গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায় তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। www.tarabopaurashava.com স্মারক নং-তারাব পৌ:/ইউপিএইচসিএসডিপি-২/২০20/8021 তারিখঃ 22/02/202.5 : নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত "আরবান প্রাইমারী হেথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায়" শীর্ষক প্রকল্পে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কতিপয় জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত পদের বিপরীতে উল্লিখিত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম পদ বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বেতন (সর্ব মোট বিশেষজ্ঞ চিকিৎসক (শিশু) সর্ব্বোচ ৬০ বছর এমবিবিএসসহ শিশুরোগ সম্পর্কিত পোষ্ট গ্রাজুয়েশনডিগ্রী/ডিপ্লোমাধারী। শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৫৩,৩৮৫/- ফ্যামিলি ওয়েলফার এ্যসিসটেন্ট সর্ব্বোচ ৩০ বছর উচ্চ মাধ্যমিক পাশ...