Posts

Showing posts matching the search for UAE JOBS

এই ঈদে ৭৯২ টি দেশি ও UAE USA UK DUBAI এর পাঞ্জাবীর দোকানে (Panjabi Shop) ডেইলি ৯১০ বেতনে কাজ করতে পারেন

 পাঞ্জাবী এমন এক পোশাক যেটা ছেলেরা এখন সারা বছরই পরিধান করে থাকে। আর বয়স্ক বা বৃদ্ধ যারা আছেন তারাতো পাঞ্জাবী ছাড়া অন্য কোন পোশাক পরিধান করা বাদই দিয়ে দেন এক সময়। তার মানে হচ্ছে, পাঞ্জাবীর চাহিদা যে শুধু ঈদেই তুংগে থাকে তা কিন্তু নয়। ঈদ ছাড়াও এখন সারা বছর জুড়েই পাঞ্জাবী কেনা কাটার হিড়িক লেগেই থাকে। বর্তমানে পাঞ্জাবীর ট্রেন্ড এতটাই ব্যাপক এবং এর মার্কেট এতটাই বড় যে, আমাদের মাথা ঘুরিয়ে দেবার জন্য এনাফ। এখন খোদ ঢাকাতেই প্রায় ৭০০০ এর মত পাঞ্জাবীর দোকান আছে। এই ৭০০০ হল সেইসব দোকানের কথা বলছি, যেগুলোতে শুধু পাঞ্জাবীই বিক্রি করে থাকে। এছাড়া, এখনকার সময় পাঞ্জাবীর চাহিদা এতটাই বেশি যে, সব ধরনের দোকানেই পাঞ্জাবী বিক্রি করে থাকে। সেদিন এক ইলেক্ট্রনিক্সের দোকানেও দেখলাম পাঞ্জাবী বিক্রি করতে। জিজ্ঞেস করলাম, আপনারা কি পাঞ্জাবী ফ্রি দিচ্ছেন প্রোডাক্টের সাথে নাকি বিক্রি করছেন। উত্তরে জানালো, ভাই ইলেকট্রনিক্সের চেয়ে ইদানিং পাঞ্জাবী বিক্রি হচ্ছে বেশি। তিনি আরও বললেন, পুরো দোকানটাই পাঞ্জাবীর দোকানে রুপান্তরিত করে ফেলার চিন্তাভাবনা করছেন কারন এতে ব্যাপক প্রফিট গেইন করেছেন তিনি। যাইহোক, এবার আসা যাক চাকরির

কেয়ারগিভার (Caregiver) পদে ২৫০০০ থেকে ৫৫০০০ এ SSC পাসেই কাজ শুরু করতে পারেন - Caregiver Jobs in UK USA UAE and BD

কেয়ারগিভার কি সেটা অনেকেই জানেন। তবে একটা বিশাল সংখ্যক জন্যগোষ্টি জানেন না যে, কেয়ারগিভার জিনিসটা কি এবং এই কেয়ারগিভার কাজটাই কি। শুধু তাই নয়, এই কেয়ারগিভার পদের জন্য যে আবার চাকরি থাকতে পারে সেটাও অনেকের সম্পুর্নরুপে অজানা। কেয়ারগিভার সম্পুর্ন ইংরেজি একটি শব্দ। CAREGIVER এর বাংলা হচ্ছে যে ব্যাক্তি যত্ন দিয়ে থাকেন বা যত্নদাতা। Care মানে যত্ন বা সেবশশ্রুশা এবং Giver মানা দাতা বা যিনি দিবেন। কি দিবেন? - সেবা দিবেন। নরমালি বাড়ীতে বৃদ্ধ পিতামাতা বা বয়স্ক কোন ব্যাক্তি থাকলে তার দেখাশুনার জন্য লোক নিয়োগ করা হয়ে থাকে। একেই কেয়ার গিভার নামে অবহিত করা হয়ে থাকে। USA তে এই কেয়ারগিভারদের যে ডিমান্ড তা আপনার কল্পনাকেউ হার মানাবে। হাজার হজার ডলার খরচ করেও কেয়ার গিভার পাওয়া  যায়না আমেরিকাতে। একই অবস্থা UK CANADA  সহ বড় বড় কান্ট্রি যেমন UNITED ARA EMIRATE , DUBAI - এসব দেশেই Caregiver  নেয়া হয় হাই সেলারিতে বাংলাদেশেও বেশ কিছু প্রতিষ্ঠান ইদানিং কেয়ারগিভার সাপ্লাই দিয়ে থাকে। এবং অবাক করা ব্যাপার হচ্ছে আমাদের দেশেও কেয়ারগিভারদের সেলারি একদম চোখ ধাধানো। ২৫০০০ থেকে ১ দেড় লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ আছে কেয়

ঘরে বসে আরবের (UAE) অফিসে অনলাইনে কাজ করতে চাইলে এটা বেস্ট - UAE JOBS

আপনার সবাই জানেন ইউনাইটেড আরব আমিরাত খুবই রিচ একটা কান্ট্রি। এই দেশটিতে সুযোগ সুবিধা এত বেশি যে আমাদের কল্পনার বাইরে। এই দেশের কাজের জন্য যে সেলারি প্রদান করা হয়ে থাকে সেটার পরিমান অনেক বেশি। অন্যান্য দেশের পেমেন্ট ষ্ট্রাকচারে  UAE  এর পেমেন্টের ধারেকাছেও নেই। অনেকেই ভেবে থাকেন যে, UNITED ARAB EMIRATES  এ শুধু গিয়েই কাজ করা সম্ভব। কিন্তু এই ধারনাটি সম্পুর্ন ভুল। একটা ব্যপার অবশ্যই মাথায় রাখবেন যে, বর্তমান যুগ হচ্ছে গ্লোবাল ভিলেজ কন্সেপ্টের যুগ। ইন্টারনেটের বদৌলতে এবং ফেসবুক ইউটিউবের সাহায্যের কারনে এখন এমন কোন কাজ নেই যেটা ঘরে বসেই করা সম্ভব। আর ঘরে বসে অনলাইনে কাজের ক্ষেত্র সবচেয়ে বেশি UAE তে। ক্ষেত্র বেশি অনেকেই মনে করেন আমেরিকা ইউকে তে। কিন্তু বাস্তবিকতা সম্পুর্ন ভিন্ন। ঘরে বসেই UAE এর অসংখ্য অফিসে মোবাইল বা ল্যপ্টপের সাযায্যে হাই সেলারিতে কাজ করতে পারেন এখন। এখানে ক্লিক করে সহজেই এপ্লিকেশন জমা দিয়ে UAE  তে ঘরে বসে Job করা শুরু করতে পারবেন।