ঘটনাটি ঘটেছে খুলনায়। বাইকে করে ১২ জনের মত আসে বন্দুক হাতে নিয়ে। তারপর সবাই মিলে একসাথে শুরু করে গুলি। মুহুর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নিহত বাবুর্চি ইউনুস শেখ
Wednesday, December 4, 2024
বিমানের ৫২৫ পদের সার্কুলার
৫২৫ পদের বিশাল সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ বিমান। এই বিশাল ৫২৫ এর বহরে যদি আপনিও যুক্ত হতে চান তাহলে সিম্পলি এখানে ক্লিক করে জাষ্ট এপ্লিকেশটা সাবমিট করে ফেলুন ১ মিনিটে
Primary স্কুলে ইংরেজি পড়াতে পারবেন?
আপনার যদি প্রাইমারি স্কুলে ইংরেজি পড়ানোর মত দক্ষতা আছে বলে মনে হয় সেক্ষেত্রে শিক্ষকতা শুরু করে দিতে পারেন। প্রাথমিক সেলারি কত হবে সেটা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে তবে যেহেতু বেশ স্বনামধন্য স্কুল সেহেতু বেশ ভাল স্টার্টিং সেলারি হবে ইনশাআল্লাহ। এপ্লাই করার নিয়ম এবং ফোন নাম্বার দেয়া আছে। এপ্লাই করে ফেলতে পারেন অথবা যদি স্কুলে কথা বলতে চান তাহলে এখানে ক্লিক করে ফোন নাম্বার নিন। অথবার এখানে ক্লিক এপ্লাই করার সিষ্টেম জেনে নিন
Sunday, October 27, 2024
উচ্চ বিদ্যালয়ে (সরকারি) সহকারি শিক্ষক নিচ্ছে ১২৫০০ - ৩০২৩০
বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
উপরোক্ত সার্কুলারটি মুলত একটি সরকারি স্কুলের সার্কুলার। স্কুলটির নাম হচ্ছে, বাংলাদেশ ধান গবেষনা ইন্সস্টিটিউট উচ্চ বিদ্যালয়।
সহকারি শিক্ষক পদের শিক্ষাগত যোগ্যতা
বেতন স্কেল কত?
কোন স্কেলে বেতন কাঠামো কি রকম?
আবেদন জমা দেবার নিয়ম
Saturday, October 26, 2024
সরকারি উচ্চ বিদ্যালয়ের এসিষ্টেন্ট টিচার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ - Vacancy Announcement for the Assistant Teacher Position in a Government High School
সরকারি উচ্চ বিদ্যালয়ের এসিষ্টেন্ট টিচার নিয়োগ বিজ্ঞপ্তি
উচ্চ বিদ্যালয়ের পুর্নাংগ নাম ও সংক্ষিপ্ত পরিচিতি
নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মুলত কি কি শুন্য পদের উল্লেখ করা হয়েছে?
কি কি পদ স্পেসিফিক্যালি উল্লেখ আছে?
- পদার্থ বিজ্ঞান সহকারি শিক্ষক
- ইসলাম ধর্ম সহকারি শিক্ষক এবং
- নৈতিক শিক্ষা সহকারি শিক্ষক।
আবেদন জমা দিতে টাকা লাগবে?
বেতন কাঠামো কেমন?
শিক্ষাগত যোগ্যতা কি?
আবেদন করার নিয়ম কি?
সবশেষে বলতে চাই,
Wednesday, October 23, 2024
আবেদনের নিয়ম - রমজানের ৩০ দিন আড়ং কাজ ২০২৫
আড়ং সম্পর্কে
আড়ং তো সবাই চিনেন ইনশাআল্লাহ। অসংখ্য আউটলেট এবং প্রচুর কর্মী নিয়ে গঠিত আড়ং। বর্তমানে আড়ং এর প্রায় সবগুলো আউটলেটে সেলসপার্সন হিসেবে কাজের এপ্লিকেশন জমা দেয়া যাচ্ছে।
কিভাবে আড়ং এ সহজেই এপ্লিকেশন জমা দিবো?
এপ্লিকেশন জমা দেবার জন্য আপনার পুর্নাংগ সিভিটি রেডি করবেন সবার আগে। অতঃপর আপনার নিকটের আড়ং আউটলেটে গিয়ে সিভি জমা দিবেন। মনে রাখবেন আড়ং এর প্রায় প্রতিটি আউটলেটের সামনে প্রায় সারা বছর জুড়েই CV Drop করার বক্স থাকে। ধন্যবাদ।
কোন আউটলেটগুলো কেমন?
আড়ং এর কিন্তু অনেক গুলো শাখা ব্রাঞ্চ আছে। মুলত ঢাকাতে এদের শাখার সংখ্যা সবচেয়ে বেশি। তবে অন্যান্য বিভাগেও সংখ্যাটা কম না। ঢাকার মধ্যে ধানমন্ডি উত্তরা বসুন্ধরাতে এদের বিশাল বিশাল আউটলেট রয়েছে। প্রতিটি আউটলেট অনেক বড় এবং পরিপুর্ন পরিপাটি করে সাজানো আছে।