Wednesday, December 4, 2024

কোথায় ঘটেছে এই গুলি করে ঝাঝরা?

ঘটনাটি ঘটেছে খুলনায়। বাইকে করে ১২ জনের মত আসে বন্দুক হাতে নিয়ে। তারপর সবাই মিলে একসাথে শুরু করে গুলি। মুহুর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নিহত বাবুর্চি ইউনুস শেখ

বিমানের ৫২৫ পদের সার্কুলার

৫২৫ পদের বিশাল সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ বিমান। এই বিশাল ৫২৫ এর বহরে যদি আপনিও যুক্ত হতে চান তাহলে সিম্পলি এখানে ক্লিক করে জাষ্ট এপ্লিকেশটা সাবমিট করে ফেলুন ১ মিনিটে 

Primary স্কুলে ইংরেজি পড়াতে পারবেন?

 আপনার যদি প্রাইমারি স্কুলে ইংরেজি পড়ানোর মত দক্ষতা আছে বলে মনে হয় সেক্ষেত্রে শিক্ষকতা শুরু করে দিতে পারেন। প্রাথমিক সেলারি কত হবে সেটা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে তবে যেহেতু বেশ স্বনামধন্য স্কুল সেহেতু বেশ ভাল স্টার্টিং সেলারি হবে ইনশাআল্লাহ। এপ্লাই করার নিয়ম এবং ফোন নাম্বার দেয়া আছে। এপ্লাই করে ফেলতে পারেন অথবা যদি স্কুলে কথা বলতে চান তাহলে এখানে ক্লিক করে ফোন নাম্বার নিন। অথবার এখানে ক্লিক এপ্লাই করার সিষ্টেম জেনে নিন

Sunday, October 27, 2024

উচ্চ বিদ্যালয়ে (সরকারি) সহকারি শিক্ষক নিচ্ছে ১২৫০০ - ৩০২৩০



বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি




সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি হাই স্কুল। গাজীপুর - ১৭০১ এর অধীনে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয় কর্তৃক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে এই স্কুলের কিছু সহকারি শিক্ষকের শুন্য পদ পুরনের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি এসেছে।


উপরোক্ত সার্কুলারটি মুলত একটি সরকারি স্কুলের সার্কুলার। স্কুলটির নাম হচ্ছে, বাংলাদেশ ধান গবেষনা ইন্সস্টিটিউট উচ্চ বিদ্যালয়।

মুলত ২ ধরনের পদের জন্য এই স্কুল থেকে চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। ২ টি পদই সহকারি শিক্ষক পদ। তবে, ১ম যে পদ সেটা হচ্ছে, পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক পদ। এবং অন্য যে পদটি আছে সেটি হচ্ছে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের সহকারি শিক্ষক পদের জন্য।

সহকারি শিক্ষক পদের শিক্ষাগত যোগ্যতা

যেহেতু ২ ধরনের সহকারি শিক্ষক নেয়া হচ্ছে সেহেতু মনে হতে পারে এক একটার শিক্ষাগত যোগ্যতা একেক রকম। কিন্তু সঠিক তথ্যটি হচ্ছে, ২ ধরনের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সংশ্লষ্ট বিষয়ে অনার্স থাকতে হবে।

বেতন স্কেল কত?

প্রতিটি শিক্ষকের আবারা ২ ধরনের ক্যাটাগরিতে বেতন কাঠামো রয়েছে। গ্রেড ১০ এবং গ্রেড ১১ এর মাধ্যমে বেতন প্রদান করা হবে। এছাড়া যেহেতু সরকারি চাকরি সেহেতু সরকারি অন্যান্য সকল সুবিধা সংযুক্ত আছে।

কোন স্কেলে বেতন কাঠামো কি রকম?

যেহেতু ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, ২ ধরনের ক্যাটাগরির সহকারি শিক্ষকের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আরো উল্লেখ্য যে, ২ ধরনের ক্ষেত্রেই বেতন কাঠামো ভিন্ন তাই চলুন দেখে নেয়া যাক, কোন ক্যাটাগরিতে বেতনের স্কেলটা কি রকম।
ধরুন আপনার যদি নিয়োগ হয় ১০ম গ্রেডের সহকারি শিক্ষক পদে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বেতন হবে ১০ম গ্রেডের স্কেলে। অর্থ্যাত আপনার বেতন শুরু হবে ১৬০০০ থেকে এবং সেটা ইনকৃমেন্টের মাধ্যেমে বৃদ্ধি পেতে পেতে শেষ পর্যন্ত হয়ে যাবে ৩৮৬৮০ টাকা।
আবার ধরুন যদি আপনার জয়েনিং ১১ তম গ্রেডে হয় সেক্ষেত্রে আপনার বেতন হবে ১১তম গ্রেডের সাথে সম্পুর্ন সামঞ্জস্যপুর্ন। সেক্ষেত্রে আপনার ষ্টার্টিং সেলারি হবে ১২৫০০ টাকা যেটা ক্রমান্বয়ে বৃদ্ধে পেতে পেতে হবে ৩০২৩০ টাকা। 

আবেদন জমা দেবার নিয়ম

আবেদন জমা দেবার জন্য আপনাকে প্রথমে এপ্লিকেশন বানিয়ে প্রিন্ট করে নিতে হবে। অতঃপর সেই হার্ড কপি পাঠাতে হবে ধান গবেষনা ইনষ্টিউট বরাবর। আবেদন জমা দেবার পুর্নাংগ প্রসেস উপরের মুল সার্কুলারের ইমেজে দেখতে পাবেন। ইমেজের প্রদত্ত ইন্সষ্ট্রাকশন সঠিকভাবে পুংখানুরুপে ফলো করে এপ্লিকেশন জমা দিবেন। মনে রাখবেন, ইমেজে অর্থ্যাত মুল সার্কুলারে প্রদত্ত দেয়া নিয়ম ফলো করে এপ্লিকেশন জমা দিতে না পারলে আপনার আবেদন রিজেক্টেড হয়ে যেতে পারে। তাই এপ্লিকেশন জমাদানের পুর্বে সার্কুলারে থাকা নির্দেশনা উত্তম রুপে পড়ে বুঝে তারপর এপ্লিকেশন জমা দিবেন। আর অবশ্যই আবেদন জমার শেষ তারিখ ফুরিয়ে যাবার আগে এপ্লাই করবেন। নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গৃহীত হবেনা।

Saturday, October 26, 2024

সরকারি উচ্চ বিদ্যালয়ের এসিষ্টেন্ট টিচার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ - Vacancy Announcement for the Assistant Teacher Position in a Government High School

সরকারি উচ্চ বিদ্যালয়ের এসিষ্টেন্ট টিচার নিয়োগ বিজ্ঞপ্তি

গাজীপুর জেলার অধীনে সরকারি একটি হাই স্কুলের জন্য সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গাজিপুর ১৭০১ এর আঞ্চলিক হাই স্কুল এটি।
এই স্কুলটি মূলত সরকারি বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের অধীনে পরিচালিত একটি সরকারি উচ্চ বিদ্যালয়।
পরবর্তী অংশে এই স্কুলের সংক্ষিপ্ত পরিচিতি এবং বর্তমানে সহকারি শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে একটার পর একটা বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সাথেই থাকবেন।

উচ্চ বিদ্যালয়ের পুর্নাংগ নাম ও সংক্ষিপ্ত পরিচিতি

সরকারি এই হাই স্কুলের নাম "বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয়"। গাজিপুর জেলার ১৭০১ এর অধীনে এই স্কুলের অবস্থান। মূলত এই স্কুলটি বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের দ্বারা পরিচালিত সরকারি একটি হাই স্কুল। স্কুলটি জয়েদেবপুর, গাজীপুর ধান গবেষণা ইনষ্টিটিউট এলাকাধীন এবং উচ্চ বিদ্যালয় এর কার্যক্রম পরিচালিত করে থাকে।

নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মুলত কি কি শুন্য পদের উল্লেখ করা হয়েছে?

যেহেতু এটি একটি উচ্চ বিদ্যালয়, তাই আপাত দৃষ্টিতে এবং প্রাথমিক পর্যালোচনায় ধরেই নিতে পারি যে, শিক্ষক পদের জন্য এপ্লিকেশন আহবান করা হয়েছে।
তবে আপাতত বেশ কিছু ক্যাটাগরির সহকারি শিক্ষক নিয়োগের জন্যই বিশেষভাবে এই সার্কুলার এসেছে। কি কি বিষয়ের সহকারি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে তা আমরা নিচের আলোচনা থেকে পরিষ্কার ধারণা দেবার চেষ্টা করবো। আশাকরি, পুরুটা সময় জুড়ে সাথেই থাকবেন।

কি কি পদ স্পেসিফিক্যালি উল্লেখ আছে?

একদম স্পেসিফিক্যালি যদি বলতে চাই, তাহলে বলা যায় যে, ৩ ধরনের সহকারি শিক্ষক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি এসেছে। সেগুলো হচ্ছে,
  1. পদার্থ বিজ্ঞান সহকারি শিক্ষক
  2. ইসলাম ধর্ম সহকারি শিক্ষক এবং
  3. নৈতিক শিক্ষা সহকারি শিক্ষক।
তবে প্রতিটি পদের আবার ২ টি করে ভাগ আছে, বেতন স্কেলের ক্ষেত্রে। বেতন স্কেল গ্রেড সরকারি জাতীয় বেতন স্কেল ১০ এর জন্যও আছে প্রতি পদের জন্য এবং ১১ তম গ্রেডের জন্যও আছে প্রতিটি পদের জন্যই।


আবেদন জমা দিতে টাকা লাগবে?

এই কথাটি অনেকের মনেই প্রথমে উকি মারে যে, এপ্লিকেশন জমা দেবার জন্য কি কোন টাকা লাগবে কিনা। কারন একজন বেকার, যার পকেটে টাকা পয়সা থাকেনা বললেই চলে, একমাত্র সে রকম একজম মানুষই মুলত চাকরির জন্য উন্মাতাল হয়ে চাকরি খুজতে থাকে।
এ ধরনের মানুষের পকেটে যদি ১ টা টাকাও থাকতো তাহলে তারা চাকরিই খুজতো না, পকেটের ১ টাকা দিয়েই কোনমতে ১ মাস কাটিয়ে দিতে পারতো। কারন বেকারদের প্রকৃতপক্ষে টাকার দরকার পড়েনা। বেকাররা কোন মতে পরিবারে খেয়ে দেয়ে দিন কাটিয়ে দেয়। কিন্তু যেখানে বা যে ঘরে ৩ বেলা খাবার পাওয়া যায় সেই ঘরেই ১০ টা টাকা চাইলেও ১০ টা প্রশ্নের জবাব দিতে হয়। এমনিতেই বেকার যারা তারা মনোযন্ত্রনায় ভোগে থাকে সারাক্ষণ, ফলে তারা আর ১০ টাকা চেয়ে আরো ১০ টা বাড়তি প্রশ্নের উত্তর দেবার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেনা।
অথচ, দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের দেশে এই অসহায় বেকারদের পকেট থেকেই আবেদন ফি হিসেব বের করে নিয়ে নেয় সরকারি প্রতিষ্ঠানগুলো যা জাতীর জন্য একটা লজ্জাজনক অধ্যায়।
অদ্যোবদি সরকারি চাকরির পরীক্ষা ফ্রি করার জন্য বহু আন্দোলন হয়েছে এযাবত কিন্তু কোনটাই আলোর মুখ দেখেনি।
ফলে সেই ধারাবাহিকতাতেই, এই চাকরিতে এপ্লাই করার জন্যও আপনাকে এপ্লিকেশন ফি জমা দিতেই হবে। এবং সেই ফি এর পরিমানও নেহাত কম নয়। ৮০০ টাকার পে-অর্ডার জমা দিয়ে আপনার এপ্লিকেশন জমা দিতে হবে।

বেতন কাঠামো কেমন?

যেহেতু সরকারি চাকরি সেহেতু সকল কিছু সরকারি স্কেল অনুসারেই নির্ধারিত থাকবে। যদি ১০ম গ্রেডে জয়েনিং হয় তাহলে বেতন স্কেল হবে, ১৬০০০ থেকে ৩৮৬৮০ টাকা এবং যদি ১১ তম গ্রেডে জয়েনিং হয় তাহলে বেতন স্কেল হবে ১২৫০০ থেকে ৩০২৩০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা কি?

প্রতিটি পদের ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিষয়ে অনার্স থাকতে হবে। তবে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা কাঠামো উপরে প্রদত্ত সার্কুলারের ছবি দেখে জেনে নেয়ার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।
চলুন এবার দেখে নেয়া যাক, আবেদন করবেন কিভাবে এবং অন্যান্য কিছু গুরুত্বপুর্ন বিষয়াধি।

আবেদন করার নিয়ম কি?

আবেদন জমা দিতে হবে হার্ড কপি এপ্লিকেশন এর মাধ্যেমে। ধান গবেষনা ইনষ্টিটিউট, গাজিপুর - ১৭০১ এর বরাবরে আবেদন জমা দিতে হবে।
এছাড়া আবেদনের জন্য ৮০০ টাকা মুল্যের পে - অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের সম্পুর্ন নির্দেশাবলী উপরের বিজ্ঞপ্তির মুল ছবি থেকে জেনে নিয়ে তারপর আবেদন জমা দিবেন।
আবেদন কিভাবে করতে হবে এবং কি কি জমা দিতে হবে তার সকল বিস্তারিত পেয়ে যাবেন উপরের সার্কুলারের ছবিতে।
এসব নিয়ম এখানে আর লিখলাম না। কারন অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। সেজন্য অনুরোধ থাকবে, যদি এপ্লাই করতে চান তাহলে অবশ্যই সার্কুলারের ইমেজ প্রিন্ট আউট করে নিয়ে, ভাল করে নিয়ম কানুন জেনে তারপর এপ্লাই করবেন।

সবশেষে বলতে চাই,

চাকরি পাবেন কি পাবেন না সেটা নির্ধারন করার একমাত্র মালিক মহান আল্লাহ তায়াল। তাই সেই মহান আল্লাহর উপর ভরসা রেখে সকল কিছু সঠিকভাবে সম্পন্য করে আপনার আবেদন জমা করে দিন আর আল্লাহর কাছে শুকরিয়া গুজার করতে থাকুন যে, অন্তত আল্লাহ আপনাকে এপ্লাই করার তাওফীক দান করেছেন। সকলের জন্য দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
 

Wednesday, October 23, 2024

আবেদনের নিয়ম - রমজানের ৩০ দিন আড়ং কাজ ২০২৫

আড়ং সম্পর্কে

আড়ং তো সবাই চিনেন ইনশাআল্লাহ। অসংখ্য আউটলেট এবং প্রচুর কর্মী নিয়ে গঠিত আড়ং। বর্তমানে আড়ং এর প্রায় সবগুলো আউটলেটে সেলসপার্সন হিসেবে কাজের এপ্লিকেশন জমা দেয়া যাচ্ছে।

কিভাবে আড়ং এ সহজেই এপ্লিকেশন জমা দিবো?



প্রথমত বলতে চাই যে, আড়ং এ কাজের ব্যাপারে যখন ভাববেন তখন মনের মাঝে একটা কথা গেথে নিবেন যে, আপনি মনেপ্রানে আড়ং এ কাজ করতে চান এবং যে যাই বলুক না কেন এবং যাই কিছু ঘটুক না কেন আপনার একটা চাকরি খুবই দরকার এবং সেই চাকরি আড়ং এ হলে আপনি সবচেয়ে খুশি হবেন। এভাবে যদি নিজের মনকে মেলে ধরতে না পারেন তাহলে আড়ং কাজ পেলেও আপনি বেশিদিন এই কাজ করতে পারবেন না। কারন আড়ং বলেন বা অন্যান্য যেকোন শপে বিক্রয়কর্মী হিসেবে কাজ করা সম্পুর্ন আলাদা একটা দুনিয়া। বিক্রয়কর্মী হিসেবে কাজের শুরুর কয়েকটা দিন আপনাকে আপনার নিজের মনে সাথে যুদ্ধ করতে হবে নানাবিধ কারনে। এবং সেই যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন তখনই যখন আপনার চাকরির প্রয়োজনীয়তাটা থাকবে তুংগে এবং যে কোন মুল্যে চাকরি আপনার একটা চাই ই চাই।

এপ্লিকেশন জমা দেবার জন্য আপনার পুর্নাংগ সিভিটি রেডি করবেন সবার আগে। অতঃপর আপনার নিকটের আড়ং আউটলেটে গিয়ে সিভি জমা দিবেন। মনে রাখবেন  আড়ং এর প্রায় প্রতিটি আউটলেটের সামনে প্রায় সারা বছর জুড়েই CV Drop করার বক্স থাকে। ধন্যবাদ।


এখানে ক্লিক করেও ঘরে বসেই সরাসরি আবেদন জমা দিয়ে রাখতে পারেন

কোন আউটলেটগুলো কেমন?

আড়ং এর কিন্তু অনেক গুলো শাখা ব্রাঞ্চ আছে। মুলত ঢাকাতে এদের শাখার সংখ্যা সবচেয়ে বেশি। তবে অন্যান্য বিভাগেও সংখ্যাটা কম না। ঢাকার মধ্যে ধানমন্ডি উত্তরা বসুন্ধরাতে এদের বিশাল বিশাল আউটলেট রয়েছে। প্রতিটি আউটলেট অনেক বড় এবং পরিপুর্ন পরিপাটি করে সাজানো আছে।

অনলাইনে এপ্লাই করার কোন অপশন আছে কি?
সেলস পার্সন এর জন্য আড়ং সাধারনত কোন সার্কুলার প্রকাশ করেনা। তবে বিশেষ ক্ষেত্রে করতেও পারে। তবে বর্তমান সময়ের জন্য এইটুকু বলতে পারি যে, সেলস পার্সন হিসেবে যদি আড়ং এর সাথে কাজ করতেই চান, তাহলে আপনার জন্য বেষ্ট অপশন হচ্ছে, আপনার বাসার সবচেয়ে কাছের যে আড়ং আছে, সেটাতে ঘুরে আসতে পারেন। আশাকরি, সেখানে সেলস পার্সন নিয়োগের সিভি দেয়ার বক্স খুজে পাবেন। আর যদি সেখানেও খুজে না পান, অর্থ্যাত আপনার নিকটের আড়ং এ যদি সিভি ড্রপিং বক্স না থাকে, সেক্ষেত্রেও আপনার হতাশ হবার কিছুই নেই।
কারন, অন্য নিকটবর্তী আউটলেটে আশাকরি পেয়ে যাবেন। পেয়ে যাবেন এই জন্যই বললাম যে, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স অনুসারে, আজ পর্যন্ত আমি যতগুলো আড়ং এর শপ ভিজিট করেছি প্রায় তার ৯০ ভাগ ক্ষেত্রেই বক্স দেখেছি। মাঝে মাঝে এমন হয়েছে যে, সবগুলোতেই থাকতে দেখেছি।
তবে, ঐ যে বললাম, না থাকলেও চিন্তার কিছু নেই। একটা না একটা ব্রাঞ্চে আপনি বক্স পাবেন ই, এটা ইনশাআল্লাহ নিশ্চিত।
তাই, অনলাইনে সিভি দেয়ার চিন্তা বাদ দিয়ে, চলে যান আড়ং এর শোরুমে। আশাকরি, মহান আল্লাহর অশেষ কৃপায় আপনি নিরাশ হবেন না।

 এখানে ক্লিক করেও ঘরে বসেই সরাসরি আবেদন জমা দিয়ে রাখতে পারেন

শেষ কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে লিখুন নিচের ফেসবুক কমেন্ট বক্সে

Saturday, October 19, 2024

উপজেলা কার্যলয়ে মসজিদের ইমাম/ খাদিম ও মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় কর্তৃক প্রকাশিত পেশ ইমাম, মুয়াজ্জিন এবং খাদিম নিয়ো বিজ্ঞপ্তি

এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মুলত সরকারি একটি বিশেষ নীতিমালা বস্তবায়নের অংশবিশেষ হিসেবে প্রকাশিত হয়েছে। এই বিশেষ নীতিমালাটি প্রকাশিত হয়েছি ২০২১ সালে।
নীতিমালাটি বিশেষভাবে, জেলা ও উপজেলা মডেল ও ইসলামিক সানষ্কৃতিক কেন্দ্রে পরিচালনা নীতিমাল - ২০২১ নামেই পরিচিত।
যাইহোক, এই নীতিমালার অধীনে অনেকগুলো প্রকল্প আছে এবং সেইসব প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হচ্ছে, 
"প্রতিটি জেলা ও উপজেলায় ০১ টি করে ৩৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংষ্কৃতিক কেন্দ্র স্থাপন"
মুলত, এই বিশেষ প্রকল্প বাস্তবায়নের আওতাতেই নির্দিষ্ট জেলার জন্য এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। পরবর্তী অংশে আমরা দেখানোর চেষ্টা করবো, কোন জেলার জন্য বিশেষভাবে এই সার্কুলারটি এসেছে, কোন অফিসের আন্ডারে এই সার্কুলার এসেছে এবং কি কি পদ আছে এবং সেখানে কিভাবে এবং কতদিনের মধ্যে এপ্লিকেশন জমা দিতে হবে। চলুন তবে এইসব বিষয় জেনে নেয়া যাক। আশাকরি সাথেই থাকবেন।