আজ বৃষ্টি নিশ্চিত - কারনটা ভয়ংকর

গত ১০ দিনের বড় সংবাত্রগুলো যদি আপনি ঘাটেন তাহলে দেখবেন ঢাকায় দিনে ৩/৪ বার করে ঝড়বৃষ্টি অব্যাহত ছিল কিন্তু জনগণ ভিজে নাই একটুও.

আজকেও আপনি বড় বড় প্রথম সারির পত্রিকাগুলো খুলে দেখেন, ঝড় বৃষ্টি জ্বলোচ্ছাস যা চান তাই পাবেন আজ দুপুরের মধ্যেই।

দুপুরের পরে খবর আবার পাবেন তারাই বলতেছে, রাতে বৃষ্টি মাস্ট।


টিভি চ্যনেলগুলো দেখেন, খবর পাবেন, বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস।

তাহলে আজও বৃষ্টি হবেই। নিশ্চিত। কারন কি ? এতটা কনফিডেন্ট কোথা থেকে আসে?

গত ১০ দিন সকালে দুপুরে বিকেলে রাতে সবসময় যেহেতু বৃষ্টি হবে এই খবর ছিলই তাহলে আজকেও হবেই বৃষ্টি এটা নিশ্চিত করে বলাই যায়। নাকি বলেন?



Comments

Popular posts from this blog

সরকারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ