২২০০০ এ জব দিচ্ছে Care বাংলাদেশ SSC সপ্তাহে ৬ দিন ৮ ঘন্টা

 


নিয়োগ বিজ্ঞপ্তি

১. প্রতিষ্ঠান: কেয়ার বাংলাদেশ (প্রজেক্ট বেজড)

প্রকল্পের নাম: Comprehensive Prevention Program for People Who Use Drugs (PUD) and Their Partners

২. কর্মস্থল: ঢাকা

৩. পদবী: ড্রাইভার

৪. পদের সংখ্যা: ০১ (এক)

প্রধান দায়িত্ব ও কর্তব্য

৫. চালকের মূল পেশা

চালকের মূল পেশা হল যাত্রী/পণ্য পন্যসম্ভারকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং দায়িত্ব শেষ হওয়ার পরে নিরাপদে ফিরে আসা। এটি আরও প্রয়োজন যে ড্রাইভারকে অনুরোধ হিসাবে প্রয়োজনে অতিরিক্ত সময়ে কাজ করতে হবে।

৬. যানবাহনের সুরক্ষা

ড্রাইভার ভ্রমনের সময় যানবাহনের পাশাপাশি যে কোন যাত্রীর যথাযথ সুরক্ষা নিশ্চিত করবেন।

৭. যানবাহন রক্ষণাবেক্ষণ

ড্রাইভার ”এ” সার্ভিসিং সহ ছোট খাটো যানবহন মেরামত/রক্ষণাবেক্ষনের কাজ করবেন। চালককে অবশ্যই যানবাহন চলাচল সম্পর্কিত স্থানীয় আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

৮. গমন সম্পর্কে সচেতনতা

গমন সম্পর্কে সচেতন হতে হবে এবং সঠিক সময়ে গাড়ী নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছাড়তে হবে।

৯. পরিস্কার পরিচ্ছন্ন পোষাক

পরিস্কার পরিচ্ছন্ন পোষাক পরতে হবে।

১০. ”হাইওয়ে রোড” ও ট্রাফিক আইন

”হাইওয়ে রোড” সম্পর্কে সম্পূর্ন জ্ঞান থাকতে হবে এবং সমস্ত ট্রাফিক আইন এবং কেয়ারের পরিবহন নীতিমালা সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং সেই অনুযায়ী যানবাহন চালাতে হবে।

১১. প্রতিদিনের চেক

প্রতিদিন গাড়ীবের করার পূর্বে সকালের চেক নিশ্চিত করতে হবে। কোন ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে সুপারভাইভার কে অবহিত করতে হবে।

১২. বৈধ কাগজপত্র

যাত্রার আগে সংশ্লিষ্ট গাড়ীতে বৈধ কাগজপত্র নিশ্চিত করতে হবে।

১৩. অপারেশন এলাকার জ্ঞান

নির্ধারিত অপারেশন এলাকার রুট ও ট্রাফিক অবস্থার সর্বোত্তম জ্ঞান রাখতে হবে।

১৪. ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স বৈধ রাখার জন্য নিজেকে সম্পূর্ন দায়িত্ব নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১৫. শিক্ষাগত যোগ্যতা

নুন্যতম এস এস সি/ অভিজ্ঞদের জন্য নূন্যতম অষ্টম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য।

১৬. অভিজ্ঞতা

নুন্যতম ৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৭. বৈধ পেশাদার লাইসেন্স

ভারি যানবাহন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

১৮. দক্ষতা

বিভিন্ন যানবাহন ড্রাইভিং এবং ছোটখাট যানবাহন রক্ষনাবেক্ষনের কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

১৯. ভাষা

বাংলা লেখা ও কথ্য ভাষায় ভালো এবং ইংরেজীতে নূন্যতম দক্ষতা।

২০. মাসিক বেতন

সর্বসাকুল্যে ২২,০০০.০০ (বাইশ হাজার টাকা মাত্র)

২১. কর্মদিন ও ঘন্টা

সপ্তাহিক ৬দিন এবং দৈনিক ৮ ঘন্টা। প্রকল্পের সুবিধা অনুযায়ী সপ্তাহের যেকোন দিন হতে পারে তবে ৬ দিনের বেশী নয় এবং সময় সকাল ৬টা থেকে রাত ৯:০০ মধ্যে যে কোন ৮ ঘন্টা প্রকল্পের সুবিধা মত বেছে নেওয়া হবে।

দরখাস্ত পাঠানোর ঠিকানা

২২. শেষ তারিখ

দরখাস্ত পাঠানোর শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৪ইং।

২৩. ই-মেইল ঠিকানা

ই-মেইল এর মাধ্যমে দরখাস্ত পাঠানো যাবে: Email: career.pwidcare@gmail.com

প্রশ্ন থাকলে লিখুন

Previous Post Next Post

Contact Form