Showing posts with label 3Jobs. Show all posts
Showing posts with label 3Jobs. Show all posts

Wednesday, October 11, 2023

গ্রামিনফোন ৫ সহজ পদে এপ্লাই করুন - জব নিন


Position Name and Date Of PostingDetailsFull/Part TimeLocation
UX Researcher, 2023-10-10Sales & Customer ServicesFull TimeDhaka
Staff Engineer - DevOps, 2023-10-10ITFull TimeDhaka
Senior Solution Architect, 2023-10-05ITFull TimeDhaka
Head of B2B Mobility Solutions DevOps, 2023-10-04ITFull TimeDhaka
Head of IoT DevOps, 2023-10-04ITFull TimeDhaka

Monday, February 27, 2023

আর্মিতে নিয়োগ শুরু - শিক্ষা HSC - লাস্ট ডেট ২৪ এপ্রিল

🢅🢀🢁🢂🢄🢃🢅🢆🢇⋙⋘ যোগ্যতাঃ

বয়স। ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ১৬ হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত শারীরিক যোগ্যতা (ন্যূনতম)।

প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।

[ ক্রমিক

ক।

[

শারীরিক যোগ্যতা

উচ্চতা

ওজন*

১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)

মহিলা প্রার্থীদের জন্য

১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)

৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড)

|৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)

বুক

পুরুষ প্রার্থীদের জন্য

প্রসারণ - ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে

স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) | স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) প্রসারণ - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম)।

ক। জাতীয় মাধ্যম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে

জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ। খ। ইংরেজী মাধ্যম। 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে

২টি বিষয়েই ন্যূনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।

অথবা

'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি

বিষয়ের মধ্যে ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ। ২০২৩ সালের এইচএসসি/ 'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং 'ও' লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে

'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে।

২০২৩ সালের এইচএসসি/এ' লেভেল পরীক্ষার্থীগণ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পূর্বে

আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। তবে, বিএমএ'তে যোগদানের পূর্বে অবশ্যই ফলাফল প্রকাশিত

হতে হবে।

81

বৈবাহিক অবস্থা। অবিবাহিত। জাতীয়তা।

|

৫ । জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক।

অযোগ্যতা :

সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। १। আইএসএসবি (ISSB) পরীক্ষায় দু'বার স্কীল্ড আউট অথবা দু'বার প্রত্যাখ্যাত (একবার ফ্রিল্ড আউট এবং একবার

প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)। ৮।

যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।

৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি।

১১ । প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।

১২ । দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে ।

অনলাইনে আবেদনের পদ্ধতি ঃ

১৩। ২৪ ফেব্রুয়ারি ২০২৩ হতে ২৪ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

১৪। আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home

Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে। ১৫। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA / Master Card, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।

সরকারি ফ্যামিলি ওয়েলফেয়ার পদে HSC পাসেই ১৮৪০৯ টাকা বেতনে চাকরি

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়

তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। www.tarabopaurashava.com

স্মারক নং-তারাব পৌ:/ইউপিএইচসিএসডিপি-২/২০20/8021

তারিখঃ 22/02/202.5 :

নিয়োগ বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত "আরবান প্রাইমারী হেথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায়" শীর্ষক প্রকল্পে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কতিপয় জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত পদের বিপরীতে উল্লিখিত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম

পদ

বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বেতন (সর্ব মোট

বিশেষজ্ঞ চিকিৎসক (শিশু)

সর্ব্বোচ ৬০ বছর

এমবিবিএসসহ শিশুরোগ সম্পর্কিত পোষ্ট গ্রাজুয়েশনডিগ্রী/ডিপ্লোমাধারী। শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫৩,৩৮৫/-

ফ্যামিলি ওয়েলফার এ্যসিসটেন্ট

সর্ব্বোচ ৩০ বছর

উচ্চ মাধ্যমিক পাশ। পরিবার পরিকল্পনা কাজে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধীকার। শুধু মহিলা প্রার্থী আবেদন যোগ্য ।

১৮,৯০৪/-

শর্তাবলীঃ

১. প্রার্থীকে মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বরাবর আবেদন করতে হবে।

২. আবেদনপত্র আগামী ০৭.০৩.২০২৩ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ পৌছাতে হবে। উক্ত তারিখের পর কোন ভাবেই আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৩. আবেদনপত্রের সাথে সন তেল ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা সনদ

(প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের কপি দাখিল করতে হবে। ৪. আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্রের মূলকপি যৌখক পরীক্ষার অবশ্যই প্রদর্শন করতে হবে।

৫. নির্বাচিত প্রার্থীগণ কেবলমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের বিধি মোতাবেক সাকুল্যে বেতনে নিয়োগ

প্রাপ্ত হবেন। নিয়োগপত্রই প্রকল্প সমাপ্তি শেষে চাকুরী হতে অব্যাহতি পত্র হিসাবে গণ্য হবে। ৬. কোন প্রকার কারন দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞতি বাতিল/সংশোধন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।

হাছিনা গাজী

স-৪২৭ (৬৩)

মোর, তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ ও সভাপতি, নিয়োগ কমিটি ইউপি এইচসিএসডিপি ২. ভারাব পৌরসভা, নারায়ণগঞ্জ।