শুরু হয়েছে Bkash এ আবেদন গ্রহন

শুরু হয়েছে বিকাশের ইন্টার্নশিপ প্রোগ্রামে এপ্লিকেশন গ্রহন। চলমান থাকবে ১০ তারিখ পর্যন্ত

এটা কিসের আবেদন গ্রহন?

এই প্রশ্নের জবাব আপনি নিচের বিজ্ঞপ্তির ইমেজের দিকে তাকালেই বুঝতে পারবেন অনেকখানি। তবে আপনার বোঝার সুবিধার্থে কিছু প্রাথমিক আইডিয়া এখানে লিখে দিলাম।
১) এটা হচ্ছে মুলত বিকাশের একটা প্রোগ্রাম
২) বিকাশ এই প্রোগ্রাম বছরজুড়ে সময় সময় করে থাকে
৩) এই প্রোগ্রাম একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম
৪) এটা বেসিক্যালি ইন্টার্নশিপে আগ্রহীদের জন্য একটা প্রোগ্রাম
৫) এই প্রোগ্রামের নাম বিকাশ ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপ প্রোগ্রাম
৬) এই প্রোগ্রামকে বিকাশ বিনেক্সট বলেও পরিচয় করিয়া থাকে
৭) বিকাশের এই প্রোগ্রাম সরাসরি বিকাশে মুল অফিস থেকে পরিচালিত হয়ে থাকে
৮) ইন্টার্নশিপের জগতে বিকাশের এই প্রোগ্রাম অলরেডি অনেক সুনাম কুড়িয়েছে
৯) এই প্রোগ্রামে যুক্ত হবার জন্য আপনাকে প্রথমে এপ্লাই করতে হবে
১০) এপ্লাই করার পর আপনার এপ্লিকেশন গৃহীত হলে পরবর্তী নির্দেশনা সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে জানাবে বিকাশ অফিস থেকেই





আবেদন জমা সংক্রান্ত অথবা এই কাজ সংক্রান্ত যে কোন ধরনের প্রশ্ন বা মতামত থাকলে লিখুন নিচের ফেসবুক কমেন্টে



Comments

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

Popular posts from this blog

Apply → শুধু বিকাল ৫ টা থেকে রাত ৮ টা বেতন ঘন্টা হিসেবে