কিসের বাশ?
গরমের থেকে বাচার জন্য সবাই গাছ লাগানোর হিড়িক শুরু করে দিয়েছে। এটা ভাল। কিন্তু কেউ কিন্তু আসল গাছটার কথা বলছে না।
আসল গাছ হচ্ছে সেই গাছ, যেটা প্রকৃতি থেকে সবচেয়ে বেশি পরিমান তাপ শুষে নিয়ে প্রকৃতিকে ঠান্ডা করে ফেলে খুব দ্রুত।
গবেষনায় দেখা গিয়েছে ১০০ টি বাশ ১ টি ১ টনের এসির চেয়ে বেশি ঠান্ডা করতে সক্ষম।
সো, গাছ যদি লাগাতেই চান, বাশ লাগান।
এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে
Comments
Post a Comment
প্রশ্ন থাকলে লিখুন