Saturday, February 4, 2023

পল্লী বিদ্যুৎ ডাটা এন্ট্রিতে ৪৬২৪০ টাকা এবং ৩৯১৭০ বেতন অফিস সহায়ক SSC পাস হলেই নিচ্ছে



পদের নাম

বেতন স্কেল

পদের সংখ্যা

পবিস বেতন কাঠামো- ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৮,300.00 হতে ৪৬, ২৪০.০০ এবং নিয়ম অনুযায়ী বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

পবিস বেতন কাঠামো- ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৫,৫০০.০০ হতে ৩৯,১৭০,০০ এবং নিয়ম অনুযায়ী বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

অফিস সহায়ক

০২টি (কম বেশী হতে পারে)

(কম বেশী হতে পারে)

(ক) এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ অথবা সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ২.২৫ অথবা জিপিএ ৫.০ এর মধ্যে জিপিএ ন্যূনতম ২.৫০ থাকতে হবে। (খ) কম্পিউটারে বাংলা ও ইংরেজীতে টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে ন্যূনতম ২০ (বিশ) শব্দ ও ৩০ (ত্রিশ) শব্দ তৈরীতে সক্ষম হতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার ও অফিস যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা ও এর উপর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। (গ) বাংলা ও ইংরেজী ব্যাকরনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। বানান, উচ্চারণ, বাক্য গঠন, শব্দ তৈরী সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। (ঘ) পরিচ্ছন্ন ও গোছানো কাজে সক্ষমতা থাকতে হবে।

(ঙ) ফাইলিং পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য ও ফাইল ডাটা সমন্ধে যথাযথ জ্ঞান থাকা বাঞ্চনীয়।

(চ) ওয়ার্ড প্রসেসিং এন্ড প্রিন্টিং ও কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

(ক) শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পাশ।

(খ) প্রার্থীকে সৎ, নিষ্ঠাবান ও উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। (গ) সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে। (ঘ) বাইসাইকেল চালনা জানতে হবে ও নিজস্ব

বাইসাইকেল থাকতে হবে।

প্রার্থীর যোগ্যতা

যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত)

বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, ব্রাহ্মনবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর,

ফরিদপুর, ফেণী, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, যশোর, ঝালকাঠি, খাগড়াছড়ি, খুলনা, কিশোরগঞ্জ, লক্ষীপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নারায়নগঞ্জ, নরসিংদ নেত্রকোনা, নোয়াখালী, পঞ্চগড়, | পটুয়াখালী, রাঙ্গামাটি, রংপুর, সাতক্ষীরা, শরিয়তপুর, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট, ঠাপুরগাঁও


শর্তাবলীঃ-

اده

আবেদনপত্র পূরণ ও

জমাদানঃ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চাটমোহর, পাবনা

এর

ওয়েবসাইট

(www.pbs1.pabna.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নং-পমাসপ-১১০-০০২, ভার্শন-০১) ডাউনলোড পূর্বক

==

স্বহস্তে পুরণ করে আগামী 13/02/2023খ্রিঃ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চাটমোহর, পাবনা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোন আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ১৩/০২/২০২৩ খ্রিঃ প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা ৩০ (ত্রিশ) বছর। তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা

৩২ (বত্রিশ) বছর। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজাদি সংযুক্ত করতে হবেঃ 100

(ক) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গীন ছবি; (খ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এর সত্যায়িত অনুলিপি;

(গ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি;

(ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর চেয়ারম্যান/মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত

নাগরিকত্ব সনদ পত্র; (ঙ) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা বাপবিবো/পবিস এর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; (চ) জেনারেল ম্যানেজার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চাটমোহর, পাবনা এর অনুকূলে প্রতি পদের বিপরীতে

১০০.০০ (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট অথবা ক্রসড পোষ্টাল অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদন পত্রের সাথে সংযুক্ত সকল কাগজ পত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও নাম পদবী সম্বলিত সীল থাকতে হবে। 081

সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

নিয়োগের ক্ষেত্রে সকল ধরণের সরকারী কোটা নীতি অনুসরণ করা হবে। নিয়োগকালে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানগণের ক্ষেত্রে সরকার নির্ধারিত কোটা সংরক্ষণ করা হবে। তবে সে ক্ষেত্রে আবেদনপত্রের সাথে সরকারী নির্দেশ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।

কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ

সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ইতিপূর্বে কোন পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত/বরখাস্ত/স্বেচ্ছায় পদত্যাগকারী কারো উক্ত পদে আবেদন করা

প্রয়োজন নাই।

০৯। অত্র সমিতির বোর্ড পরিচালক/মহিলা পরিচালক, কর্মকর্তা/কর্মচারীদের রক্তের সম্পর্কীয় কেহ অথবা তাদের স্বামী/স্ত্রীদের রক্তের সম্পর্কীয় কেহ আবেদন করতে পারবেন না।

প্রার্থীকে বাংলাদেশের যে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরী করতে সম্মত থাকতে হবে।

অসম্পূর্ণ/ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কোন তথ্য গোপন করে নিয়োগ প্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোন প্রকার তদন্ত ব্যতিরেকেই তাৎক্ষণিকভাবে বরখাস্তকরণসহ দেশের প্রচলিত আইন

অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে নিয়োগের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন পদে নিয়োগ/বদলী/পদোন্নতির মাধ্যমে কোন জেলা

কোটা পূরণ হলে সে জেলার প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে না।

উল্লিখিত পদের জন্য মুক্তিযোদ্ধা/শহীদযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান হলে খামের উপর তা সু-স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে।

১৫। অসম্পূর্ণ আবেদন তথা নির্ধারিত আবেদন পত্রটি যথাযথ ভাবে পূরণ না করা হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের গড়মিল পাওয়া গেলে আবেদন পত্র বাছাই প্রক্রিয়া অর্থাৎ

লিখিত/ব্যবহারিক/মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে। যদি

কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদন পত্রের কোন অংশ প্রযোজ্য না হয় সেই ক্ষেত্রে “প্রযোজ্য নয়” উল্লেখ করতে হবে।

খামের উপর প্রার্থিত পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং আবেদন পত্র A4 সাইজের খামে প্রেরণ

করতে হবে।

নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের সময় প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

অত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে নিয়োগ প্রদানে কর্তৃপক্ষ বাধ্য নহে।

১৬।

১৩।

29-01 23 (মোঃ আকমল হোসেন)

জেনারেল ম্যানেজার

অনুলিপিঃ (সদয় অবগতি ও নোটিশ বোর্ডের মাধ্যমে বহুল প্রচারের অনুরোধ সহ) জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়।

০১। নির্বাহী পরিচালক, বাপবিবো, ঢাকা।

০২। পরিচালক, পবিস মনিটরিং ও ব্যঃ পঃ (পঃঅঃ)/ পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাপবিবো, ঢাকা।

০৩। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আইসিটি পরিদপ্তর, বাপবিবো, ঢাকা (ওয়েবসাইটে প্রকাশের জন্য অনুরোধ জানানো হলো)। ০৪। সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার পবিস-১/২/৩/৪।

০৫। ডিজিএম (কারিগরী)/ দাশুড়িয়া/আটঘরিয়া/ভাংগুড়া জোনাল অফিস, পাবনা পবিস-১।

০৬। এজিএম (ওএন্ডএম), ফরিদপুর সাব-জোনাল অফিস, পাবনা পবিস-১।

০৭। এজিএম (অর্থ/ওএন্ডএম/সদস্য সেবা/ইএন্ডসি/আইটি/মানব সম্পদ), পাবনা পবিস-১।

০৮। জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি), পাবনা পবিস-১, পবিসের ওয়েব সাইটে প্রকাশের জন্য।

০৯। নোটিশ বোর্ড, পাবনা পবিস-১।

29-01 23 (মোঃ আকমল হোসেন)

জেনারেল ম্যানেজার জনারে

পুরো বিজ্ঞপ্তির পিডিএফ দেখুন এখানে ক্লিক করে

পার্সোনাল এসিস্টেন্স (PA)// পদে সরকারি (Gov) অফিসে// এইস এস সি (HSC) পাসেই// ২৬৫৯০ বেতনে// Joining এর সুযোগ নিন



 খুলনা বিশ্ববিদ্যাল

খুলনা রেজিষ্টারের কার্যালয়

(সংস্থাপন- ০৩ ও 08 )

স্মারক নম্বর : খুবি/প্রশা-৫নি-১৮/৯১-১৩৩

তারিখ : ০২-০২-২০২৩ খ্রি.

নিয়োগ বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাসহ বিশ্ববিদ্যালয়ে নিম্নেবর্ণিত কর্মকর্তা ও কর্মচারীর শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :

পদের নাম ও গ্রেড

জাতীয় বেতন স্কেল ২০১৫

ক্রমিক

পদের নাম ও গ্রেড

নং

পরিচালক (অডিট) (গ্রেড-০৫)

উপ-পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) (গ্রেড-০৫)


উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) (গ্রেড-০৫ )


সহকারী প্রকৌশলী (সিভিল) (গ্রেড-০৯)


সেকশন অফিসার (আইটি) (গ্রেড-০৯)

৬।

মেডিকেল অফিসার (গ্রেড-০৯)

৭।

সহকারী নিরাপত্তা কর্মকর্তা (গ্রেড-১০)

৮৷

পার্সোনাল এ্যাসিসট্যান্ট-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

৯।

অফিস এ্যাসিসট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬)

অফিস সহায়ক (গ্রেড-২০)

১১।

ল্যাব এটেনডেন্ট (গ্রেড-২০)

১২।

নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)

আবেদনের শর্তাবলীঃ

আবেদন অনলাইনে (Online) করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড করতঃ প্রয়োজনীয় (০৪নং শর্তে চাহিত ) কাগজপত্রাদিসহ ১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত পদের জন্য ১০ (দশ) সেট এবং ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডভুক্ত পদের জন্য ০৩ (তিন) সেট আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারী বরাবর ০৫.০২.২০২৩খ্রি. থেকে ২৬.০২.২০২৩খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি হার্ডকপি প্রেরণ করতে হবে। উল্লেখ্য, অনলাইন আবেদনের সাথে (গ্রেড ৯ম বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত পদে ৬০০/- (ছয়শত), ১০ম গ্রেডভুক্ত পদে ৫০০/- (পাঁচশত), ১৩তম থেকে গ্রেড-১৬তম গ্রেডভুক্ত পদে ২০০/- (দুইশত) এবং গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ গ্রেডভুক্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইন আবেদন ফরম, পেমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://ku.ac.bd/career) পাওয়া যাবে। অনলাইন আবেদন ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য নয়।

খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ০৩. চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র সংযুক্ত

করতে হবে। ০৪. প্রতিসেট আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি অবশ্যই দাখিল করতে হবে-

ক) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি

খ) নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি

গ) বিজ্ঞপ্তির ক্রমিক নং ১-৯ নং (৫ ব্যতীত) পদের জন্য কম্পিউটার সনদের সত্যায়িত কপি দিতে হবে ঘ) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (প্রতি সেটে একটি)

ঙ) যে কোন এক সেট আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমাকৃত পেমেন্ট স্লিপ দিতে হবে।

০৫.

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়। বিদেশে স্থায়ীভাবে

বসবাসরত/বসবাসের অনুমতি প্রাপ্ত ব্যক্তিও বিবেচিত হবেন না। ০৬. বিজ্ঞপ্তির ক্রমিক নং- ৪ এ সহকারী প্রকৌশলী (সিভিল) পদে গত ১১.০৯.২০২২খ্রি. তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ।

আবেদনপত্র আগামী ০৫.০২.২০২৩খ্রি. থেকে ২৬.০২.২০২৩খ্রি. তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে ডাকযোগে/সরাসরি

নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে অবশ্যই পৌঁছাতে হবে। ০৮. অনুমোদিত পদ থাকা সাপেক্ষে বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে ।

০৯. নিয়োগ সংক্রান্ত কর্তৃপক্ষীয় সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে । ১০. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

স্বাক্ষরিত/-

(প্রফেসর খান গোলাম কুদ্দুস) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

পিসি-১৬৫/২৩ (৮ ×3)

পোস্ট অফিসে HSC পাস হলেই পোস্টম্যান ২১৮০০ বেতনে জয়েন করা যাচ্ছে


যতগুলো পদের কথা এই সার্কুলারে আছে, এতগুলো পদ একসাথে দিয়ে আজ পর্যন্ত ডাক বিভাগের সার্কুলার এর আগে কখনো হয়ইনি। পোস্টম্যান হচ্ছে পোস্ট অফিসের সবচেয়ে আকর্ষনীয় একটি পদ। সম্প্রতি এই পদের জন্য দরখাস্ত নিচ্ছে বাংলাদেশ ডাকঘর। শুধু তাই নয়, এই পদের জন্য শিক্ষা চাওয়া হয়েছে শুধুমাত্র SSC (মাধ্যমিক) পাস। বেতনও বেশ লুক্রেটিভ। ৯০০০ টাকায় চাকরি জীবন শুরু হয়ে বাড়তে বাড়তে হবে ২১৮০০ টাকা।
এইতো গেলো, পোস্টম্যন পদের কথা। এই সার্কুলারটি আসলেই বেশ ভিন্ন টাইপের একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। কারন, মেইল ক্যারিয়ার নামের একটা পদ আছে যেখানেও এসএসসি থাকলেই এপ্লাই করতে পারবে যেকেউ। এছাড়া, গার্ড, প্যাকার সহ আরো চোখ ধাধানো ১০ টি পদের সমন্বয়ে সাজানো হয়েছে ডাক বিভাগের এই সরকারি চাকরির বিজ্ঞপ্তি। প্রতিটি পদেই সম্পুর্ন বিনা অভিজ্ঞতায় এপ্লিকেশন করা যাচ্ছে। সার্কুলারের বিস্তারিত এবং দরখাস্ত জমা নিয়ম দেখুন নিচে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

বাংলাদেশ ডাক বিভাগ 

পোস্টমাস্টার জেনারেল-এর দপ্তর

 কেন্দ্রীয় সার্কেল, ঢাকা-১০০০। 

www.bdpost.gov.bd

নিয়োগ বিজ্ঞপ্তি 


০১। ১৫ই জানুয়ারি ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২শে সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখের 05.00.0000.170.11.017.২০-১৪৯ নম্বর স্মারকে আবেদনকারীর বয়স ২৫-৩-২০২০ খ্রি. তারিখ সর্বোচ্চ বয়সসীমার ৩০ বছর থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

০২। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate-এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।

০৩। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় সকল ক্রমিকের প্রার্থীকে অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক/ব্যাবহারিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। উক্ত পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

০৪। উপরিউক্ত ১ নং ক্রমিকের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং ২-১০ নং ক্রমিকের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা http://pmgcc.teletalk.com.bd ওয়েবসাইট অনুসরণে প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদানের পর দাখিলকৃত আবেদন আর সংশোধন/এডিট করা যাবে না।

০৫। আবেদনে উল্লিখিত মোবাইল নম্বর সার্বক্ষণিক সক্রিয় রাখতে হবে। পরীক্ষাসংক্রান্ত SMS পাওয়ার জন্য মোবাইল নম্বর সক্রিয় না রাখার কারণে কোনো তথ্য বা SMS পেতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। SMS প্রাপ্তির পর প্রার্থীকে নিজ উদ্যোগে প্রবেশপত্র Download করে নিতে হবে। ০৬। প্রার্থীর যোগ্যতা যাচাই :

(ক) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ড়ুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

(খ) মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল শিক্ষা/প্রশিক্ষণের সনদসহ সংশ্লিষ্ট সকল প্রকার সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পুরণকৃত Application Form-সহ আবেদনের সঙ্গে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্রসহ সত্যায়িত ০১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে এবং আবেদনকারীর ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা সরাসরি বাতিল করা হবে।

(গ) জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন-এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। বিশেষ কোটার প্রার্থীদেরকে বিশেষ কোটার সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।

Friday, February 3, 2023

BRAC অল্প শিক্ষায় হাই সেলারিতে চাকরি দিচ্ছে পাচ্ছে সবাই

ব্র্যাকের অল্প শিক্ষায় হাই সেলারি চাকরিতে জয়েন করতে পারেন যোগ্যতা সম্পন্য যেকেউ। ব্র্যাকের ক্যারিয়ার লিস্টিং সাইটেই এই জবগুলোর বিস্তারিত সন্নিবেশিত করা হয়েছে। শুধু তাই নয়, সেখানেই একাউন্ট খুলে যেকেউ কয়েক মিনিটের মধ্যেই এপ্লাই করতে পারছেন। এপ্লাই করার জন্য এখানে ক্লিক করে এপ্লাই করুন




🠞 কৃষক উন্নয়ন কার্যক্রমে ২৪৬৮০ বেতনে HSC পাসেই সরকারি নিয়োগ শুরু হয়েছে - জয়েন করবেন এভাবে



ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয়, পল্লী ভবন (৭ম তলা) ৫, কাওরান বাজার, ঢাকা-১২১৫ www.sfdf.gov.bd

নিয়োগ বিজ্ঞপ্তি 

পদের নাম ও বেতন গ্রেড (বেতনক্রমসহ)

১। উপ-মহাব্যবস্থাপক বেতন গ্রেড-৫ টা: ৪৩০০০-৬৯৮৫০/-

২। সহকারী মহাব্যবস্থাপক বেতন গ্রেড-৬ টা: ৩৫৫০০-৬৭০১০/- (প্রোগ্রামার)

৩। উপ-ব্যবস্থাপক (হিসাব) বেতন গ্রেড-৯ টা: 22000-53060/-

৪। উপজেলা ব্যবস্থাপক বেতন গ্রেড-১০ টা: ১৬০০০-৩৮৬৪০/-

৫। মাঠ কর্মকর্তা বেতন গ্রেড-১৪ টা: ১০২০০-২৪৬৮০/-

৬। সহকারী হিসাব রক্ষক বেতন গ্রেড-১৬ টা: ৯৩০০-২২৪৯০/-

৭। মাঠ সংগঠক বেতন গ্রেড-১৬ টা: ৯৩০০-২২৪৯০/-

আবেদনের শর্তাবলি:

ক) 01/01/2023 তারিখে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৫, ৬ ও ৭ নং ক্রমিকের পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর এবং ২৫।0312020 তারিখে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিপরীতে প্রদত্ত সর্বোচ্চ বয়সসীমা গণনা করতে হবে;

a) The minimum age limit is 18 years in respect of the posts of Serial Nos. 5, 6 and 7 mentioned in the notification dated 01/01/2023 and the maximum age limit given against the posts mentioned in the notification dated 25.0312020 shall be calculated;

খ) বয়স নিরুপনের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়; এবং

b) Affidavits are not admissible in determining age;

গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফ-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীকে বুঝাবে। প্রার্থীদেরকে চাকুরির জন্য আগামী ০৪।০১।২০২৩ তারিখ সকাল ১০:০০ টা হতে 03/021 2023 তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।

100 লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এসব কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিতে হবে :

ক. অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি;

খ. সদ্য তোলা ৪ (চার) কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র ও সর্বশেষ কর্মস্থলের কর্তৃপক্ষের নিকট থেকে বেতন-ভাতার প্রমাণক (কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নম্বর উল্লেখসহ), জন্মনিবন্ধন সনদপত্র/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং স্থায়ী ঠিকানার সমর্থনে নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি;

গ. চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নম্বর উল্লেখসহ) ।

081 অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য, নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগদানের পরেও

অসত্য/ভুয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে আবেদনপত্র নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা নিয়োগ প্রদানের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং বর্ণিত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ফাউন্ডেশনের ওয়েব সাইট (www.sfdf.gov.bd) এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট (www.rdcd.gov.bd) এ পাওয়া যাবে।

c) Age relaxation in case of departmental candidates. Departmental candidate means officer/employee working in SFDF. Candidates can apply online from 04.01.2023 10:00 am to 03/021 2023 5:00 pm. No direct/postal applications will be entertained. All applications sent directly or by post will be considered rejected.

100 Candidates who have passed the written examination must produce the original copies of all the following documents at the time of oral examination and 01 (one) set of attested photocopies of these documents must be submitted at the time of oral examination:

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয় :

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://sfdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 081011 2023 খ্রিঃ, সকাল: ১০:০০টা; ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০31021 2023 খ্রিঃ, বিকাল : ৫:০০টা ।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন;

Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর সর্বোচ্চ ৬০KB হতে হবে;

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা

সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন; এবং প্রার্থী Online-এ পুরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে প্রমাণক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন; ঘ.

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

Online-এ আবেদনপত্র ( Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতা বিষয়টি নিশ্চিত করে PDF copy ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's copy প্রার্থী রঙ্গিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ এবং অনলাইন ফি বা Teletalk এর সার্ভিস চার্জ নিম্নবর্ণিত ছক অনুযায়ী অফেরতযোগ্য টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন:

Rules and Dos for Filling Online Application Form:

Candidates who want to participate in the exam can fill the application form on this website http://sfdf.teletalk.com.bd. The application deadline is as follows:

i. Online Application Form Filling and Exam Fee Submission Start Date & Time: 081011 2023 AD, Morning: 10:00 AM; ii. Last date and time for submission of application form online: 031021 2023 AD, PM: 5:00 PM.

Candidates who have received the User ID within the said period can submit the examination fee via SMS within 72 (seventy two) hours from the time of submitting the application form online;

In the online application form, the candidate will scan his color photograph (length 300 × width 300 pixels) and signature (length 300 × width 80 pixels) and upload it at the designated place. Image size should be maximum 100 KB and signature should be maximum 60 KB;

Since the information filled in the online application form will be used in all subsequent activities, the correctness of all the information filled before submitting the online application form.

The candidate himself will be 100% sure about; And in the application form filled by the candidate online

Thursday, February 2, 2023

গভমেন্ট Salary ৩৫৫০০ - ৬৭০১০ টাকার চাকরি পেতে চাইলে এই নিয়মে দরখাস্ত জমা করুন আজই



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ই-মেইল: regoffice@bsmrmu.edu.bd, ওয়েবঃ www.bsmrmu.edu.bd
১৪/৬-১৪/২৩, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬ ফোন- 01769-72১০১০, ফ্যাক্স-০২-৫8051010
বিজ্ঞপ্তি নম্বর: বিএসএমআরএমইউ/রেজি-৩৩৬/২৩/02
তারিখ: ২৫/০১/২০২৩
নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৩ সনের ৪৭ নং আইন দ্বারা প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর জন্য নিম্নবর্ণিত পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে;
পদের নাম ও পদ সংখ্যা
গ্রেড ও বেতনস্কেল
মন্তব্য
১। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং আবেদনের শর্তাবলি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের
সহকারী অধ্যাপক
(গ্রেড-০৬, বেতনস্কেল- (৩৫৫০০ - ৬৭০১০ )
ওয়েবসাইটে (www.bsmrmu.edu.bd) দেখুন। 
২। সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব:) কর্মকর্তাগণও আবেদন করিতে পারিবেন।
মেরিটাইম ল' এন্ড পলিসি-০১ জন
৩। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১০ মার্চ ২০২৩।
৪। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রাম (৫নং মোহরা ওয়ার্ডের হামিদচর এলাকার মৌজা চর
রাঙ্গামাটিয়া ও বাকলিয়া, থানা: বন্দর, জেলা চট্টগ্রাম)-এ নির্মাণাধীন।
৫। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি পাইতে পারে।
রেজিষ্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ

গভমেন্ট Gas অফিসে HSC তেই ২৪০০০+ বেতনে কাজের সুযোগ নিন দরখাস্ত করেই


পদের নাম
১) স্টোর কিপার 
২) ভাঙার সহকারী
৩). পরিবহন সহকারী 
৪) রাজস্ব সহকারী
8) ক্যাশিয়ার
৫) সার্ভেয়ার
৬) নির্মাণ পরিদর্শক
৮) রেডিওগ্রাফার ফোরম্যান
১০) জিয়াই অপারে
১১) চিকিৎসা সহকারী
১২) বোরিং / বেডিং/কমপ্রেসার অপারেটর কাম মেশিন
১৫) টেকনিশিয়ান
১৬) অয়েল্ডিং সুপারভাই
১৭) অপারেটর



১. আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ
ক.পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://kgdcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে অথবা কেজিডিসিএল এর Web Address http://www.kgdcl.gov.bd হতে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইন-এ (Online) আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়: 
(i)Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯.০১.২০২৩ সকাল ১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮.02.2023 বিকাল ০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে
পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত
স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে। গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক
পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি
এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ উপরোক্ত তালিকার ক্রম ১ হতে ১১-তে বর্ণিত (১২তম গ্রেড) পদসমূহের জন্য ৩০০/- (তিনশত) টাকা এবং ক্রম ১২ হতে ১৭-তে বর্ণিত (১৪তম গ্রেড) পদসমূহের জন্য ২০০/- (দুইশত) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: KGDCL <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে । Example: KGDCL ABCDEF
Reply: Applicant's Name, Tk-200/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type KGDCL <Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: KGDCL <space> YES <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে । Example: KGDCL YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for KGDCL Application for <Post Name> User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://kgdcl.teletalk.com.bd অথবা KGDCL এর Website : http://kgdcl.gov.bd তে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম
ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের
সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধু Teletalk Pre-paid Mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। User ID জানা থাকলে KGDCL <space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: KGDCL HELP USER ABCDEF & Send to 16222
PIN Number জানা থাকলে: KGDCL<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222 Example: KGDCL HELP PIN 12345678 & Send to 16222 ঝ. Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল নম্বর থেকে 121 নম্বর অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে

সাধারণ শর্তাবলী ঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্র নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭২০-১৪৯, তারিখ ২২.০৯.২০২২ অনুযায়ী সকল পদের জন্য প্রার্থীর বয়স ১৮.০২.২০২৩ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং ২৫.০৩.২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ২৫.০৩.২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট-এ লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য করা হবে। “ও” লেভেল এবং “এ” লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্য তারিখ সম্বলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে এবং ৮ম শ্রেণি পাশ প্রার্থীদের ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য এনআইডি কার্ডসহ ৮ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট-এ লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য করা হবে। বয়স সংক্রান্ত তারিখ কোন এফিডেভিট ( Affidavit ) গ্রহণযোগ্য হবে না।
২. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে ।
৩. যে সকল প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিয়ে করেছেন অথবা বিয়ে করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সে সকল প্রার্থী সরকারের লিখিত অনুমতি ব্যতিরেকে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না।
8. এ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান/নির্দেশনা ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য সরকারি বিধি-বিধান/নির্দেশনা অনুসরণ করা হবে।
৫. অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত/ত্রুটিপূর্ণ আবেদন ফরম এবং চাকুরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাথে যেমন- বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা ও কোটা ইত্যাদি যে কোন বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যে কোন পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে প্রার্থীর কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।
৬. এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীত পদে নিয়োগ প্রদান করতে কর্তৃপক্ষ বাধ্য থাকবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৭. কোন প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য বা অভিজ্ঞতার সনদ অসত্য বা মিথ্যা বা জাল বলে প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮. নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৯. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি এ/ডিএ প্রদান করা হবে না। ১০. একজন প্রার্থী একটি মাত্র পদে আবেদন করতে পারবেন। কোন প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন ফরম বাতিল বলে
গণ্য হবে। ১১. কোন ফলাফল প্রত্যাশী (Appeared) প্রার্থী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না ।
১২. আবেদন ফরম সঠিকভাবে পূরণ ও বিজ্ঞাপনে বর্ণিত শর্তাদি প্রতিপালন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার/মৌখিক/ব্যবহারিক পরীক্ষা গ্রহণকালে Online Application Form এর প্রিন্ট কপি, ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল ও সকল সনদের মূল কপি প্রদর্শন এবং নিম্নলিখিত কাগজপত্র/সার্টিফিকেট এর একসেট সত্যায়িত
ফটোকপি (অবশ্যই সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে) দাখিল করতে হবে:
ক. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (যদি থাকে) সনদ;
খ. প্রার্থীর নিজ ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান বা পৌরসভা/সিটি কর্পোরেশন-এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
গ. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র (প্রার্থী কর্তৃক চাকুরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হবে);
ঘ. বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশী বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalent Certificate) এবং “ও” লেভেল “এ” লেভেলে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে (UGC) বা শিক্ষা বোর্ড কর্তৃক
ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalent Certificate) মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে। ঙ. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র;
চ. কোটা পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি প্রার্থী কর্তৃক দাখিল করতে হবে।
১৩. নিয়োগ সংক্রান্ত সর্বশেষ তথ্যাদি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর ওয়েবসাইট (http://www.kgdcl.gov.bd), পেট্রোবাংলার ওয়েবসাইট (www.petrobangla.org.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর ওয়েবসাইট (http://kgdcl.teletalk.com.bd) এ প্রকাশিত হবে বিধায় চাকুরি প্রার্থীদের সংশ্লিষ্ট Website Visit করতে হবে।
মহাব্যবস্থাপক (প্রশাসন)