Posts

Showing posts with the label weather bangladesh

কোথায় বৃষ্টি শুরু হয়েছে?

 চট্টগ্রাম রাংগামাটি  খাগরাছড়িতে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছ আলহামদুলিল্লাহ এই আনন্দে  নিয়ে নিন  একটি চাকরি আজকেই জয়েনিং  পাবেন উপরে এবং  নিচে দেখুন  এপ্লাই  লিংক আছে

সোর্স - Source

এই খবরে সোর্স থেকে জানা যায়, গত কয়েক দিনের তাপের গতিবিধি পর্যবেক্ষন করে এই ডাউনগ্রেডেড মান পাওয়া গিয়েছে। তবে যেহেতু এটি স্যাটেলাইট নির্ভর পর্যবেক্ষনের অংশবিশেষ তাই এই গতিবিধি কিছু পরিবর্তিত হতে পারে। তবে আশাকরা যায়, আজ বিকেল থেকে তাপ কমা শুরু করবে এবং ২ দিনের মধ্যে বৃষ্টি হবে।

আজ বৃষ্টি নিশ্চিত - কারনটা ভয়ংকর

গত ১০ দিনের বড় সংবাত্রগুলো যদি আপনি ঘাটেন তাহলে দেখবেন ঢাকায় দিনে ৩/৪ বার করে ঝড়বৃষ্টি অব্যাহত ছিল কিন্তু জনগণ ভিজে নাই একটুও. আজকেও আপনি বড় বড় প্রথম সারির পত্রিকাগুলো খুলে দেখেন, ঝড় বৃষ্টি জ্বলোচ্ছাস যা চান তাই পাবেন আজ দুপুরের মধ্যেই। দুপুরের পরে খবর আবার পাবেন তারাই বলতেছে, রাতে বৃষ্টি মাস্ট। ৫০০ টাকা কেজি মাংস কিনতে চান? টিভি চ্যনেলগুলো দেখেন, খবর পাবেন, বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস। তাহলে আজও বৃষ্টি হবেই। নিশ্চিত। কারন কি ? এতটা কনফিডেন্ট কোথা থেকে আসে? গত ১০ দিন সকালে দুপুরে বিকেলে রাতে সবসময় যেহেতু বৃষ্টি হবে এই খবর ছিলই তাহলে আজকেও হবেই বৃষ্টি এটা নিশ্চিত করে বলাই যায়। নাকি বলেন?

কেমন শিলা পড়বে চট্টগ্রামে?

 আবহাওয়া অফিস থেকে কিছুক্ষন আগে, চট্টগ্রামে শিলাবৃষ্টি হবার কথা জানিয়েছে। একই সাথে সিলেটেও শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। চট্টগ্রামের পাশাপাশি বিক্ষিপ্তভাবে অন্য জেলাতেও শিলাবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়ে আবহাওয়া অফিস।

ঢাকায় বৃষ্টির সময়টা জেনে নিন

 আজ সন্ধ্যের আগ থেকে শুরু করে এশার সময়ের মধ্যে ঢাকায় বৃষ্টি হবে ইনশাআল্লাহ

কোথায় বৃষ্টি শুরু হয়েছে?

বৃষ্টি এইমাত্র শুরু হয়েছ সিলেটে। আশা করা হচ্ছে, এই বৃষ্টি একটু সময় নিয়ে ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়বে। আলহামদুলিল্লাহ। ======== যাইহোক যাদের খুব বেশি চাকরি দরকার তারা পারেন নিতে নিচের চাকরিগুলো

তাহলে তাপে বাড়ার মুল কারন কি?

মানুষ মনে করতেছে, প্রচুর পরিমানে গাছ কাটার কারনে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাপমাত্রা কমাতে গাছের ভুমিকা খুবই নগন্য। তাপমাত্রা কমানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে জ্বলাধার। গত কয়েক বছরে আমাদের দেশের নদী নালা জালাধারগুলো ভরাট করে বাড়িঘর বানানো হয়েছে। তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধির মুল কারন এটাই। যতই গাছ লাগানো হোকনা কেন, তাপমাত্রা কমবে না একটুও, যদি জলাধার বাড়ানো না যায়। অনেক নদী এখন মরেই গিয়েছে।  সো, গাছ লাগাচ্ছি আর মনে করতেছি যে তাপ কমবে, সেটা একদম অমুলক। গাছ দিয়ে ভরে ফেল্লেও তাপ কমার চান্স নেই যদি আশেপাশে প্রচুর উন্মুক্ত জলাধার না থাকে। কিছুদিন আগেও ঢাকায় প্রচুর জলাধার ছিল।  সেটা এখন কল্পনার জগতে চলে গিয়েছে। বাকি অন্য এরিয়ার কথাতো বলাই বাহুল্য। ধ্বংসের শেষপ্রান্তে ঢাকার সবগুলো জলাধার। নদী যেগুলো আছে, সেগুলো প্রতিনিয়ত শুকিয়ে যাচ্ছে অথবা শুকিয়ে ফেলা হচ্ছে নিজের প্রয়োজনে। নতুন জলাধার না করে, এবং আগের জলাধারগুলো ফিরিয়ে না এনে শুধুমাত্র গাছ লাগিয়ে কোন লাভ নেই বিন্দুমাত্রও। কিছুদিন আগে, আন্তর্জাতিক ক্ষ্যতিসম্পন্য একজন পরিবেশবিদের সাথে আমার দেখা হয়েছিলো ব্রোকলিনে। উনাকে জিজ্ঞে...

কত ঘন্টা?

 আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষার পালা শেষ হলেই স্মরন কালের ভয়াবহ বৃষ্টির আশংকা দেখা দিয়েছে। এই বৃষ্টি আক্রমন করবে দেশের প্রতিটি কোনায় কোনায়। প্রতিটি জেলা শহরকে এই ঝড় বৃষ্টি লন্ডভন্ড করে চুবিয়ে ডুবিয়ে দিয়ে যাবে। এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

কখন দেখা দিয়েছে?

কিছুক্ষন আগেই স্যাটেলাইট রেডারে দেখা গিয়েছে, ঢাকার আকাশ বৃষ্টিপাতের উপযোগী মেঘ ঘনীভুত হচ্ছে। এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

কোথায়?

অবশেষে সিলেটে বৃষ্টি শুরু হয়েছে। যেভাবে গরম পড়েছে তাতে ভেবেছিলাম কোথাও আর বৃষ্টির উপায় নেই। কিন্তু যাক, এট লিষ্ট সিলেটে বৃষ্টি হচ্ছে। ভিডিও তে দেখুন বাসায় থেকে সরকারি জরিপের কাজ করতে চান? নিচের রেজিষ্ট্রেশন করুন বা Register Now for Survey বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করে কাজ শুরু করেন রেজিষ্ট্রেশন করুন Register Now for Survey এছারা, সরকারি মেডিকেল সার্ভেও আছে। সেখানেও কাজ করতে পারেন তবে ৩০০ টাকা ডেইলি পাবেন। মেডিকেলের সার্ভের রেজিষ্ট্রেশন করুন Register For Medical Supply

প্রমান দেখুন

Image
মে মাসের ১ থেকে বৃষ্টি শুরু হবে এবং আল্লাহর অশেষ রহমতে মে, জুন, জুলাই, আগষ্ট এই ৪ মাসের প্রতিটা দিন বৃষ্টি হবে =১ দিনও বাদ যাবেনা= আপনি যদি MSN এর ওয়েদার ফোরকাস্টের ছবিগুলো দেখেন তাহলে স্পস্ট দেখতে পাবেন যে, এপ্রিল মাসে কোন প্রকার বৃষ্টির আর কোন সম্ভাবনা নেই। তবে আল্লাহর অশেষ রহমতে, মে, জুন, জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর পর্যন্ত এই ৪ মাস টানা বৃষ্টি হবে প্রতিদিন। ৪ টি মাসের ১ টা দিনও বৃষ্টি ছাড়া থাকবে না। প্রতিটা দিন কিছুন কিছু বৃষ্টি হবেই। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ কৃপা বোঝা বড় ভার। ছবিগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন।  কথা বলার জন্য 📲ফোন নাম্বার নিন  কথা বলার জন্য 📲ফোন নাম্বার নিন  কথা বলার জন্য 📲ফোন নাম্বার নিন

ছুবল মারবে কোথায়?

সাপের ফনার মত তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে দুবাইয়ের ভয়ংকর বৃষ্টি। বিজ্ঞানীরা আশংকা করছেন যে, দুবাইকে যে ঝড় আক্রমন করেছিল, সেই ঝড় কিছুটা জিরিয়ে নিয়ে আবার তার তান্ডব শুরু করবে অন্য অঞ্চলে। প্রথমত বিজ্ঞানীদের ধারনা, এটি প্রথমে এশিয়া মহাদেশের দেশগুলোকে বৃষ্টির পানিতে ডুবাবে। অতপর এটি ইউরোপ সহ অন্যান্য মহাদেশে ছুবল মারবে। তবে আপাতত, এই ঝড় চুপচাপ থাকলেও, ভেতরে ভেতরে তেজে ফুসেই চলেছে বলে ধারনা করা হচ্ছে। এবং এই ফুস ফুসানি হঠাত করেই তীব্র আক্রমনাত্নক হয়ে উঠতে দেরি নেই বলে আশংকা সকলের। এখন শুধু দেখার পালা, এই সাপ কোথায় এবং কিভাবে ছুবল টা মারে

আজ কখন বৃষ্টি শুরু?

Image
 আজকের বৃষ্টি কিছুটা ভিন্নরুপ আচরন করবে। গতকাল যেমন বলা গিয়েছিল দুপুরের দিকে বৃষ্টি শুরু হতে পারে তবে আজকের টা সেভাব বলা যাচ্ছে না। প্রকৃতির ভিন্নতার কারনেই আবহাওয়ার গতিবিধি বেশ অকল্পনীয় হয়ে পড়েছে। তবে আজ বৃষ্টি হবে এবং সেটা বিকালের দিকে শুরু হতেও পারে। কিন্তু একটি মজার ব্যাপার হচ্ছে, আজকে যখনই বৃষ্টি শুরু হোক না কেন, সেই বৃষ্টি লম্বা সময় ধরে চলতে থাকবে না সো, বিকাল পর্যন্ত দেখুন কি হয়

কোথায় কোথায় হবে?

 আগামিকাল সারা দেশের অধিকাংশ স্থানে ঝড় বৃষ্টি সহ দমকা হাওয়া চলমান থাকবে। তাই যারা বাইরে বের হবেন তারা ছাতা নিয়ে যাবেন। আর, এবার যেহেতু ঝড়ের সাথে শিলার প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে তাই সাবধানে থাকবেন এবং বাচ্চাদের ঘরের বাইরে যেতে দেবেন না।

আজকেও বৃষ্টি হবে তবে কি?

 আজকেও বৃষ্টি হবে তবে কখন হবে সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আজ আবহাওয়ার গতিবিধি বেশ সুবিধাজনক নয়। তবে বৃষ্টিটা মাগরিবের পর থেকে রাত ১ টার মধ্যে যে কোন সময় হবার পসিবিলিটি আছে। দুপুরের দিকেও হতে পারে But not so certain. আর বৃষ্টির মাত্রা বেশ ভালও থাকতে পারে এবং হালকা পাতলাও থাকতে পারে। তবে বৃষ্টির পর প্রকৃতিতে অনেকক্ষন ধরে কুল কুল হাওয়া চলতে থাকবে এবং ইনশাআল্লাহ রাতের ঘুম ঠান্ডার মধ্যেই হবে।  এই গরমে ভার্চুয়ার স্কুলে ঘরে বসে শিক্ষকতা করতে চাইলে এখানে ক্লিক করুন

তুমুল বৃষ্টি কখন?

 কাল থেকেই ধীরে ধীরে ঝড় বৃষ্টির প্রকোপ শুরু হতে যাচ্ছে। যদিও কালই যে, সারাদেশের সব যায়গায় এই ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। দেশের কিছু কিছু অংশে ঝড়বৃষ্টি দিয়ে স্টার্টিং টা হবে। এবং সেই কিছু কিছু অংশের ধীরে ধীরে ছড়িয়ে পড়বে সারাদেশে। সারাদেশে এই ঝড়বৃষ্টি ছড়িয়ে পড়ার কাজ চলতে থাকবে আগামি বেশ কয়েকদিন ধরেই। মাত্র ১২০০০ টাকায় AC কিনতে চান? ৮৯০ টাকা কিস্তিতে ১ টনের AC কেনার আগ্রহ আছে?