সুপ্রিয় সরকারি চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশাকরি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আপনাদেরকে জানাতে চাই যে, নিচের যে ২ টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, দুটোতেই লক্ষ্য করবেন আবেদন জমার শেষ তারিখ লেখা আছে ১৪ আগষ্ট।
সেটা দেখে বিভ্রান্ত হবেন না।
কারন আবেদন জমা দেবার শেষ তারিখ ১৪ আগষ্ট পরিবর্তন করে ৩১ আগষ্ট করা হয়েছে।
আবেদন জমার তারিখ বৃদ্ধির নোটিশের ছবি নিচে দেয়া আছে।
আশাকরি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার সরকারি চাকরি প্রাপ্তির পথে কিছুটা হলেও সহযোগিতা করতে সক্ষম হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকারি কোন প্রতিষ্ঠান থেকে এসেছে?
সরকারি এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এসেছে পল্লী উন্নয়ন বোর্ড থেকে। এটি মুলত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা Bangladesh Rural Development Board নামেই পরিচিত। সরকার এই প্রতিষ্ঠানের অফিস কাওরান ৫ অধীনে ঢাকায়। সরকারি এই প্রতিষ্ঠানের ওয়েব এড্রেস brdb.teletalk.com.bd যে এই সার্কুলারের ঠিক প্রথম সারিতেই ৩ নং লাইনে পেয়ে যাবেন।
এপ্লিকেশন জমার সময় বৃদ্ধি সংক্রান্ত বিষয়াধি সম্পর্কে কি নোটিশ আছে?
এই সার্কুলারের আপাতত সবচেয়ে গুরুত্বপুর্ন পার্টটাই হচ্ছে এটা। অর্থ্যাত আবেদন জমার সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশটা।
কি কারন এই পার্ট টা ইম্পর্টেন্ট সেটা জানিয়ে দিচ্ছি। এই সার্কুলারটি অনেক আগের। ১ম যখন এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় তখন এটিতে এপ্লাই করার জন্য সর্বশেষ সময় ছিল ১৪ আগষ্ট। সেই সময় অর্থ্যাত ১৪ তারিখের আগেই অনেকেই এপ্লিকেশন জমা করে ফেলেছেন অলরেডি। কিন্তু নতুন যে আবেদন জমার সময় বৃদ্ধির নোটিশ টি এসেছে সেটি হচ্ছে এই আবেদন জমার তারিখ ১৪ তারিখ থেকে বাড়িয়ে ৩১ আগষ্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছ। এবার চলুন আরো ১ টি গুরুত্বপুর্ন প্রশ্নের সঠিক উত্তর জেনে নেয়া যাক।
যারা ১৪ আগষ্টের আগে এপ্লাই করেছে তাদের কি আবার জমা দিতে হবে এপ্লিকেশন?
এই প্রশ্নের একদম সহজ এবং ষ্ট্রেইট জবাব টা যদি এখানে নাও লিখি তবুও অনেকেই বুঝে ফেলেছেন উত্তর টা কি হবে।
হ্যা, আপনি ঠিক ই ধরেছেন। ১৪ আগষ্টের আগে যারা এপ্লিকেশন জমা দিয়েছেন অলরেডি তাদের সেই আগের এপ্লিকেশনেই কাজ হবে। নতুন করে আর এপ্লাই করার কোন প্রয়োজন নেই।
২য় অংশ
আবেদন ফি লিখা নাই কেনো
ReplyDeleteআবেদন ফি লিখা নাই কেনো
ReplyDelete