Wednesday, February 15, 2023

স্বপ্ন শপে রমজানের আগে শিক্ষা অভিজ্ঞতা ছাড়াই সিভি জমা দিন

সেদিন স্বপ্ন সুপার শপে গিয়ে ভেতরে ঢোকার রাস্তায় দেখলাম একটা বক্স রাখা আছে, যেখানে লেখা আপনার সিভি জমা দিন। সেই লেখার সাথে দেখলাম না কোন যোগ্যতা অভিজ্ঞতার কথা। মুলত সেলস ম্যান সেলস গার্ল পদের জন্যই সিভি নেয়া হচ্ছে এটা নিশ্চিত। ভেতরে যে ছেলে মেয়েরা কাস্টমারের দেখেশোনা করে তারাই সেলস গার্ল বা সেলসম্যান। 

এই কাজ করতে চাইলে উত্তরা ব্রাঞ্চে গিয়ে সিভি দিয়ে আসুন। আমি মুলত উত্তরা ব্রাঞ্চে এই বক্স দেখেছি। আপনার নিকটের ব্রাঞ্চে গিয়েও খোজ নিয়ে দেখতে পারেন, সেখানেও আছে কীনা জানার জন্য।


১০ পদে সরকারি জেলা অফিসে SSC পাসেই ২০০১০ বেতনে আবেদন গ্রহন চলছে

 ১১. নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদে আবেদন করলেও একটি পদের বিপরীতে নিয়োপ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

১২. নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টি.এ/ডি.এ দেয়া হবে না।

১৩. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

১৪. আবেদনপত্র গ্রহণ/বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না।

১৫. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

১৬. অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী:

ক) আগ্রহী প্রার্থীগণ http://desirajganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৩/02/2023 খ্রি. সকাল ১০:০০ টা।

ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬/০৩/২০২৩ খ্রি. বিকাল ৫:০০ টা।

iii) উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীপণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষর ৬০KB হতে হবে।

প) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।

Tuesday, February 14, 2023

HSC শিক্ষাতেই ২০৪৫০ বেতনে চাকরি দিচ্ছে সরকারি স্বাস্থ অধিদপ্তর

সরকারি স্বাস্থ অধিদপ্তরে এইস এস সি পাস শিক্ষাতেই আবেদনের নিয়ম নিচে দেখুনঃ

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলি নিম্নরূপ:

জনপ্রশাসন মন্ত্রণালয়-এর স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭২০-১৪৯ তারিখ: ২২/০৯/২০২২খ্রি. মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ২৫/০৩/২০২০খ্রি. তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। তবে কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। উল্লেখ্য, বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http:/hsm.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪/০২/২০২৩ খ্রি. সকাল ১০.০০টা। (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০২/০৩/২০২৩খ্রি. বিকাল ০৫:০০টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit- এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Upload করবেন।

(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে (গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই

পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। (ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৩০০/- এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৩৪/- টাকা সর্বমোট ৩৩৪/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

Monday, February 13, 2023

পল্লী বিদ্যুৎ এবার মিটার রিডার নিচ্ছে একযোগে ৩ অঞ্চলে

পল্লী বিদ্যুৎ (PolliBiddut) এবার একযোগে ৩ অঞ্চলে মিটার রিডার (MeterReader) পদবীর নিয়োগ নিচ্ছে। সুতরাং এক বিশাল সংখ্যক প্রার্থী এই সুযোগে জবটি পাবেন এটা নিশ্চিত। আগে যারা চেস্টা করেও সফল হতে পারেননি তাদের জন্য এককথায় সোণার হরিণ হাতে তুলে দেয়ার মত। বেতনের কথা বললেই নয়। কারন বেতনটাই আসল। ১৪৭০০ টাকা দিয়ে জয়েনিং হবে যা বেড়ে হবে ২৬৪৮০ টাকা। কিভাবে খুব সহজে নিমিষেই এপ্লাই করবেন ও কিভাবে এপ্লাই করলে চাকরিটা পেতে সুবিধা হবে এবং আপনার অঞ্চলে এই সুবর্ন অফারটি আছে কিনা তার সকল ইন্সস্ট্রাকশন পাবেন নিচে

 আবেদনপত্র পূরণ ও জমাদান - অঞ্চল ১

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ওয়েব সাইট (pbs2.sirajganj.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নং- পমাসপ১১০-০০২, ভার্সন-০১) ডাউন লোড অথবা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর অথবা সকল পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সদর দপ্তর হতে উক্ত আবেদন ফরম সংগ্রহ পূর্বক প্রার্থী নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 27/02/2013 খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২, শিয়ালকোল, সিরাজগঞ্জ এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ, সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোন আবেদন এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদন পত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

আবেদনপত্র পূরণ ও জমাদান - অঞ্চল ২

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েব সাইট ( www.pbs.khulna.gov.bd) হতে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) এর জন্য নির্ধারিত আবেদন ফরম (ফরম নং-পদ্মাসপ- ১১০-০০২, ভার্সন-০১) A-4 সাইজের কাগজে ডাউনলোড পূর্বক প্রয়োজনীয় তথ্য, আবেদনকারীর ছবি, অভিজ্ঞতার প্রত্যয়নপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ/ পৌর মেয়র/ ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রসহ আবেদন ফরম নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ২৮/০২/২০২৩ খ্রীঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেনারেল ম্যানেজার, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি, ঠিকরাবন্দ, খুলনা এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্দিষ্ট ফরম ব্যতীত এবং উল্লেখিত তারিখের পরে প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।


আবেদন পত্র পুরণ ও জমাদান - অঞ্চল ৩

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েব সাইট (web pbs.chapainawabganj.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নং- ১১০- ০০২, ভার্সন-০১) ডাউন লোড অথবা চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর অথবা সকল পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সদর-দপ্তর হতে উক্ত আবেদন ফরম সংগ্রহ পূর্বক প্রার্থী নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ২৮.০২.২০২৩খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, নয়াগোলা, চাঁপাইনবাবগঞ্জ এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে। সাদা কাগজে/টাইপকৃত কোন আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।


Sunday, February 12, 2023

রেলের টিটি পদে এপ্লাই করুন HSC পাসেই ২৩৪৯০ টাকা বেতনে জয়েন করুন দ্রুত

রেলের টিটি পদে এপ্লাই করুন HSC পাসেই ২৩৪৯০ টাকা বেতনে জয়েন করুন দ্রুত  

রেলওয়েতে এপ্লিকেশন জমার লিংক এবং লাস্ট ডেট দেয়া হলো নিচে।

🠟

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী br.teletalk.com.bd য়বসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা

i. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ সকাল ১০.০০ টা।

ii. Online - নগর জমাদানের শেষ তারিখ ও সময় ২০ মার্চ, ২০২০ বিকাল টা।

আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে। অন্য কোনভাবে আবেদন গ্রহনের কোন প্রকার সিস্টেম নেই। যারা এপ্লাই করতে চান তারা নির্ধারিত সময়ের আগে এপ্লাই করবেন। এপ্লাই করার আগে নিয়ম কানুন গুলো ভাল করে পড়ে নিবেন। অনেক নিয়ম আছে যেগুলো যদি আপনি ফলো না করে তাহলে আপনার এপ্লিকেশন রিজেক্টেড হয়ে যেতে পারে। তাই ধীরে সুস্থে এপ্লাই করবেন।

এপ্লিকেশন জমা দিন↗


সরকারি বন প্রহরী পদে SSC শিক্ষাতেই ২১৮০০ বেতনে নিজ এলাকায় জয়েন করতে পারবেন যেকেউ

বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সামাজিক বন বিভাগ, ঢাকা বনভবন, মহাখালী, ঢাকা-১২১২

স্মারক নং- ২২.০১.0000.606.05.431.22.357

নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখ : ০৯.০২.২০২৩ খ্রিঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://cfcc.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম

পদের সংখ্যা

বেতন গ্রেড ও স্কেল (জাতীয় বেতন স্কেল- ২০১৫)

যোগ্যতা

যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন

ঢাকা,

গাজীপুর,

মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ

নারায়ণগঞ্জ, নরসিংদী,

মাদারীপুর, রাজবাড়ী,

শরীয়তপুর, কিশোরগঞ্জ

ও টাঙ্গাইল জেলা।

তবে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা বিভাগের সকল জেলার পারবেন।

ফরেস্ট গার্ড (বন প্রহরী)

৯৫ (পঁচানব্বই)

গ্রেড-১৭ বেতন স্কেল ৯,০০০-২১,৮০০/-

ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নারায়ণগঞ্জ, নরসিংদী, খ) উচ্চতা ১৬৩ সে. মি. ও বুকের মাপ ৭৬ সে. মি. ।

অফিস সহায়ক

১১ (এগার)

গ্রেড-২০ বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/-

ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) সুস্বাস্থ্যের অধিকারী।

ও টাঙ্গাইল জেলা। তবে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন ফরম পূরণ ও নিয়োগ সংক্রান্ত শর্তাবলী

আবেদন শুরুর তারিখে (১৪/০২/২০২৩) আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং ২৫/০৩/২০২০ খ্রি: তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে ২৫/০৩/২০২০ খ্রি: তারিখে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

কোন সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্রসহ আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় দলিলাদি দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ ৩. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

করতে হবে এবং আবেদনপত্রের সহিত যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল / প্রদর্শন করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।

ক) পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে http://cfcc.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদনপত্র

আবেদনের সময়সীমা নিম্নরূপ:

পূরণ করতে হবে।

i. Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪/০২/২০২৩, সকাল ১০:০০টা। ii. Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১৩/০৩/২০২৩, বিকাল ৫:০০টা। উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা

দিবেন। এতদসংক্রান্ত বিস্তারিত তথ্যাদি, নিয়মাবলী ও শর্তাবলী টেলিটক-এর লিংক http://cfcc.teletalk.com.bd এবং বন অধিদপ্তরের ওয়েবসাইট www.bforest.gov.bd-এ পাওয়া যাবে।

(মোঃ সাইদুল ইসলাম) সদস্য সচিব

বিভাগীয় পদোন্নতি/নিয়োগ বোর্ড (ঢাকা বিভাগ)

সামাজিক বন বিভাগ, ঢাকা

Email: dfosfdhaka@gmail.com

বিভাগীয় বন কর্মকর্তা

ডিজি-২৯১/২৩ (৮°×৩)

Friday, February 10, 2023

সরকারি তথ্য অফিসে নিয়োগ বিজ্ঞপ্ত - HSC/SSC/ সম্মান বেতন ৩০,০০০ পর্যন্ত

সরকারি তথ্য ও সম্প্রচার অফিস থেকে ভিন্ন টাইপের একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিজ্ঞপ্তিটিতে কিছু বিশেষ আকর্ষণীয় পদের উল্লেখ করা হয়েছে। আকর্ষনী পদের কথা একটু পরেই জানাচ্ছি। তার আগে জানাতে চাই, বিজ্ঞপ্তিটিতে মাধ্যমিক(SSC) ও উচ্চ মাধ্যমিক(HSC) পাসেই এপ্লাই করা যাবে ৫ টি পদে এবং শুধু তাই না, এই ৫ টির মধ্যে একটিতে এপ্লাই করতে পারবেন জেএসসি বা ক্লাস এইট পাস হলেই। এগুলোর বেতন ২২ থেকে ২৩ হাজারের মত, সরকারি অন্যান্য সুবিধা সহ অবশ্যই।
এবার চলুন আকর্ষনীয় পদটি নিয়ে কিছু কথা জানাই আপনাদের। আপনাদের মধ্যে অনেকেরই ফটোগ্রাফিতে সখ রয়েছে। এই বিজ্ঞপ্তিটিতে ফটোগ্রাফার দের জন্য রয়েছে একটি পদ যার বেতন হচ্ছে ৩০২৩০ টাকা। আপনার সময় আর নষ্ট করতে চাচ্ছিনা। মূল বিজ্ঞপ্তিটি নিজের চোখে দেখে মনে ধরলে এপ্লিকেশন জমা করে দিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদফতর

বাংলাদেশ সচিবালয়, ঢাকা www.pressinform.gov.bd

তারিখ: 24.01.2023 খ্রি.

নং- 15.52.0000.011.11.571. ২২-২১৪

নিয়োগ বিজ্ঞপ্তি

তথ্য অধিদফতরের রাজস্ব খাতভুক্ত ১১-১৬ গ্রেডের এবং ১৭-২০ গ্রেডের নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ীভিত্তিতে সরাসরি লোক নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণনানুযায়ী

শুধুমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

ক্র. নং

পদের নাম, বেতনস্কেল ও গ্রেড (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)

শূন্য পদের

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই

গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দারবান, রাঙ্গামাটি, নওগাঁ, পঞ্চগড়, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও হবিগঞ্জ জেলার আবেদন করার প্রয়োজন নেই।

ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট

টা: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)

সংখ্যা ০৯ টি

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি ;

(খ) কম্পিউটারে Ms Word ও Power Point সম্পর্কে অভিজ্ঞতা; (গ) পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা;

এবং (ঘ) ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা।

ফটোগ্রাফার

০৪টি

টা: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূন্য ২য় শ্রেণি বা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি ; (খ) ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে; (গ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিজিটাল ফটোগ্রাফিতে অন্যূন

০৬ (ছয়) মাসের কোর্সের সনদ; (ঘ) বাংলা এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখায় দক্ষতা; এবং

(ঙ) ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা।

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা

সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

০৫টি

সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) বাংলা ও ইংরেজি সাঁটলিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫

ও ৭০ শব্দ। বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে ২৫

টা: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)

ও ৩০ শব্দ; (ঘ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।

08

ড্রাইভার

টা: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)

০৩ টি

ক্যাটালগার

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) ড্রাইভিং লাইসেন্স : গ্রেড-১৫ এর ক্ষেত্রে: ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং

লাইসেন্স; (গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন; এবং সরকারী যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯

এর (ঘ) তফসিল ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীৰ্ণ৷ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

০১টি

টা: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) স্টোর অ্যাসিস্ট্যান্ট

টা: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)

০১টি

কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটারে MS Word ও Excel সম্পর্কে অভিজ্ঞতা।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক টা: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

(জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)

(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়

০৪টি

উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;

(গ) বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে ২০ ও ২০ শব্দ;

(ঘ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি

ot

অফিস সহায়ক

টা: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)

১৮টি

চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

মানিকগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, লক্ষীপুর, রাঙ্গামাটি,

জয়পুরহাট, পাবনা, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি,

বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার

প্রয়োজন নেই।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদনকারীগণের জন্য প্রযোজ্য/অনুসরণীয় শর্তাবলী

(01)

(02)

প্রার্থীদের বয়স ০১.০১.2023 খ্রি: এ ন্যূনতম ১৮ (আঠারো) বছর এবং 25.03.2020 খ্রি. তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর তারা আবেদনের যোগ্য। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২৫.০৩.২০২০ খ্রি. তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর তারাও আবেদনের যোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত। ক্রমিক নং ০৩ ও ক্রমিক নং ০৭ এর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য ;

কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হবেন না যদি তিনি- (ক) বাংলাদেশের নাগরিক না হন, অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, অথবা বাংলাদেশের ডমিসাইল না হন; এবং

(খ) এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নহেন;

(60) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে; প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরণের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে;

(08) (05) প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়;

(06) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে;

(09) সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে; মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র কন্যা, মহিলা, এতিম, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার-ভিডিপি, প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে; (০৮)

(০৯) কেউ প্রকৃত তথ্য গোপন করে চাকুরি গ্রহণ করলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে; ক্রমিক নং-১ হতে ৮ এর প্রয়োজনীয় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক/বাছাই/লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোনরকম ভ্রমণভাতা বা দৈনিকভাতা (10)

(টিএ/ডিএ) প্রদান করা হবে না;

(11) নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (অধিদফতরের) সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং বিজ্ঞপ্তির শূন্যপদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা বাতিল/প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। (12)

(১৩) আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:

ক.

পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://pid.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ: (১) Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩০ জানুয়ারি, ২০২৩; সকাল ১০.০০টা।

(২) Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৯ ফেব্রুয়ারি ২০২৩; বিকাল ৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload খ.

করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, যেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।