Thursday, April 18, 2024

আজ কখন বৃষ্টি শুরু?

 আজকের বৃষ্টি কিছুটা ভিন্নরুপ আচরন করবে। গতকাল যেমন বলা গিয়েছিল দুপুরের দিকে বৃষ্টি শুরু হতে পারে তবে আজকের টা সেভাব বলা যাচ্ছে না। প্রকৃতির ভিন্নতার কারনেই আবহাওয়ার গতিবিধি বেশ অকল্পনীয় হয়ে পড়েছে।

তবে আজ বৃষ্টি হবে এবং সেটা বিকালের দিকে শুরু হতেও পারে।

কিন্তু একটি মজার ব্যাপার হচ্ছে, আজকে যখনই বৃষ্টি শুরু হোক না কেন, সেই বৃষ্টি লম্বা সময় ধরে চলতে থাকবে না

সো, বিকাল পর্যন্ত দেখুন কি হয়




No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন