বাংলা ইংলিশ গণিত পদার্থ জীববিজ্ঞান বিষয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ - অনার্স লাগবে

 


বেসিক আইডিয়াল স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: প্রাথমিক (বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন) এবং মাধ্যমিক (বাংলা মাধ্যম) শিক্ষক

বিষয়: বাংলা, ইংলিশ, গণিত, পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞান

শিক্ষাগত যোগ্যতা:

  • সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) / স্নাতকোত্তর ডিগ্রি।
  • ইংলিশ ভার্সনের প্রার্থীদের জন্য SCIENCE BACKGROUND আবশ্যক।

দায়িত্বসমূহ ও প্রেক্ষাপট:

  • প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদান।
  • বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সন উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয় দায়িত্ব পালন।

চাকরির ধরন: ফুল টাইম

কর্মস্থল: ঢাকা

আবেদন পদ্ধতি:

হার্ড কপি:
প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (সি.ভি), পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি, যোগাযোগের ফোন নম্বরসহ স্ব-হস্তে লিখিত দরখাস্ত অধ্যক্ষ বরাবর আগামী ১৭ / ০৭/ ২৪ তারিখ থেকে ১৬ / ০৮ / ২৪ তারিখের মধ্যে ডাকযোগে / কুরিয়ার সার্ভিসের মাধ্যমে / সরাসরি স্কুল ক্যাম্পাসের সি.ভি বক্সে পৌঁছাতে হবে। খামের উপর বিষয়ের নাম উল্লেখ করতে হবে।

অনলাইন আবেদন:
আবেদনপত্র এবং প্রয়োজনীয় দলিলপত্র সমূহ নিম্নলিখিত ইমেইল ঠিকানায় পাঠাতে হবে: basicidealschool@gmail.com

উপযুক্ত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ফোনের মাধ্যমে জানানো হবে।

ক্যাম্পাসের ঠিকানা:

বাড়ি # ১০, রোড # ৯/২, ব্লক # ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা - ১২১৯

যোগাযোগের তথ্য:

ফোন: 02-839 6447, 01942899464, 01611843656
ইমেইল: basicidealschool@gmail.com

কোম্পানি তথ্য:

বেসিক আইডিয়াল স্কুল
ঠিকানা: বাড়ি # ১০, রোড # ৯/২, ব্লক # ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা


আবেদন করতে আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন

Comments

Popular posts from this blog

সরকারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ

পদ্মা Bank ২৫০ জন অফিসার নিচ্ছে নিজ নিজ জেলায় সুযোগ পাবেন সবাই

💘[[Apply Now]]💘 সরকারি ৯ ব্যাংকের বিজ্ঞপ্তি