ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয়, পল্লী ভবন (৭ম তলা) ৫, কাওরান বাজার, ঢাকা-১২১৫ www.sfdf.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম ও বেতন গ্রেড (বেতনক্রমসহ)
১। উপ-মহাব্যবস্থাপক বেতন গ্রেড-৫ টা: ৪৩০০০-৬৯৮৫০/-
২। সহকারী মহাব্যবস্থাপক বেতন গ্রেড-৬ টা: ৩৫৫০০-৬৭০১০/- (প্রোগ্রামার)
৩। উপ-ব্যবস্থাপক (হিসাব) বেতন গ্রেড-৯ টা: 22000-53060/-
৪। উপজেলা ব্যবস্থাপক বেতন গ্রেড-১০ টা: ১৬০০০-৩৮৬৪০/-
৫। মাঠ কর্মকর্তা বেতন গ্রেড-১৪ টা: ১০২০০-২৪৬৮০/-
৬। সহকারী হিসাব রক্ষক বেতন গ্রেড-১৬ টা: ৯৩০০-২২৪৯০/-
৭। মাঠ সংগঠক বেতন গ্রেড-১৬ টা: ৯৩০০-২২৪৯০/-
আবেদনের শর্তাবলি:
ক) 01/01/2023 তারিখে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৫, ৬ ও ৭ নং ক্রমিকের পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর এবং ২৫।0312020 তারিখে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিপরীতে প্রদত্ত সর্বোচ্চ বয়সসীমা গণনা করতে হবে;
a) The minimum age limit is 18 years in respect of the posts of Serial Nos. 5, 6 and 7 mentioned in the notification dated 01/01/2023 and the maximum age limit given against the posts mentioned in the notification dated 25.0312020 shall be calculated;
খ) বয়স নিরুপনের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়; এবং
b) Affidavits are not admissible in determining age;
গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফ-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীকে বুঝাবে। প্রার্থীদেরকে চাকুরির জন্য আগামী ০৪।০১।২০২৩ তারিখ সকাল ১০:০০ টা হতে 03/021 2023 তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।
100 লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এসব কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিতে হবে :
ক. অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি;
খ. সদ্য তোলা ৪ (চার) কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র ও সর্বশেষ কর্মস্থলের কর্তৃপক্ষের নিকট থেকে বেতন-ভাতার প্রমাণক (কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নম্বর উল্লেখসহ), জন্মনিবন্ধন সনদপত্র/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং স্থায়ী ঠিকানার সমর্থনে নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি;
গ. চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নম্বর উল্লেখসহ) ।
081 অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য, নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগদানের পরেও
অসত্য/ভুয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে আবেদনপত্র নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা নিয়োগ প্রদানের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং বর্ণিত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ফাউন্ডেশনের ওয়েব সাইট (www.sfdf.gov.bd) এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট (www.rdcd.gov.bd) এ পাওয়া যাবে।
c) Age relaxation in case of departmental candidates. Departmental candidate means officer/employee working in SFDF. Candidates can apply online from 04.01.2023 10:00 am to 03/021 2023 5:00 pm. No direct/postal applications will be entertained. All applications sent directly or by post will be considered rejected.
100 Candidates who have passed the written examination must produce the original copies of all the following documents at the time of oral examination and 01 (one) set of attested photocopies of these documents must be submitted at the time of oral examination:
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয় :
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://sfdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 081011 2023 খ্রিঃ, সকাল: ১০:০০টা; ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০31021 2023 খ্রিঃ, বিকাল : ৫:০০টা ।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন;
Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর সর্বোচ্চ ৬০KB হতে হবে;
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা
সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন; এবং প্রার্থী Online-এ পুরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে প্রমাণক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন; ঘ.
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র ( Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতা বিষয়টি নিশ্চিত করে PDF copy ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's copy প্রার্থী রঙ্গিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ এবং অনলাইন ফি বা Teletalk এর সার্ভিস চার্জ নিম্নবর্ণিত ছক অনুযায়ী অফেরতযোগ্য টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন:
Rules and Dos for Filling Online Application Form:
Candidates who want to participate in the exam can fill the application form on this website http://sfdf.teletalk.com.bd. The application deadline is as follows:
i. Online Application Form Filling and Exam Fee Submission Start Date & Time: 081011 2023 AD, Morning: 10:00 AM; ii. Last date and time for submission of application form online: 031021 2023 AD, PM: 5:00 PM.
Candidates who have received the User ID within the said period can submit the examination fee via SMS within 72 (seventy two) hours from the time of submitting the application form online;
In the online application form, the candidate will scan his color photograph (length 300 × width 300 pixels) and signature (length 300 × width 80 pixels) and upload it at the designated place. Image size should be maximum 100 KB and signature should be maximum 60 KB;
Since the information filled in the online application form will be used in all subsequent activities, the correctness of all the information filled before submitting the online application form.
The candidate himself will be 100% sure about; And in the application form filled by the candidate online