহা/টাং/20231 CL
তারিখ-
“নিয়োগ বিজ্ঞপ্তি”
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বাস্থ্য সেবা বিভাগ, পার-১ অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক ৪৫.০১.০০০০.১৪০,১১.০০১.২০.৬২০ তারিখ-২৩/১১/২০২০ ভি এবং স্মারক নং-80.00.000018021008.২২-২৩৯৩ তারিখ- ১৯/১২/২০২২ইং মোতাবেক ছাড়পত্র প্রাপ্ত শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইলের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন লিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে নব সৃষ্ট সরাসরি নিয়োগযোগ্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড ১১-১৬ (৩য় শ্রেণী) নিম্নবর্ণিত পদ সমূহে নিয়োগের জন্য http://shmcht.teletalk.com.bd এই ওয়েবসাইট ও অনলাইনে আবেদন গ্রহন করা যাচ্ছে। সরাসরি আবেদন কোনক্রমেই গ্রহনযোগ্য নয়।
পদের নাম এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতন খেল
পদের সংখ্যা
মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) গ্রেড-১১, বেতন স্কেল- ১২৫০০-৩০২৩০/-
০৪ (চার) টি
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
8
করতে পারবেন
4
সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি/সমমান পাশসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ০৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা।
মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) গ্রেড-১১, বেতন স্কেল-১২৫০০-৩০২৩০/-
০১ (এক) টি
সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি/সমমান পাশসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ০৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা।
বেসরকারি ও শারীরিক আবেদন করতে পারবেন।
সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, গ্রেড-১৩, বেতন ফেল-১১০০০-২৬৫৯০/-
০১ (এক) টি
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বিধিমালা, ২০১০ অনুযায়ী মুদ্রাক্ষরিক যন্ত্রের ব্যবহারের পরিবর্তে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি নিম্নরূপে : সাঁটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ, এবং কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
08
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার, গ্রেড-১৪ বেতন স্কেল-১০২০০-২৪৬৮০/-
০১ (এক) টি
০১ (এক) টি
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী
বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং ইংরেজিতে ৭০ শব্দ,
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ) সাঁটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ
ঘ) কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে
ot ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার,
গ্রেড-১৬, বেতন ছেল-৯৩০০-২২৪৯০/- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬, বেতন ক্ষে- ৯৩০০-২২৪৯০/-
০৫ (পাঁচ) টি
ক্যাশিয়ার,
০১ (এক) টি
বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। কোন স্বীকৃত বোর্ড হতে মেকানিক্যাল ট্রেড এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক/ সমমান পাশ এবং কম্পিউটার এমএস অফিস | ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণ
গ্রেড-১৬, বেতন স্কেল-৯৩০০-২২৪৯০/-
নিলেন কিপার,
০৩ (তিন) টি
প্রাপ্ত ও দক্ষতা। ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড-১৬, বেতন স্কেল-৯৩০০-২২৪৯০/-
খ) কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
নিম্নলিখিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে ০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশর নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী অধিবাসী হতে হবে এবং ২৫-০৩-২০২০ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধ/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/প্রতিবন্ধীর ক্ষেত্রে ২৫-০৩-২০২০ তারিখে বয়সের উর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে ২৫-০৩-২০২০ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর । ০২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
০৩ । বিধি মোতাবেক সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। বিভাগীয় প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহনযোগ্য হবে না।
চলমান পাতা-২
পাতা-২
টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সহ)।
০৪। প্রার্থীর যোগ্যতা যাচাইঃ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ক হতে ঋ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক প্রতিটির ০১ (এক)
খ. প্রার্থী যে সিটি কর্পোরেশন/ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরমেয়র/কাউন্সিল কর্তৃক প্রদত্ত
নাগরিকত্বের সনদ।
গ. মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ।
ঘ. প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ । ড. জাতীয় পরিচয়পত্র (NID) / জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।
5. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicants Copy) ( Admit Card)।
ছ. আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা কিংবা মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদ এবং আবেদনকারীর
সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট জেলা/উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কর্তৃক প্রত্যয়নপত্র ও মুক্তিযোদ্ধা মূল সনদের সত্যায়িত কপি। জ. শারীরিক প্রতিবন্ধি, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নী
অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ঝ. আবেদনকারীকে তার সর্বশেষ অর্থিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপ
মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। ০৫। সকল পদের জন্য লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
০৬। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন
ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখা হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
০৭। সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। ০৮। লিখিত পরীক্ষার তারিখ ও সময় সূচী SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল এর নোটিশবোর্ড এবং
টেলিটকের ওয়েবসাইটে http://shmcht.teletalk.com.bd নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক
পরীক্ষার তারিখ ও সময়সূচী শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল-এর নোটিশ বোর্ড ও টেলিটকের ওয়েবসাইটে ও প্রকাশ করা হবে। ০৯। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০। বিজ্ঞপ্তিটি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল এর নোটিশ বোর্ডের ওয়েবসাইটে ওয়েবসাইটে (http://alljobs teletalk.com.bd) পাওয়া যাবে।
১১। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ১২। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূণ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।
১৩। সরকার কর্তৃক জারীকৃত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রাহন করতে হবে।
১৪। নিয়োগ সংক্রান্ত পরীক্ষার যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ১৫। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি ।
ক. পরীক্ষায় অংশগ্রহনে প্রার্থীগণ http://shmcht.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা ি (i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৬/০২/২০২০ ফ্রি সকাল ১০.০০ ঘটিকা থেকে।
(ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৬/০২/২০২০ ০৫.০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত Online
আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
A Upload করবেন।
Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০X, গ্রন্থ tro Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X ৩00 Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে
Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। B. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান Online এ আবেদনপত্র (Application From) যথার্থভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষ Upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভূলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নং ক্রমিকের পদের জন্য ৩০০/- টাকা করে এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৩৪.০০ টাকা, (অফেরত যোগ্য) মোট ৩৩৪/- (তিনশত চৌত্রিশ) টাকা এবং ৩ হতে ৮ নং ক্রমিকের পদের ा 200/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩.০০ টাকা (অফেরত যোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত। Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
SMS এর নিয়মাবলীয়
প্রথম SMS: SHMCHT <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SHMCHT ABCDEF
Reply: Applicant's Name Tk 334/223 will charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type SHMCHT <space> Yes <space> PIN and send to 16222.
দ্বিতীয় SMS SHMCHT <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SHMCHT Yes 12345678
Reply: Congratulation Applicant's Name, Payment completed successfully for SHMCHT Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx).
5. দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি এসএমএস-এ Password পাবেন। Password এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের নিমিত্তে সংরক্ষণ করতে হবে।
SMS এর User ID এবং Password ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঞ্জিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি পরবর্তী সকল পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
চলমান পাতা-৩
(http://shmcht.teletalk.com.bd) এবং টেলিটকের
স্বপ্ন শপে রমজানের আগে শিক্ষা অভিজ্ঞতা ছাড়াই সিভি জমা দিন
সেদিন স্বপ্ন সুপার শপে গিয়ে ভেতরে ঢোকার রাস্তায় দেখলাম একটা বক্স রাখা আছে, যেখানে লেখা আপনার সিভি জমা দিন। সেই লেখার সাথে দেখলাম না কোন যোগ্যতা অভিজ্ঞতার কথা। মুলত সেলস ম্যান সেলস গার্ল পদের জন্যই সিভি নেয়া হচ্ছে এটা নিশ্চিত। ভেতরে যে ছেলে মেয়েরা কাস্টমারের দেখেশোনা করে তারাই সেলস গার্ল বা সেলসম্যান।
এই কাজ করতে চাইলে উত্তরা ব্রাঞ্চে গিয়ে সিভি দিয়ে আসুন। আমি মুলত উত্তরা ব্রাঞ্চে এই বক্স দেখেছি। আপনার নিকটের ব্রাঞ্চে গিয়েও খোজ নিয়ে দেখতে পারেন, সেখানেও আছে কীনা জানার জন্য।
১০ পদে সরকারি জেলা অফিসে SSC পাসেই ২০০১০ বেতনে আবেদন গ্রহন চলছে
১১. নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদে আবেদন করলেও একটি পদের বিপরীতে নিয়োপ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
১২. নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টি.এ/ডি.এ দেয়া হবে না।
১৩. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৪. আবেদনপত্র গ্রহণ/বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না।
১৫. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৬. অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী:
ক) আগ্রহী প্রার্থীগণ http://desirajganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৩/02/2023 খ্রি. সকাল ১০:০০ টা।
ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬/০৩/২০২৩ খ্রি. বিকাল ৫:০০ টা।
iii) উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীপণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষর ৬০KB হতে হবে।
প) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।
Tuesday, February 14, 2023
HSC শিক্ষাতেই ২০৪৫০ বেতনে চাকরি দিচ্ছে সরকারি স্বাস্থ অধিদপ্তর
সরকারি স্বাস্থ অধিদপ্তরে এইস এস সি পাস শিক্ষাতেই আবেদনের নিয়ম নিচে দেখুনঃ
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলি নিম্নরূপ:
জনপ্রশাসন মন্ত্রণালয়-এর স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭২০-১৪৯ তারিখ: ২২/০৯/২০২২খ্রি. মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ২৫/০৩/২০২০খ্রি. তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। তবে কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। উল্লেখ্য, বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http:/hsm.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪/০২/২০২৩ খ্রি. সকাল ১০.০০টা। (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০২/০৩/২০২৩খ্রি. বিকাল ০৫:০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit- এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Upload করবেন।
(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে (গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। (ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৩০০/- এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৩৪/- টাকা সর্বমোট ৩৩৪/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।