Friday, June 14, 2024

রেলের পরীক্ষায় এই ১০০ টা থেকে কমপক্ষে ৭০ টা কমন পড়বে - 70 questions from this 100 will common in Railway next job exam

 #### সাধারণ জ্ঞান

1. বাংলাদেশের প্রথম জাতীয় সংগীত কী?

   - আমার সোনার বাংলা।

2. বাংলাদেশের জাতীয় ফুল কী?

   - শাপলা।

3. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

   - রংপুর।

4. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

   - তাজিংডং।

5. বাংলাদেশের জাতীয় ক্রীড়া কী?

   - কাবাডি।

6. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?

   - রয়েল বেঙ্গল টাইগার।

7. বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি?

   - বায়তুল মোকাররম।

8. বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি?

   - পদ্মা।

9. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কত বছর চলে?

   - ৯ মাস।

10. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় কবে?

    - ১২ মে, ২০১৮।


#### গণিত

11. একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি?

    - ১৮০ ডিগ্রি।

12. একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?

    - πr² (r হলো বৃত্তের ব্যাসার্ধ)।

13. ৩² + ৪² = ?

    - ২৫।

14. ৭-এর ৪৫% কত?

    - ৩.১৫।

15. এক ডজনের ২৫% কত?

    - ৩।

16. একটি গাড়ি প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চললে ৫ ঘণ্টায় কত দূরত্ব অতিক্রম করবে?

    - ৩০০ কিলোমিটার।

17. ৩ এর ৫ গুণ কত?

    - ১৫।

18. ৮ × ৭ = ?

    - ৫৬।

19. একটি ঘরের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১৫ মিটার হলে ঘরের ক্ষেত্রফল কত?

    - ৩০০ বর্গ মিটার।

20. ৩৬-এর ৫০% কত?

    - ১৮।


#### ইংরেজি

21. “He goes to school” - বাক্যটির tense কী?

    - Present Simple Tense।

22. “I have eaten breakfast” - এই বাক্যে have কী?

    - Auxiliary verb।

23. “She is very beautiful” - বাক্যটিতে adjective কোনটি?

    - Beautiful।

24. “I will call you later” - বাক্যটির tense কী?

    - Future Simple Tense।

25. “They were playing football” - বাক্যটির tense কী?

    - Past Continuous Tense।

26. “He has finished his work” - এই বাক্যে has কোন tense ব্যবহার হয়েছে?

    - Present Perfect Tense।

27. “Honesty is the best policy” - বাক্যটির noun কোনটি?

    - Honesty।

28. “He can swim” - বাক্যটির modal verb কোনটি?

    - Can।

29. “The cat is under the table” - বাক্যটিতে preposition কোনটি?

    - Under।

30. “I have two sisters” - বাক্যটিতে pronoun কোনটি?

    - I।


#### বিজ্ঞান

31. সৌরজগতে সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি?

    - শুক্র (Venus)।

32. মানুষের রক্তের কোন উপাদানটি অক্সিজেন পরিবহন করে?

    - হিমোগ্লোবিন।

33. কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়?

    - ভিটামিন ডি।

34. পৃথিবীর কেন্দ্র কোন পদার্থে গঠিত?

    - লোহা ও নিকেল।

35. দুধে কোন ভিটামিন বেশি থাকে?

    - ভিটামিন এ।

36. কোন গ্যাস বাতাসে বেশি পরিমাণে থাকে?

    - নাইট্রোজেন।

37. চন্দ্রগ্রহণ কবে ঘটে?

    - পূর্ণিমা রাতে।

38. মানুষের শরীরে কিডনির সংখ্যা কত?

    - ২টি।

39. কোন প্রাণী সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী?

    - তিমি।

40. কোন ভিটামিন রাতকানা রোগ প্রতিরোধ করে?

    - ভিটামিন এ।


#### ইতিহাস

41. বাংলার নবাব সিরাজউদ্দৌলা কবে পলাশীর যুদ্ধে পরাজিত হন?

    - ১৭৫৭।

42. মহামতি গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?

    - লুম্বিনী।

43. আলেকজান্ডার দ্য গ্রেট কোথায় জন্মগ্রহণ করেন?

    - মেসিডোনিয়া।

44. বাংলার স্বাধীনতার ঘোষক কে?

    - শেখ মুজিবুর রহমান।

45. কোন সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন?

    - শাহজাহান।

46. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

    - ১৯৩৯।

47. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মিত্র দেশ কোনটি ছিল?

    - ভারত।

48. মোহনজোদাড়ো কোন সভ্যতার অংশ ছিল?

    - সিন্ধু সভ্যতা।

49. কার নেতৃত্বে আমেরিকা স্বাধীনতা লাভ করে?

    - জর্জ ওয়াশিংটন।

50. বাংলাদেশ কবে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়?

    - ১৬ ডিসেম্বর, ১৯৭১।


#### রেলওয়ে সংক্রান্ত

51. বাংলাদেশ রেলওয়ের মোট কতটি রেল স্টেশন রয়েছে?

    - প্রায় ৪৬৫টি।

52. বাংলাদেশ রেলওয়ের প্রথম মেট্রো রেল কোনটি?

    - ঢাকা মেট্রো।

53. বাংলাদেশ রেলওয়ে কতটি কোচিং ডিভিশন আছে?

    - ২টি (পূর্ব ও পশ্চিম)।

54. বাংলাদেশ রেলওয়ের মোট লাইন কত কিলোমিটার?

    - প্রায় ২৯৮৫ কিলোমিটার।

55. বাংলাদেশ রেলওয়ে কতটি জোনে বিভক্ত?

    - ২টি (পূর্ব ও পশ্চিম)।

56. বাংলাদেশ রেলওয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

    - ঢাকা।

57. বাংলাদেশ রেলওয়ের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা কোন পদে কাজ করেন?

    - মহাপরিচালক।

58. বাংলাদেশ রেলওয়ের একটি প্রসিদ্ধ ট্রেনের নাম কী?

    - সুন্দরবন এক্সপ্রেস।

59. বাংলাদেশ রেলওয়ের পণ্য পরিবহনের জন্য কোন ট্রেন ব্যবহৃত হয়?

    - মালগাড়ি।

60. বাংলাদেশ রেলওয়ের প্রথম ইঞ্জিনটি কবে চালু হয়েছিল?

    - ১৮৬২ সালে।


#### আন্তর্জাতিক

61. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

    - নিউ ইয়র্ক।

62. বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি?

    - এশিয়া।

63. বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?

    - ভ্যাটিকান সিটি।

64. বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?

    - চীন।

65. বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র কোনটি?

    - প্রশান্ত মহাসাগর।

66. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?

    - রাশিয়া।

67. বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি?

    - সাহারা।

68. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?

    - আর্কটিক মহাসাগর।

69. বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি?

    - এভারেস্ট।

70. বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?

    - নীল নদ।


#### কম্পিউটার

71. কম্পিউটারের মূল মেমরি কোনটি?

    - RAM।

72. কম্পিউটারের প্রসেসরকে আর কী বলা হয়?

    - CPU।

73. কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস?

    - কীবোর্ড।

74. কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস?

    - মনিটর।

75. কোনটি একটি অপারেটিং সিস্টেম?

    - উইন্ডোজ।

76. কম্পিউটারের হার্ড ডিস্ক কী কাজে লাগে?

    - তথ্য সংরক্ষণ।

77. ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন ব্রাউজার ব্যবহার করা হয়?

    - গুগল ক্রোম।

78. কোনটি একটি প্রোগ্রামিং ভাষা?

    - পাইথন।

79. কম্পিউটার ভাইরাস কী?

    - ম্যালওয়্যার।

80. কম্পিউটারের মাধ্যমে তথ্য বিনিময়ের জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়?

    - HTTP।


#### সাম্প্রতিক বিষয়াবলী

81. ২০২২ সালে বাংলাদেশে কোন মহাসড়ক উদ্বোধন করা হয়েছিল?

    - পদ্মা সেতু।

82. বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী কে?

    - আ হ ম মুস্তফা কামাল।

83. ২০২১ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

    - টোকিও।

84. কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম অনুমোদিত নাম কী ছিল?

    - ফাইজার-বায়োএনটেক।

85. বাংলাদেশের প্রথম নারী চ্যাম্পিয়নশিপ ক্রিকেট দল কোনটি?

    - বাঘিনী।

86. ২০২১ সালে কোন দেশ চাঁদে রোভার প্রেরণ করেছিল?

    - চীন।

87. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?

    -


 আন্তোনিও গুতেরেস।

88. বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে?

    - জামাল ভূঁইয়া।

89. ২০২২ সালের FIFA বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

    - কাতার।

90. ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছিলেন?

    - মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ।


#### সাধারণ জ্ঞান (বাংলাদেশ)

91. বাংলাদেশে মোট কতটি বিভাগ রয়েছে?

    - ৮টি।

92. বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?

    - রংপুর।

93. বাংলাদেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি কোনটি?

    - বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি।

94. বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

    - খালেদা জিয়া।

95. বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার কে?

    - শিরীন শারমিন চৌধুরী।

96. বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কোনটি?

    - ঢাকা বিশ্ববিদ্যালয়।

97. বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রবন্দর কোনটি?

    - চট্টগ্রাম বন্দর।

98. বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা কোনটি?

    - হাম হাম ঝর্ণা।

99. বাংলাদেশে মোট কতটি সংসদীয় আসন রয়েছে?

    - ৩০০টি।

100. বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট কে?

    - মোহাম্মদ সাহাবুদ্দিন।


এই প্রশ্নগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হতে পারে এবং ভালোভাবে অধ্যয়ন করলে কমন পড়ার সম্ভাবনা থাকবে।

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন