Monday, April 29, 2024

কোন স্থানে?

দিয়াবাড়ির একাংশে হালকা একটু বৃষ্টি হয়েছে। খুবই অল্প। অনেকে বুঝতেই পারেননি। তবে অল্প হোক কিছুটা হয়েছে ফলে তার আশেপাশে কিছু ঠান্ডা বাতাস বইছে। বৃষ্টিটা ছিল হালকা ফেউতার মত। যারা দেখেছেন তারা খুব আশা করেছিল, বৃষ্টিটা বুঝি বাড়বে কিছুটা। কিন্তু প্রচন্ড রোদে হাওয়ায় মিলিয়ে যায় বৃষ্টিটা।

2 comments:

  1. Vai Ami Diya baritei achi.. faltu kotha

    ReplyDelete
  2. ফুটফুটে সুন্দর

    ReplyDelete

প্রশ্ন থাকলে লিখুন