Thursday, June 27, 2024

💝 ২৯২৫০ বেতনে NGO ম্যানেজার পদে চাকরি করবেন? শিক্ষা একদম অল্প

 

নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ)

প্রধান কার্যালয়
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।

স্মারক নং-এনজিএফ/প্রশা/২৯৯৩৫-২০২৪(২)
তারিখঃ ১৯.০৬.২০২৪

নিয়োগ বিজ্ঞপ্তি (Recruitment Notice)

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) সুদীর্ঘ ৩৪ বছর যাবৎ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় অঞ্চলের সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার উপজেলা সমূহে ক্ষুদ্রঋণের (microcredit) পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম (development activities) বাস্তবায়ন করে আসছে। নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি (Micro Credit Regulatory Authority, MRA) এ সনদ প্রাপ্ত (Certificate No. 01519-00587-00345) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা (NGO)। বর্তমানে সংস্থার কর্ম এলাকায় চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচির (microcredit program) আওতায় জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের (staff recruitment) জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্ন লিখিত পদে শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১. পদের নামঃ শাখা ব্যবস্থাপক (Branch Manager)

বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
পদের সংখ্যাঃ ৩ জন

শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলীঃ

  1. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক/স্নাতকোত্তর (minimum Bachelor's/Master's degree) অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  2. সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা (minimum 2 years of relevant work experience) থাকতে হবে।
  3. পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এমন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা (experience working in PKSF-funded institutions) সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
  4. কম্পিউটার চালনায় পারদর্শী (proficient in computer operation) হতে হবে।

বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাঃ
সর্বসাকুল্যে ২৯,২৫০/- টাকা।
চাকুরীতে স্থায়ীকরণের (permanent employment) পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধাসহ (festival bonus, Boishakhi bonus, contributory provident fund, and gratuity benefits) চাকুরী বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শর্তাবলীঃ (Application Conditions)

  1. প্রার্থীকে অবশ্যই মটর সাইকেল চালনায় পারদর্শী (proficient in motorcycle riding) হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স (valid driving license) থাকতে হবে।
  2. নিয়োগপ্রাপ্ত ব্যক্তির ৬ মাস শিক্ষানবীশকাল (6 months probation period) শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরণ করা হবে।
  3. আবেদকারীদের উপকুলীয় অঞ্চলের মাঠ পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠির সাথে নিবিড়ভাবে কাজ করার মানসিকতা (willingness to work closely with marginalized communities in coastal areas) থাকতে হবে।
  4. আগ্রহী প্রার্থীগণের সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল/টেলিফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (recently taken 3 copies of passport size attested photos, mobile/telephone number, and complete CV), সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন হেড অব এ্যাডমিন এন্ড এইচআরডি, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ), নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা বরাবর আগামী ৩০.০৬.২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্ব হস্তে অথবা ডাকযোগে অথবা ই-মেইলঃ ngfhr502@gmail.com ঠিকানায় পৌঁছাতে হবে।
  5. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র (original academic and experience certificates) সঙ্গে আনতে হবে।
  6. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ (no TA/DA) প্রদান করা হবে না।
  7. নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সিদ্ধান্তই চূড়ান্ত (final decision) বলে বিবেচিত হবে।

মোঃ লুৎফর রহমান
নির্বাহী পরিচালক
এনজিএফ

হেডলাইনসমূহঃ

  1. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় এনজিএফ এর কার্যক্রম
  2. ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় এনজিএফ এ জনবল নিয়োগ
  3. শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
  4. মোট ৩ জন শাখা ব্যবস্থাপক নিয়োগ
  5. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত শর্তাবলী
  6. বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা
  7. আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় ডকুমেন্টস
  8. মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে
  9. প্রবেশনারি পিরিয়ড শেষে চাকুরী স্থায়ীকরণ
  10. উপকুলীয় অঞ্চলে কাজ করার মানসিকতা আবশ্যক💝

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন