ছুবল মারবে কোথায়?

সাপের ফনার মত তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে দুবাইয়ের ভয়ংকর বৃষ্টি। বিজ্ঞানীরা আশংকা করছেন যে, দুবাইকে যে ঝড় আক্রমন করেছিল, সেই ঝড় কিছুটা জিরিয়ে নিয়ে আবার তার তান্ডব শুরু করবে অন্য অঞ্চলে।

প্রথমত বিজ্ঞানীদের ধারনা, এটি প্রথমে এশিয়া মহাদেশের দেশগুলোকে বৃষ্টির পানিতে ডুবাবে। অতপর এটি ইউরোপ সহ অন্যান্য মহাদেশে ছুবল মারবে।

তবে আপাতত, এই ঝড় চুপচাপ থাকলেও, ভেতরে ভেতরে তেজে ফুসেই চলেছে বলে ধারনা করা হচ্ছে। এবং এই ফুস ফুসানি হঠাত করেই তীব্র আক্রমনাত্নক হয়ে উঠতে দেরি নেই বলে আশংকা সকলের।

এখন শুধু দেখার পালা, এই সাপ কোথায় এবং কিভাবে ছুবল টা মারে

Comments

Popular posts from this blog

সরকারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ