বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
উপরোক্ত সার্কুলারটি মুলত একটি সরকারি স্কুলের সার্কুলার। স্কুলটির নাম হচ্ছে, বাংলাদেশ ধান গবেষনা ইন্সস্টিটিউট উচ্চ বিদ্যালয়।
এই গরমে ভার্চুয়ার স্কুলে ঘরে বসে শিক্ষকতা করতে চাইলে এখানে ক্লিক করুন
ভার্চুয়ার স্কুলে আপনি চাইলে ঘরে বসেই ক্লাস করিয়ে টাকা ইনকাম করতে পারেন। দেশী বিদেশি অনেক স্কুল এই সুবিধা দিয়ে থাকে।
যদি কারো ইচ্ছে থাকে তাহলে এই গরমে ভার্চুয়ার স্কুলে ঘরে বসে শিক্ষকতা করতে চাইলে এখানে ক্লিক করুন
এছাড়া, রাজ্যের ভার্চুয়াল স্কুলে শিক্ষকতা করতে চাইলে এখানে ক্লিক করুন
শুধু তাই নয়, ভার্চুয়াল স্কুলে শুধুমাত্র আপনি ঘরে বসে ক্লাস নিয়ে টাকা আয় করতে পারবেন তাই শেষ নয়। ধরেন আপনি ভার্চুয়াল স্কুলে কাজ করা শুরু করেছেন এবং আপনার কাজের সময় হয়ে গিয়েছে প্রায় ১ বছর। সেক্ষেত্রে যে স্কুলে ঘরে বসে কাজ করছেন, সেই স্কুলের ফিজিক্যাল শাখা তে গিয়ে আরো বেশি বেতনে কাজ করতে পারবেন।
দুবাই (Dubai virtual school) ভার্চুয়াল স্কুলে কাজের জন এখানে ক্লিক করেন
এখানেই শেষ নয়, আপনি যদি আমেরিকা ব ইউকের স্কুলে বাংলাদেশে বসেই কাজ করেন তাহলে, ১ বছর পর যদি আপনার পার্ফর্মেন্স ভাল থাকে, সেক্ষেত্রে আমেরিকার সেই স্কুলে শিক্ষকতা করানোর জন্য আপনাকে ফ্রিতে আমেরিকা নিয়েও যেতে পারে।
সো, ভার্চুয়ার স্কুলে একবার কাজে ঢুকা মানে আজিবন নিশ্চিন্ত জীবন।
সিভিল এভিয়েশন স্কুল অসম্ভব সনামধন্য একটি স্কুল। বর্তমানে এই স্কুলের ক্রেজ এত বেশি যে, বলে বোঝানো যাবেনা। প্রতি বছর এই স্কুলে বেশ কিছু অনুষ্ঠান হয় যা মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট। আগে এই স্কুলের ক্রেজ যে ছিলনা তা কিন্তু নয়। কিন্তু বর্তমানে এই ক্রেজ এমন মাত্রায় গিয়ে ছুয়েছে যে, সেই মাত্রার কাছে ঢাকার অন্যান্য স্কুলগুলো এর ধারেকাছেও নেই।
আরেকট ব্যাপার হচ্ছে এই স্কুলের বেতন ভাতা কিন্তু সম্পুর্ন সরকারি স্কেলে প্রদান করা হয়ে থাকে। সে হিসেবে এই স্কুলের শিক্ষকগন সবাই সরকারি কর্মচারি সে বিষয়ে কোন সন্দেহ নেই।
যাইহোক এই স্কুলের শিক্ষকতা করাতে পারার সুযোগ পাওয়া অনেক বিশাল একটা ব্যাপার।
স্কুলে পড়ানোর শখ যাদের বা শিক্ষকতা করার ইচ্ছে আছে যাদের তাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি। স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এটা। কিন্তু এই বিজ্ঞপ্তিটা কিছুটা ব্যাতিক্রম।
কারনগুলো জানাচ্ছি। তার আগে বলে নিই যে, এই স্কুলটি অবস্থিত ঢাকার মিরপুরে। মিরপুরের ১০ নাম্বারে যারা থাকেন তারা হয়তো এই স্কুলটি দেখে থাকবেন। দেখে থাকলে ভাল কারন যেহেতু ঢাকার স্কুল সেহেতু মিরপুরের দিকে যারা থাকেন তাদের জন্য এপ্লিকেশন জমা দেবার বেশ ভাল রিজন থাকতেই পারে। তবে এখন মেট্রোরেলের আশেপাশে যারা থাকেন তাদের জন্যও অনেক সুবিধা হবে যদি শিক্ষকতার ইচ্ছে থেকে থাকে।
স্কুলের নাম গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ। এই স্কুলটি পরিচালিত হয় গ্রীনওয়েজ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে। ফলে অনেক স্ট্রং গভর্নিং বডি সেটাতো বুঝতেই পারছে। ব্যাতিক্রম বলার এটা একটা কারন।
অন্য কারন যেটা সেটা হল, এই স্কুলের শিক্ষকদের বেতন দেয়া হয় সরকারি বিধি অনুযায়ী। সো বেতন ভাতা নিয়ে নো টেনশন।
শিক্ষক নেয়া হবে ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজী, গনিত, আই সি টি, ইসলাম ধর্ম,সামাজিক বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, বিষয়ে ইংরেজি ভার্সনের জন্য।
নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করে থাকলে আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন এই ইমেল এড্রেসে। greenfieldcollege07@gmail.com
সিভি পাঠানোর পর আপনাকে এস এম এমের মাধ্যে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে বলে উল্লেখ করা আছে মুল সার্কুলারেই।
২ টি স্পেশাল অনলাইন স্কুলে আপনি ঘরে বসেই শিক্ষকতা করতে পারবেন এখন থেকে। এই অনলাইন স্কুল ২ টি ভার্চুয়ালি শিক্ষকতা করার উপায় আছে। ভার্চুয়াল স্কুল মানে ভার্চুয়ালি ঘরে বসেই অনলাইনে ইন্টারনেট ব্যাবহারের মধ্যমে কাজ করা। কিছু কিছু স্কুলে এই সুবিধা চালু আছে।
যার কারনে অনেকে আছেন যারা স্কুলে গিয়ে ফিজিক্যালি শিক্ষকতা করতে অপারগ তাদের জন্য তৈরি হয়েছে এক অভুতপুর্ব সুযোগ।
এপ্লিকেশন জমা দিয়ে রাখলে সময় মত আপনার সাথে অনলাইনে যোগাযোগ করে আপনাকে কাজ সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়া হবে।
আপনার ইন্টার্ভিউ নেয়া হতে পারে ভিডিও কলের মাধ্যেমে। সাধারনত ওয়াটস এপ বা অন্যান্য ভিডিও কলিং এপ্সের মাধ্যে কল দিয়ে ইন্টার্ভিউ নেয়া হয়ে থাকে।
ইংরেজি জানা থাকলে ইন্টার্ভিউ দেয়া সহজ হয় এবং চাকরি হবার পসিবিলিটি বেশি থাকে।
তবে ইংরেজি ভাল জানা না থাকলেও সমস্যা নেই।
একজন শিক্ষক হিসেবে যতটুকু ইংরেজি জান না থাকলেই নয় ততটুকু জানা থাকলেই হবে।
KALBE এবং SONORAN এই ২ ভার্চুয়াল স্কুলে বাসা থেকেই অনলাইনে শিক্ষকতা করতে পারবেন ekhane clik করেই
সহকারি শিক্ষক নিয়োগ দেবে বলে জানিয়েছে রেইনবো গ্রামার স্কুল। এই স্কুলে পদার্থ বিজ্ঞান বিষয়ে সহকারি নিয়োগ দেয়া হবে। স্কুলটি টংগিতে অবস্থিত। তাই যারা টংগীর কলেজগেটের আশেপাশে থাকেন শুধুমাত্র তাদেরকেই যোগাযোগ করতে বলা হয়েছে। দুরের কাউকে আবেদন করতে নিষেধ করা হয়েছে।
তাই স্কুলের আশেপাশে থাকেন এমন কেউ যদি কেউ আবেদন করতে চান তাহলে সরাসরি স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারেন।
স্কুলের ঠিকানাঃ
রেইনবো গ্রামার স্কুল
সফিউদ্দিন সরকার একাডেমি রোড, আচপারা, টংগী, গাজিপুর
আপনি যদি অনলাইনে বাচ্চাদের স্কুলে ABCD পড়াতে চান তাহলে এখানে ক্লিক করে এপ্লাই করেন।
শিক্ষানবিশ মানে হচ্ছে, যে কাজ করতে করতে শিখবে। আকিজ এরুপ শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে।
শিক্ষা খুবই অল্প চাওয়া হয়েছে। এইস এস সি পাস হলেই এপ্লাই করা যাবে। তবে কিছু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ভোকেশনাল স্কুল এন্ড কলেজ থেকে এইস এস সি হতে হবে। শুধু তাই নয় শুধুমাত্র ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিকাল, পাওয়ার বিষয়ে এইস এস সি হলে তবেই এপ্লাই করা যাবে।
আরেকটি শর্তের উল্লেখ করেও দেয়া হয়েছে। ডিপ্লোমা করা আছে যাদের তাদেরকে এপ্লাই করতে নিষেধ করা হয়েছে।
একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থার কিন্ডারগার্ডে ও ইভিনিং স্কুলের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বেতন উল্লেখ আছে ২৫ হাজার টাকা থেকে ৩৫০০০ টাকা পর্যন্ত। এই পদটিতে যদি আপনি এপ্লিকেশন জমা দিতে চান তাহলে আপনাকে হতে হবে শিক্ষাগত যোগ্যতার অধিকারি। এই শিক্ষাগত যোগ্যতাগুলো হল হয় আপনাকে CNED বা বিএড অথবা এমএড বিষয়ে মাস্টার্স পাস থাকতে হবে।
এছাড়া এটি যেহেতু একটি খুবই উচুমানের পদের চাকরি তাই শিক্ষাগত যোগ্যতা থাকলেই শুধু হবেনা। সাথে থাকতে পুর্বের কাজের অভিজ্ঞতা। শিক্ষকতায় অন্তত ৫ বছরের অভিজ্ঞতা না থাকলে এই চাকরি করা যাবেনা।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রিন্সিপাল নিয়োগের বিজ্ঞপ্তি। ফলে ৫ বছরের অভিজ্ঞতার মধ্যে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রিন্সিপাল হিসেবে কাজের অভিজ্ঞতা
কিভাবে আবেদন জমা দিবেন জেনে নিনঃ
আবেদন জমা দিতে হবে অফলাইনে। মানে হচ্ছে, যদিও বর্তমানে অধিকাংশ চাকরির এপ্লিকেশন অনলাইনেই দেয়া যায় তবুও এই চাকরির জন্য অনলাইনে এপ্লাই করা যাবেনা।
নিচের ঠিকানায় আপনার পুর্নাংগ বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র এবং অভিজ্ঞতার প্রমানপত্র সহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যেমে এই মাসের ৩১ তারিখের মধ্যে পাঠাতে হবে।
ঠিকানাঃ
GPO BOX 2561
DHAKA - 1000
উপরের এই শিক্ষকতার সার্কুলারটি যেহেতু অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেহেতু এই চাকরিতে এপ্লিকেশন অনেকেই সাবমিট করতে পারবেন না। তবে হতাশ হবার কিছুই নেই। একদম HSC OR SSC পাস হলেই আপনি এর চেয়ে বেশি বেতনে নিচের শিক্ষকতার চাকরি করতে পারবেন। নিচের চাকরি গুলোতে আপনি আজকে এপ্লাই করে কাল থেকেই জয়েনিং পেয়েও যেতে পারেন। এপ্লিকেশন জমা দিয়ে রাখুন আজ রাতেই। সকালেই ইনশা আল্লাহ আল্লাহর অশেষ রহমতে চাকরিটা হয়েও যেতে পারেন। বিশ্বাস রেখে এপ্লাই করে ফেলুন। দেরি করবেন না প্লিজ।
বর্তমানে পড়াশোনার সিস্টেম অনেক পালটে গিয়েছে। ব্যাস্ততার কারনে অনেক পিতামাতা সন্তানকে সঠিক স্কুলে পড়াতে পারেন না। সময়ের খোজে বিভিন্ন সময় দেখা যায় বাচ্চার পড়াশোনা তিমিরেই রয়ে যায়।
এরুপ পরিস্থিতিতে এখন চালু আছে অনেক ডিজিটাল স্কুল। এইসব স্কুলে বাচ্চারা ঘরে বসেই প্রাথমিক শিক্ষাটা গ্রহন করে ফেলতে পারে। পিতামাতার কোন চিন্তাই থাকেনা বাচ্চার ভবিষ্যত নিয়ে।
এই স্কুল গুলো ডিজিটালভাবে সন্তানকে প্রাথমিক শিক্ষাটা দিয়ে পরে স্থানান্তর করে নেয় তাদের পার্মানেন্ট ক্যাম্পাসে।
বর্তমান শিক্ষাব্যাবস্থা অনেকটাই এখন ডিজিটাল নির্ভর।
এইসব ডিজিটাল স্কুলে শিক্ষকতা করতে চাইলে এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিন।
যদি শিক্ষা ভাল থাকে যেমন অনার্স তাহলে এখানে ক্লিক করে এপ্লাই করেন
আর যদি শিক্ষকতায় অভিজ্ঞতা থাকে তাহলে এখানে ক্লিক করে জয়েন করে ফেলতে পারবেন
আর যদি বিকালের দিকে বা সন্ধ্যার পর পড়াতে চান তাহলে এখানে ক্লিক করে আবেদন করেন
আকিজ নামটা সকলেরই পরিচিত। আকিজ এত পুরাতন একটা কোম্পানি যে সবাই এই কোম্পানির নাম জানেন। গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের এমন কোন মানুষ খুজে পাওয়া কঠিন হবে যে বা যারা আকিজের নাম শুনেনি।
এই আকিজ কোম্পানি অনেক শুন্য থেকে যাত্রা শুরু করেছে। আজ আকিজের বিস্তার এতটাই ব্যপক যে, এই আকিজের অতীত যে এতটা শুন্যতা থেকে শুরু হয়েছে তা কেউ বিশ্বাসই করতে পারেনা।
যারা আকিজের অতীত সম্পর্কে জানে তারা আজ আকিজের ব্যাপকতা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা সবাই বলে এই সেই আকি কোথা থেকে কোথায় চলে এসেছে।
বর্তমানে আকিজের যে কত ধরনের বিজনেস আছে তা মনে হয় আকিজের মালিকও ঠিক মত মনে রাখতে পারেন না।
আকিজের স্কুলে পড়াতে চাইলে এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিন
আকিজের স্কুল কলেজ ইউভার্সিটি থেকে শুরু গাড়ি বানানোর ফ্যাক্টোরিও আছে।
রাস্তায় এখন রীতিমত আকিজের ট্রাকে সয়লাভ। এছাড়া আকিজের খাদ্যদ্রব্যের বিভিন্ন প্রোডাক্ট অগনিত। প্রসংগত উল্লেখ্য যে, আকিজের খাবারের প্রোডাক্ট সেগুলো বেশ মান সম্পন্য এবং মজাদার।
সম্প্রতি বাজারে আকিজ এসেনশিয়াল নামে কিছু খাদ্যদ্রব্যের মধ্যে আকিজের চাল আমার নজরে পড়েছে। এই চালগুলো দারুন উচুমানের এবং মাজাদার।
যাইহোক, আকিজের গুনগান গেয়ে এই বর্তমান সময়ে শেষ করা অনেক কঠিন।
এখন আসুন দেখি মুল কথায়। আকিজের যেহেতু অসংখ্য প্রতিষ্ঠানে সয়লাব সেহেতু স্বাভাবিক ভাবেই এই আকিজ চাকরি দিয়ে থাকে হাজার হাজার মানুষকে। দেশের বেকার সমস্যা সমাধানে আকিজের অবদান আকাশচুম্বি।
আকিজের স্কুলে পড়াতে চাইলে এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিন
আকিজের অফিসার পদে যে চাকরি দেয়া হচ্ছে বর্তমানে সেই সার্কুলারটির মুল কপি দেয়া হল নিচে। আশাকরি সবার চাকরি পাবার স্বপ্ন পুরন হবে। ভালবাসা এবং দোয়া রইলো।
একটি অফিসার (Officer Jobs) পদে ২৫০০০ বেতনে চাকরি করার জন্য এখানে ক্লিক করে দরখাস্ত জমা দিন
অপর একটি অফিসে HSC পাস হলেই ৩২০০০ বেতনে জয়েন করতে চাইলে এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিতে পারবেন
যদি আপনি সরাসরি ভিন্ন ভিন্ন ফ্যক্টরিতে ১৫০০০ বেতনে কোন প্রকার ঝামেলা ছাড়াই চাকরিতে জয়েন করতে চান তাহলে আপনার বায়োডাটা জমা দিন এখানে ক্লিক করে
অথবা আপনি কি ম্যানেজার পদে ডাইরেক্ট ১৯০০০ বেতনে বিনা অভিজ্ঞতায় মেট্রিক ইন্টার পাসেই কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করে জয়েনিং লেটার নিন - নিয়ে চাকরি করতে পারবেন