Friday, August 16, 2024

নতুনভাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে BKSP (SSC/ অনার্স/ ডিগ্রী) আবেদন শেষ ২৯ আগষ্ট

BKSP বা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এর SSC/ অনার্স/ Degree পাস নিয়োগ বিজ্ঞপ্তি

বি কে এস পি কে অনেকেই চিনে থাকবেন। বিশেষভাবে খেলাধুলার সাথে যাদের সম্পৃক্ততা আছে তাদের কাছে খুবই পরিচিত একটি নাম BKSP বা বি কে এস পি যেটা একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান।
তবে সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা বিশাল ফান্ডামেন্টার পার্থক্য আছে।
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যেমন পাঠ্যপুস্তকের মাধ্যমে ক্লাস রুমের ভেতরে পড়ানো হয় এবং ক্লাস রেখে বাইরে খেলতে গেলে যেখানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বকা শুনতে হয়। কিন্তু বাংলাদেশ ক্রীডা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখতে পাবেন একদম পুরো ভিন্ন চিত্র।
এই বি কে এস পি তে আপনি পাঠ্যপুস্তক বেশি পড়লেই বরঞ্চ বকা খেলেও খেতে পারেন😀 কারন এই শিক্ষা প্রতিষ্ঠানের মুল উদ্যেশ্যই হচ্ছে, আপনাকে খেলাধুলার শিক্ষা দিয়ে, খেলাধুলা বা ক্রীড়াতে দক্ষ করে তোলা।
এই স্কুলে প্রাতিষ্ঠানিক পাঠ্যপুস্তক নির্ভর পড়াশুনার চর্চা একদম নেই বললেই চলে।
এই স্কুলে তারাই ভর্তি হতে পারেন যাদের পড়াশুনা করতে একদম ভাল লাগেনা এবং যারা খেলাধুলাতে অলরেডি বেশ ভাল পান্ডিত্য দেখিয়ে ফেলেছে, তারাই এই স্কুলে ভর্তি হতে পারেন।
তবে এখানে খেলাধুলার পাশাপাশি কিছু পুথিগত শিক্ষার ব্যাবস্থাও আছে, সেটা ভিন্ন প্রসংগ।
যাইহোক চলুন দেখে নেয়া যাক, এই বি কে এস এফের নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু কি এবং কারা এই চাকরির জন্য এপ্লাই করতে পারবেন।
সাথেই থাকবেন।


 

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন