Wednesday, June 12, 2024

পল্লী বিকাশ কেন্দ্রে Accounts Officer নিয়োগ - Apply Now for Exciting Career Opportunities!

 

পল্লী বিকাশ কেন্দ্রে (পিবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৪

এমআরএ সনদ নং: ০০৫২৯-০৩৯৯৬-০০১৯০
পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলা প্রার্থীদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ।

পদের নাম: হিসাবরক্ষক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
পদের সংখ্যা: ১০
বয়স: অনুর্ধ্ব ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সহ বি.কম / এম.কম / বিবিএস / এমবিএস (ফিন্যান্স / হিসাববিজ্ঞান / ব্যবস্থাপনা) পাশ হতে হবে।

বেতন ও সুবিধা:
৬ মাস প্রবেশনকালে বেতন ১৮,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ২৫,০০০ টাকা। এছাড়াও বছরে ৩টি উৎসব ভাতা, মোটরসাইকেল ভাতা, মোবাইল বিল, প্রভিডেন্ড ফান্ড, এবং গ্র্যাচুইটি সুবিধা পাবেন।

শর্তাবলী:

  • কর্ম এলাকা: কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকার গ্রামাঞ্চল।
  • কম্পিউটার চালনায় দক্ষতা আবশ্যক।
  • ৬ মাস প্রবেশনকাল সফলভাবে শেষ করার পর স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্তি।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী ৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/ই-মেইলের মাধ্যমে পাঠানোর অনুরোধ করা হলো।

ফেরতযোগ্য জামানত: হিসাবরক্ষক-১৫,০০০ টাকা।
সাপ্তাহিক ছুটি: শুক্রবার ও শনিবার।

আবেদন ও যোগাযোগের ঠিকানা:
প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১ তলা), মরিপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
ই-মেইল: pbkhrd0007@gmail.com

কীওয়ার্ডস: পল্লী বিকাশ কেন্দ্র চাকরি, হিসাবরক্ষক নিয়োগ, পিবিকে চাকরি, গ্রামীণ ব্যাংক চাকরি, চাকরির বিজ্ঞপ্তি ২০২৪, ঢাকা চাকরি, কিশোরগঞ্জ চাকরি, গাজীপুর চাকরি, নরসিংদী চাকরি, নারায়নগঞ্জ চাকরি, কুমিল্লা চাকরি

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন