সরকারি স্কুলের মাধ্যমিক শাখার জন্য Assistant টিচার ১২৫০০ - ৩০২৩০

 

 
সিএএসসি/অঃনথি/০৫/নিঃবিজ্ঞপ্তি/২০২৪/ভঃ-১/০২১/
/০৯/২০২৪

নিয়োগ বিজ্ঞপ্তি

১। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও এর নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত সৃষ্ট পদে নিয়োগ করা হবে:

পদবী
বিষয়
পদ সংখ্যা
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
গ্রেড ও বেতন স্কেল
প্রভাষক
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন
০১
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের কলেজ সেকশন-এ প্রভাষক পদে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।
গ্রেড-৯
২২,০০০- ৫৩,০৬০/-
সহকারী শিক্ষক
(মাধ্যমিক শাখা)
হিসাববিজ্ঞান
০১
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।

বিএড ডিগ্রি সহঃ
গ্রেড-১০
১৬,০০০-৩৮,৬৪০/-

বিএড ডিগ্রি ব্যতীতঃ
গ্রেড-১১
১২,৫০০-৩০,২৩০/-

সহকারী শিক্ষক
মাধ্যমিক শাখা
(ইংরেজি ভার্সন)
বিজ্ঞান
০১
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি (পদার্থবিজ্ঞান/রসায়ন বিজ্ঞান/জীব বিজ্ঞান) স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
অফিস সহকারী (আইসিটি)
০১
ক) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা।
খ) শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সমমান।
গ) MS Office, Trouble Shooting, Graphics Design এবং কম্পিউটার টাইপিং এ বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
গ্রেড -১৬
৯,৩০০- ২২,৪৯০/-
অফিস সহকারী
০১
ক) শিক্ষা বোর্ড হতে এইচ.এস.সি (ব্যবসায় শিক্ষা)/সমমান। এইচ.এস.সি (ব্যবসায় শিক্ষা) /সমমান সহ ৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে।
খ) MS Office এবং কম্পিউটার টাইপিং এ বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
গ্রেড -১৬
৯,৩০০- ২২,৪৯০/-
পরিচ্ছন্নতা কর্মী
০১
জে.এস.সি/জে.ডি.সি/সমমান
গ্রেড -২০
৮,২৫০- ২০,০১০/-

২। অন্যান্য যোগ্যতা: প্রত্যেক পদে সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। প্রভাষক ও সহকারী শিক্ষক পদে সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে ০২ টি (দুইটি) স্তরে ১ম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে এবং কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।

৩। অন্যান্য সুবিধাদি: বিধি মোতাবেক বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রদান করা হবে।

৪। আবেদনের তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৯ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত (অন-লাইনের মাধ্যমে)।

৫। আবেদনের নিয়মাবলি: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যানকপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনের ঠিকানা ওয়েবসাইট (www.casc.edu.bd অথবা https://cascjobs.apply.ac) এ আবেদন ফরম পাওয়া যাবে। আবেদন ফি অনলাইন চার্জ সহ প্রভাষক পদের জন্য ৬৫০/-টাকা, সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা) পদের জন্য ৫৫০/-টাকা এবং অফিস সহকারী (আইসিটি), অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য ৩৫০/-টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে (বিকাশ চার্জ প্রযোজ্য)। বিস্তারিত তথ্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

৬। পরীক্ষা পদ্ধতি: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান/দাপ্তরিক দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার বিষয়ে এসএমএস করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

৭। প্রবেশপত্র: প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথাসময়ে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং www.casc.edu.bd অথবা https://cascjobs.apply.ac লিংকের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। Online আবেদনে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, ঝগঝ পড়া ও প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়।

৮। শর্তাবলি: চাকুরীতে যোগদানের এক বছরের মধ্যে স্বেচ্ছায় চাকুরী হতে অব্যাহতি নেওয়া যাবে না। প্রার্থীদেরকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোন আবেদনপত্র বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

অধ্যক্ষ

Comments

Popular posts from this blog

সরকারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ

পদ্মা Bank ২৫০ জন অফিসার নিচ্ছে নিজ নিজ জেলায় সুযোগ পাবেন সবাই

💘[[Apply Now]]💘 সরকারি ৯ ব্যাংকের বিজ্ঞপ্তি