উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় কর্তৃক প্রকাশিত পেশ ইমাম, মুয়াজ্জিন এবং খাদিম নিয়ো বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মুলত সরকারি একটি বিশেষ নীতিমালা বস্তবায়নের অংশবিশেষ হিসেবে প্রকাশিত হয়েছে। এই বিশেষ নীতিমালাটি প্রকাশিত হয়েছি ২০২১ সালে। নীতিমালাটি বিশেষভাবে, জেলা ও উপজেলা মডেল ও ইসলামিক সানষ্কৃতিক কেন্দ্রে পরিচালনা নীতিমাল - ২০২১ নামেই পরিচিত। যাইহোক, এই নীতিমালার অধীনে অনেকগুলো প্রকল্প আছে এবং সেইসব প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হচ্ছে, "প্রতিটি জেলা ও উপজেলায় ০১ টি করে ৩৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংষ্কৃতিক কেন্দ্র স্থাপন" মুলত, এই বিশেষ প্রকল্প বাস্তবায়নের আওতাতেই নির্দিষ্ট জেলার জন্য এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। পরবর্তী অংশে আমরা দেখানোর চেষ্টা করবো, কোন জেলার জন্য বিশেষভাবে এই সার্কুলারটি এসেছে, কোন অফিসের আন্ডারে এই সার্কুলার এসেছে এবং কি কি পদ আছে এবং সেখানে কিভাবে এবং কতদিনের মধ্যে এপ্লিকেশন জমা দিতে হবে। চলুন তবে এইসব বিষয় জেনে নেয়া যাক। আশাকরি সাথেই থাকবেন।