Showing posts with label data entry evening jobs. Show all posts
Showing posts with label data entry evening jobs. Show all posts

Friday, January 19, 2024

Apply → শুধু বিকাল ৫ টা থেকে রাত ৮ টা বেতন ঘন্টা হিসেবে


মুলত অধিকাংশ অফিস বন্ধ হয়ে যায় ৪ টার মধ্যেই। কিন্তু ৫ টা থেকে ৮ টা পর্যন্ত অধিকাংশ অফিস খোলাই থাকে। অথচ সেই সময় সবাই অফিস থেকে চলে যায়। রেগুলার কর্মি যারা তারা দ্রুত বের হয়ে যায় অফিস থেকে ৪ টা বাজতেই। ফলে অফিসে দেখা দেয় তীব্র কর্মি সংকট।

এই সংকট উত্তরনের জন্য অফিসগুলো, বিকাল ৫ টা থেকে রাত ৮ পর্যন্ত পার্ট টাইম বেসিসে লোক নিয়োগ দিয়ে থাকে।


যারা এইসব কাজ করতে আগ্রহী তারা দ্রুত জয়েন করে ফেলবেন।

এইসব কাজের মুল ক্ষেত্রটা হচ্ছে বেসরকারি ব্যাংক গুলো।

আরেকটি ক্ষেত্র হচ্ছে মোবাইল কোম্পানিগুলো।

ব্যাংকের ক্ষেত্রে এইসব কাজের জন্য কিছুটা অভিজ্ঞতার দরকার পড়ে। কারন অফিসিয়াল কিছু কমার্স ব্যাকগ্রাউন্ডের লোকদেরই এসব কাজের জন্য রাখা হয়ে থাকে।

বিকালের কাজের আরেকটি বিশাল ক্ষেত্র হচ্ছে বিভিন্ন মাল্টিন্যশনাল কোম্পানির অফিস। এসব অফিসে অধিকাংশ কর্মচারি খুবই হাই প্রোফাইলের হয়ে থাকে। ফলে সময় শেষ হয়ে গেলেই এসব হাই প্রোফাইল চাকুরীজীবীদের অফিসে আটকে রাখা যায়না। আর তাছাড়া এদেরকে বিশাল অংকের টাকা দিতে হয়ে বাড়তি কাজ করতে দিলে।

ইভিনিং এ এপ্লিকেশন জমা দেন - Submit Evening Jobs

তাই অন্য অফিসের নিম্ন আয়ের অভিজ্ঞ কর্মচারীদের দিয়ে এইসব স্বল্প সময়ের কাজগুলো করিয়ে নেয়া হয়ে থাকে।

আপনার পরিচিত যারা ব্যাংকে অথবা মাল্টিন্যশনার কোম্পানিতে অথবা মোবাইল অপারেটরের অফিসে কাজ করেন তাদের সাথে যোগযোগ করে এইসব কাজ নিতে হবে। সরাসরি এইসব কাজ পাবার কোন উপায় নেই। 

এইসব কাজ যে আছে তা অনেকেই জানতেনই না। তাই আপনাদের নলেজে এই কাজের সম্পর্কে জানানো হল।