Wednesday, February 1, 2023

গভমেন্ট সহকারী স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি - বেতন স্কেল ১৬০০০ - ৩৬৬৮০ টাকা



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর

প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস। www.dmlc.gov.bd

নং-23.22.0000.01.11.152.23-39

১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ

তারিখ:

৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

ক্র. নং

পদের নাম

পদ সংখ্যা

বেতনস্কেল ও গ্রেড

সহকারী শিক্ষক

(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

০৩টি

১৬,০০০-৩৮,৬৪০/- ১০ম গ্রেড

শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা

স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম ২.৫ জিপিএ/সমমানের স্নাতক/সমমান ডিগ্রী। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যায় পর্যন্ত পাঠ্য অথবা কম্পিউটার বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে

একাধিক কোর্সে ন্যূনতম ০১ (এক) বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম ২.৫ জিপিএ/সমমানের স্নাতক/সমমান ডিগ্রী।

স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম ২.৫ জিপিএ/সমমানের ফাজিল/সমমান ডিগ্রী।

২০টি

৩.

০১টি

জুনিয়র শিক্ষক

জুনিয়র শিক্ষক (ধর্ম)

জুনিয়র শিক্ষক

(চারু ও কারুকলা)

১২,৫০০-৩০,২৩০/- ১১তম গ্রেড

8.

০২টি

স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে চারুকলায় স্নাতক ডিগ্রী/সমমান ডিগ্রী।

মোট =

২৬টি

শর্তাবলী

IS চাকরির আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৫ মার্চ, ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর।

আবেদনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩। ৩। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

81 প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। প্রার্থীর নাম ও পিতার নাম এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনে হুবহু সেভাবে লিখতে হবে।

৫ ৷ ফরম পূরণ ૭ অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://job.shmrmi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী https://job.shmrmi.gov.bd ও www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

৬।

৭। আবেদন ফি: সহকারী শিক্ষক ৫০০/- (পাঁচশত) টাকা এবং জুনিয়র শিক্ষক ৩০০/- (তিনশত) টাকা (চার্জ প্রযোজ্য)। আবেদনকারীর সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক)টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ ২.৫ এর নীচে গ্রহণযোগ্য নয়।

৯।

শিক্ষকগণের নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। পরবর্তীতে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ ও সন্তোষজনক চাকরির ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ পেনশন সুবিধা প্রাপ্য হবেন না। তবে, ‘কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড'সহ সময়ে সময়ে প্রচলিত অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

সহকারী শিক্ষক ও জুনিয়র শিক্ষক পদে প্রার্থীদের প্রিলিমিনারি (প্রয়োজনে), লিখিত, মৌখিক ও পাঠদান পরীক্ষা নেয়া হবে।

প্রজাতন্ত্রের কর্মে (সরকারি/আধা সরকারি/বেসরকারি সংস্থা) অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে মূল সনদসমূহ প্রদর্শন করতে হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক/ভ্রমণ ভাতা প্রদান করা হবে না ।

আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। একইভাবে শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সম্প্রদায় ভুক্ত হলে যথাক্রমে জেলা সমাজ সেবা অফিস ও জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ দাখিল করতে হবে। ১৩।

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে সরকারের জারিকৃত/প্রকাশিত সর্বশেষ আইন, বিধি-বিধান ও নির্দেশনা অনুসরণ করা হবে। উক্ত চাকরি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বদলিযোগ্য হবে। ১৪। ১৫।

চূড়ান্তভাবে নির্বাচিত ও পেমেন্ট ভেরিফাইড প্রার্থীদের Online এর মাধ্যমে প্রদানকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক নিয়োগ প্রদানের সুপারিশ করা হবে। পরবর্তীতে যে কোন সময়ে সুপারিশকৃত প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্রে ঘাটতি/অসঙ্গতি/ত্রুটি/জালিয়াতি ইত্যাদি পরিলক্ষিত হলে, উক্ত প্রার্থীর সুপারিশ বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৬।

প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য (Substantive) ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত এ বিজ্ঞপ্তির সংশোধন/বাতিল/শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। ১৭। ১৮।

স্বাক্ষরিত/- মহাপরিচালক

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস।

গভমেন্ট জব - ৫০০ টাকা আবেদন ফি দিয়ে ৩৮৬৮০ বেতনের পদে জয়েন করুন এভাবে 🠋


 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড BANGLADESH WATER DEVELOPMENT BOARD OFFICE OF THE SUPERINTENDING ENGINEER

তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) এর কার্যালয় মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর, বাপাউবো

DIRECTORATE OF

HUMAN RESOURCE DEVELOPMENT, BWDB

পানি ভবন, লেভেল-১,🠋

PANI BHABAN, LEVEL-1, 72 GREEN ROAD, DHAKA-1205.

৭২ গ্রীন রোড, ঢাকা-১২০৫।

Phone: 02-222230130 E-mail: dir.staff.bwdb@gmail.com

ফোনঃ ০২-২২২২৩০১৩০

www.bwdb.gov.bd

২৯ জানুয়ারি, ২০২৩ খ্রিঃ ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ

স্মারক নং-৪২.০১.0000.030.11.00২.২৩-১৫১

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নে বর্ণিত শুন্যপদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online-এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

পদের নাম ও বেতন গ্রেড (জাতীয় বেতন স্কেল-২০১৫

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

উপ-সহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা (পুর)/প্রাঞ্জলনিক

(ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনষ্টিটিউট হইতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী; তবে শর্ত থাকে যে, শিক্ষাজীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না; এবং (খ) এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার

বেতন স্কেল: টাকা ১৬০০০-৩৮৬৪০

গ্রেড : ১০

২। উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল

বিধি-বিধান অনুসরণ করা হবে।

৩। আবেদন দাখিলের শেষ তারিখ ০১/০৩/২০২৩ খ্রিঃ, বুধবার ( বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)। ৪। উল্লিখিত পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন/সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন । ৫। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র Online-এ আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে। Online-এর মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য নীট ৫০০/- (পাঁচশত) টাকা Payment করতে হবে। প্রার্থীকে বাপাউবো'র Online Recruitment Portal (orms.bwdb.gov.bd/orms ) এ login করে Registration করতঃ আবেদন দাখিল করতে হবে এবং Payment সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত Portal-এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোন আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না। ৬। Online-এ আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা যে কোন পর্যায়ে কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে; এমনকি চাকুরী হতে বরখাস্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উল্লেখ্য, সেক্ষেত্রে ভবিষ্যতে বাপাউবো'র কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ নির্দেশাবলীঃ

০১. Online-এ আবেদনপত্র পূরণ / দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমা ঃ ০১/০৩/২০২৩ খ্রিঃ (বুধবার)

বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেয়া যাবে। ০১/০৩/২০২৩ খ্রিঃ তারিখের

মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য।

Appeared / চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনক্রমেই আবেদন করার যোগ্য নন।

০২.

বয়সসীমা : ০১/০১/২০২৩ খ্রিঃ তারিখে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ (বত্রিশ) বৎসর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং- ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭২০-১৪৯; তারিখ: ২২-০৯-২০২২ মোতাবেক প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২০ খ্রিঃ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। সরকারের বিদ্যমান বিধি-বিধান বা আইন বা এতদসংক্রান্ত প্রজ্ঞাপন/সার্কুলার কোন প্রশংসা পত্র/এ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

দ্বারা বিভাগীয় প্রার্থীর সংজ্ঞা নির্ধারণ হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.সি./সমমান সনদপত্র ব্যতীত অন্য

০৩. লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র : প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।

নির্ধারিত সময়ের পর প্রার্থী তার User ID & Password ব্যবহার করে ছবি, রোল নম্বর, পরীক্ষার স্থান ও তারিখ সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত

পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবো'র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

০৪. মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং

প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচী যথাসময়ে বাপাউবো'র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

০৫. প্রার্থীর ছবি ঃ প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙ্গিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোন কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙ্গিন ছবি আপলোড করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, সদ্য তোলা রঙ্গিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর

বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

০৬. ডকুমেন্ট দাখিল সংক্রান্ত : আবেদনের সময় অনলাইনে কোন প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত

পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলামে উল্লিখিত সনদপত্র নম্বরপত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতার

সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। তাছাড়া, জাতীয় পরিচয়পত্র (NID), নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, বিদেশী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। এছাড়াও, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে প্রতিবন্ধী সংক্রান্ত সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। ০৭. ছাড়পত্র/অনাপত্তিপত্র সংক্রান্ত : সরকারী/ আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে

নিয়োগকারী কর্তৃপক্ষের অফিসিয়াল সীল, স্বাক্ষর ও তারিখ সম্বলিত অনাপত্তিপত্র গ্রহণ করার পর Online-এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী উক্ত অনাপত্তিপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

০৮. বিভাগীয় প্রার্থী সংক্রান্ত : বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে উপর্যুক্ত কাগজপত্রাদিসহ যথাযথ কর্তৃপক্ষের (দপ্তর প্রধান ) অনুমতি গ্রহণ করতে হবে। অনুমতি গ্রহণ করার পর Online-এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী উক্ত অনুমতিপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। ০৯. শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিলের সকল কার্যক্রম (Payment সহ) সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে। প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে হটলাইন নাম্বার-০২-২২২২৩০৩০৩ তে যোগাযোগ করা যেতে পারে। বাপাউবো'র মহাপরিচালক মহোদয়ের অনুমোদনক্রমে এ নিয়োগ বিজ্ঞপ্তি জারী করা হলো।

পানি- ৪৫৮ / ২০২২ ২০২৩

(আরিফউজ্জামান খান) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) (চঃ দাঃ) মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর বাপাউবো, ঢাকা।

জিডি-৯১/২৩ (১৬×৩)

Tuesday, January 31, 2023

টিকেট কালেকটর পদে HSC পাসেই রেলের (Rail) নিয়োগ বিজ্ঞপ্তি - জয়েন করুন এভাবে


⮞টিকেট কালেক্টর পদে দরখাস্ত জমা দিন⮜

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি - A Job circular from Bangladesh Railway for the position of TICKET COLLECTOR

বাংলাদেশ রেলওয়ের নিম্নেবর্ণিত রাজস্বখাতভূক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্তসাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে:টিকেট কালেক্টর

১৩৩ টি

গ্রেড-২

(গ্রেড-১৫)

টাকা ৯,৭০০-

২৩,৪৯০/-

১৮ থেকে ৩০ বছর

কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ অনূন্য উচ্চতা ৫'-৫" হতে হবে।

সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।


আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নেবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবেঃ

(ক)

প্রার্থীর বয়স ১৩-০২-২০২৩ খ্রি. অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। (উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন)।

(খ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে, সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

3 নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে।

(ঘ) মৌখিক পরীক্ষার সময় সকল সনদ পত্রের মূল কপিসহ একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোন বীর মুক্তিযোদ্ধার পুত্র- কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপিসহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদ পত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণ পত্রের মূল কপি জমা দিতে হবে।

প্রার্থী কোন রেলওয়ে কর্মচারীর পোষ্য (পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে অন্যূন ২০ (বিশ) বৎসর চাকরি সম্পন্ন হয়েছে এরুপ কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে) হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষরসহ প্রত্যয়ণ পত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে।

কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

হবে না।

⮞টিকেট কালেক্টর পদে দরখাস্ত জমা দিন⮜

(ক)

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী by teletalk.com.bd য়বসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা ি

i. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ সকাল ১০.০০ টা।

ii. Online - নগর জমাদানের শেষ তারিখ ও সময় ২০ মার্চ, ২০২০ বিকাল টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID Online 4 আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী

এসএমএস এ পরীক্ষার ফি

(গ) Online আকো (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৩০০) Pixel ] অক্ষর (দৈর্ঘ্য ৩০০ ৮ Pixel করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ GOKES

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই দেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত স্থান সেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল অর্থের নাটকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(5) Online রণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি

SMSপ্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান।

Online-এ (Application Form) যথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং অক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন User ID স্বাক্ষরযুক্ত একটি Applicantকপি পাবেন। উক্ত Applicant কপি প্রার্থী download পূর্ব নত করে সংরক্ষণ করতেন। Applicant কপিতে একটি User ID এবং উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিস্ফোর পদ্ধতিতে যে কোন teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) SMS করে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও seletalk এর সার্ভিস চার্জ ২৩/-(তেইশ) টাকাসহ মোট ১২৫/- (দুইশত তেইশ) টাকা (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

নিম্নেবর্ণিত পদ্ধতিতে এসএমএস (SMS) করতে হচ্ছে প্রথম SMS: BR<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BR ABCDEF& Send to 16222. (ABCDEF Liser ID নম্বর বসাতে হলে Reply: Applicant's Name, TK 223 Will be charged as application fee. Your PIN is 123456

দ্বিতীয় SMS: To pay fee, BR<Space>Yes<Space> PIN Send করতে হবে 16222 নম্বExample: BR Yes 123456 & Send to 16222. 123456 এর স্থলে PIN নম্বর বসাতে হবে)

Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for Application for Post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://br.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উরু টি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকতাবে অনুসরণ নীয়

SMS-এ প্রেরিত User ID set Password ব্যবহার করে পরবর্তীতে রোগ ছবি পরীক্ষার তারিখ, সময় ও কেরো ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশ download পূর্বক Print হলে রনি না এই বেশপত্রটি নির্মিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবংীক্ষার সমতা অবশ্যই প্রদর্শণ করবেন।

(জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রানি SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Password, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন। i.UserID WHI BR-Space-Help-Space User Space User ID & Send to16222

Example: R. Help User ABCDEF & Send to 16222 ABCDEF Liser ID নম্বর বসাতে হলে)। SL. PIN Number [ BR- Space Help Space>PIN<Space> PIN No & Send to 16222

Example: BR Help PIN 12345678 & Send to 16222 (12345678 এর PIN নম্বর বলতে হবে)।


(ঝ) Online আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। Mail এর Subject এ Organization Name: BR, Post Name: xxxxxxxxx, Applicant's User Id Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

⮞টিকেট কালেক্টর পদে দরখাস্ত জমা দিন⮜

(49) Online আবেদন এবং টাকা জমার কাজটি নিজেই করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনটি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

বিঃ দ্রঃ- বাংলাদেশ রেলওয়ের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। তাই দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুদ্ধ হয়ে কোন প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। অর্থ লেনদেন বা অন্য কোন অনৈতিক উপায়ে বাংলাদেশ রেলওয়েতে চাকরি পাবার কোন সুযোগ নেই। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Monday, January 30, 2023

সরকারি হিসাব রক্ষক পদে ৩৮৬৮০ টাকা বেতনে নিয়োগের বিজ্ঞপ্তি

পদের নামঃ হিসাবরক্ষক - প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট


 

শর্তাবলি:

১। সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ২। প্রার্থীর বয়স ১৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানের এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়স ৩০ বছর হতে হবে।

৩। জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখার ২২/০৯/২০২২ তারিখের ০৫.00.0000.170.11.017.২০-১৪৯ নং স্মারক মোতাবেক ২৫/০৩/২০২০ তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল সে সকল প্রার্থীও আবেদন করতে পারবেন।

৪। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৫। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোনো সংশোধন, সংযোজন ( যদি থাকে) নিজস্ব ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) পাওয়া যাবে। ৬। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:

ক. আবেদন দাখিলে ইচ্ছুক প্রার্থীকে http://pmeat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪ জানুয়ারি ২০২৩ খ্রি:, সকাল ১০:০০ টা। ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:, বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃপূরণের ক্ষেত্রে পুনঃপূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আবশ্যক হিসেবে সংরক্ষণ করবেন।

SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। প্রার্থী উক্ত Applicant's copy প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে।

চ. উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে হিসাবরক্ষণ কর্মকর্তা পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৫৬/- (ছাপান্ন) টাকাসহ মোট ৫৫৬/- (পাঁচশত ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহিত হবে না”।

প্রথম SMS: PMEAT<space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

দ্বিতীয় SMS: PMEAT<space> Yes <space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

২২ প্রকার পদ - এস এস সি/ এইস এস সি/ ডিগ্রি - ৯০০০ থেকে ৬৩০০০ সেলারি (গভ)



রাজশাহী সিটি কর্পোরেশন নিচের পদের জন্য এপ্লাই করার নির্দেশ দিয়েছেন।

 

শর্তাবলী : ক) (১) প্রার্থীর নাম (পরিষ্কার বড় অক্ষরে) (২) পিতার নাম (৩) মাতার নাম (৪) জন্ম তারিখ (৫) বর্তমান ও স্থায়ী ঠিকানা (৬) শিক্ষাগত যোগ্যতা (৭) জাতীয়তা (৮) ধর্ম (৯) অভিজ্ঞতা (১০) ২৫.০৩.২০২০ খ্রি. তারিখে বয়স ইত্যাদি উল্লেখসহ সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন বরাবর প্রেরণ করতে হবে।

খ) দরখাস্তের সাথে অবশ্যই (১) শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার মূল সার্টিফিকেটের সত্যায়িত কপি (২) জাতীয়তা সার্টিফিকেট (৩) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের নিকট হতে চরিত্রগত সার্টিফিকেট (৪) অভিজ্ঞতার সার্টিফিকেট (৫) সদ্যতোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি (৬) জাতীয় পরিচয়পত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি (৭) মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন এর অনুকূলে ক্রমিক নং- ১ হতে ৮ পর্যন্ত পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা, ৯ হতে ১১ পর্যন্ত পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা, ১২ ও ১৩ পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা, ১৪ হতে ১৮ পর্যন্ত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ১৯ হতে ২২ পর্যন্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে অর্ডার

(অফেরতযোগ্য) থাকতে হবে। (ব্যাংক ড্রাফট/পে অর্ডারবিহীন আবেদন এবং পোষ্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)। গ) আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে দরখাস্ত সরাসরি/ডাকযোগে রাজশাহী সিটি কর্পোরেশন কার্যালয়ে পৌঁছাতে হবে। সচিব এর দপ্তরে রক্ষিত বাক্সে আবেদন জমা দিতে হবে।

ঘ) গত ২২.০৮.২০১৯ খ্রি. তারিখের ৪৬.১২,0000,000, 11,228,1৯.১৬২৩(৬০) নং স্মারকে ৪২ ক্যাটাগরির ১৭৯টি শূন্য পদ পূরণে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারী করা হয়েছিল উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ক্রমিক নং-১ স্বাস্থ্য কর্মকর্তা পদে পর্যাপ্ত বৈধ আবেদন পাওয়া যায়নি। তাছাড়া গত ১৯,১২,২০২১ খ্রি. তারিখের ৪৬,১২,০০০০.০০৩.০৩.৩৩৮১.২০.১৬৫০(১৫) নং স্মারকে ৪৮ ক্যাটাগরির ৮৮টি শূন্য পদ পূরণে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারী করা হয় কিন্তু উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ক্রমিক নং-২, ৩, ৪, ৫, ৬, ১৮ ও ১৯ পদে যথাক্রমে কনসালটেন্ট (গাইনী), কনসালটেন্ট (শিশু), মেডিক্যাল অফিসার (চক্ষু রোগ), মেডিক্যাল অফিসার (প্যাথলজি ও ব্লাড ব্যাংক), মেডিক্যাল অফিসার (রেডিওলজি ও ইমারজেন্সি), মেশিন অপারেটর (লেদ ওয়েন্ডিং) এবং অটোক্লেভ অপারেটর (সিটি হাসপাতাল) পর্যাপ্ত বৈধ আবেদন না পাওয়ায় পুনরায় আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

৫) পদের সংখ্যা কমবেশী হতে পারে।

চ) অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদন পত্রের খামের উপর স্পষ্ট করে পদের নাম লিখতে হবে।

জ) লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ঝ) অসমাপ্ত ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

ঞ) এ নিয়োগের সকল কার্যক্রমে প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হবে।

ট) যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

পদের নাম

১। কর্মকর্ত (পুরুষ/মহিলা)  - Apply Now

২. কনসালটেন্ট (গাইনী) - Apply Now

৩. কনসালটেন্ট (শিশু) - Apply Now

8. মেডিক্যাল অফিসার (চক্ষু রোগ) - Apply Now

৫. মেডিক্যাল অফিসার (প্যাথলজি ও রাড ব্যাংক ) - Apply Now

৬. মেডিক্যাল অফিসার (রেডিওলজি ও ইমারজেন্সি) 

৭. সহকারী প্রকৌশ (সিভিল) - Apply Now

৮. সরকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ক. এন্টিমেটর - Apply Now

১০. উপ-সহকারী প্র (সিভিল) - Apply Now

১১. উপ-সহকারী প্রকৌশ (যান্ত্রিক) - Apply Now

১২. উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (কর/বাণিজ্য) - Apply Now

১০. উপ-প্রধান এ্যাসেসর - Apply Now

১৪. ব্যক্তিগত সহকারী/সাঁটলিপিকার - Apply Now

১৫. এ্যাসেসর - Apply Now

১৬. সার্ভেয়ার - Apply Now

 ১৭. মেশিন অপারেটর (শিশু - Apply Now

১৮. মেশিন অপারেটর (লেদ ওয়েল্ডিং) -Apply Now

১৯. অটোক্লেভ অপারেটর - Apply Now

২০. (সিটি হাসপাতাল) টি লাইট মিডি - Apply Now

২১. ফটোষ্ট্যাট মেশিন অপারেটর - Apply Now

২২ টি লাইট হেলপার - Apply Now


Sunday, January 29, 2023

Govment জবঃ ২২০০০ এ শুরু এবং বেড়ে হবে ৫৩০০০ টাকা (পানি উন্নয়ন বোর্ড)



পদের নাম ও বেতন গ্রেড

(জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)

গবেষণা কর্মকর্তা (পরিবেশ ও বন বেতন গ্রেড: ৯ স্কেল: টাকা ২২০০০-৫৩০৬০

গবেষণা কর্মকর্তা (কৃষি) স্কেল : টাকা ২২০০০-৫৩০৬০

বেতন গ্রেড : ৯

গবেষণা কর্মকর্তা (মৎস্য) স্কেল : টাকা ২২০০0-53050

বেতন গ্রেড : ৯

গবেষণা কর্মকর্তা (মৃত্তিকা)

বেতন গ্রেড : ৯

স্কেল : টাকা ২২০০০-৫৩০৬০


৩। আবেদন দাখিলের শেষ তারিখ ২৬/০২/২০২৩ খ্রিঃ, রবিবার ( বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)।

৪। উল্লিখিত পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন/সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

৫। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র Online-এ আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে। Online-এর মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য নীট ৬০০/- (ছয়শত) টাকা Payment করতে হবে। প্রার্থীকে বাপাউবো'র Online Recruitment Portal (orms.bwdb.gov.bd/orms) এ login করে Registration করতঃ আবেদন দাখিল করতে হবে এবং Payment সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত Portal-এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোন আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।

৬। Online-এ আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা যে কোন পর্যায়ে কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে: এমনকি চাকুরী হতে বরখাস্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উল্লেখ্য, সে ক্ষেত্রে ভবিষ্যতে বাপাউবো'র কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধারণ নির্দেশাবলী:

১। Online-এ আবেদনপত্র পূরণ/দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমাঃ ২৬/০২/২০২৩ খ্রিঃ (রবিবার) বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেয়া যাবে। ২৬/০২/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য। Appeared / চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনক্রমেই আবেদন করার যোগ্য নন ।

Saturday, January 28, 2023

বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এপ্লিকেশন প্রসেস



বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এপ্লিকেশন প্রসেস

বাংলাদেশ রেলওয়ের নিম্নেবর্ণিত রাজস্বখাতভূক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্তসাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে:

ক্র:নং

পদের নাম ও বেতন স্কেল (জা:বে:স্কেল,

২০১৫ অনুযায়ী)

যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

বয়স সীমা

শিক্ষাগত যোগ্যতা

8

১৩৮৫ টি

১৮ থেকে ৩০ বছর

কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এস.এস.সি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী বা আবেদন করতে পারবেন; তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

ওয়েম্যান (গ্রেড-১৯) টাকা ৮,৫০০- ২০,৫৭০/-

পদের সংখ্যা


আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নেবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবেঃ

(ক)

প্রার্থীর বয়স ২৫-০১-২০২৩ খ্রি. অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। (উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন)।

(খ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে, সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

(গ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। 3

(ঘ)

মৌখিক পরীক্ষার সময় সকল সনদ পত্রের মূল কপিসহ একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোন বীর মুক্তিযোদ্ধার পুত্র- কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপিসহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদ পত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণ পত্রের মূল কপি জমা দিতে হবে।

প্রার্থী কোন রেলওয়ে কর্মচারীর পোষ্য (পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে অন্যূন ২০ (বিশ) বৎসর চাকরি সম্পন্ন হয়েছে এরুপ কর্মরত

বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে) হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষরসহ প্রত্যয়ণ পত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

(8)


9 আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ

3 (ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৫ জানুয়ারি, ২০২৩ সকাল ১০.০০ টা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০২ মার্চ, ২০২৩ বিকাল ০৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।

Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত

স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

(খ)

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(ঙ) SMSপ্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:

Online-এ আবেদনপত্রে (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবিএবং স্বাক্ষর upload করে আবেদনপত্রSubmit করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicantকপি পাবেন। উক্ত Applicant কপি প্রার্থী download পূর্বকপ্রিন্ট (সম্ভব হলে রঙ্গিন) করে সংরক্ষণ করবেন। Applicant কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre-paid mobileনম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও teletalk এর সার্ভিস চার্জ ১২/- (বার) টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

নিম্নেবর্ণিত পদ্ধতিতে এসএমএস (SMS) করতে হবে:

প্রথম SMS: BR<Space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example:BR ABCDEF & Send to 16222. (ABCDEF এর স্থলে User ID নম্বর বসাতে হবে) Reply: Applicant's Name, TK 112 Will be charged as application fee. Your PIN is 123456.

দ্বিতীয় SMS : To pay fee, BR<Space> Yes <Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example:BR Yes123456 & Send to 16222 (123456 এর স্থলে PIN নম্বর বসাতে হবে

Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for Application for Postxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxx).



(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায়। অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শণ করবেন।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নেবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Password, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

i.User ID জানা থাকলে BR<Space>Help<Space> User <Space> User ID & Send to 16222 Example: BR Help User ABCDEF & Send to 16222 (ABCDEF এর স্থলে User ID নম্বর বসাতে হবে)। i i. PIN Number জানা থাকলে BR<Space> Help<Space>PIN <Space> PIN No & Send to 16222 Example: BR Help PIN 12345678 & Send to 16222 (12345678 এর স্থলে PIN নম্বর বসাতে হবে)।

(ঝ) Online আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। Mail এর Subject এ Organization Name : BR, Post Name: xxxxxxxxx, Applicant's User Id Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

(জ্ঞ) Online আবেদন এবং টাকা জমার কাজটি নিজেই করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনটি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।