Sunday, April 7, 2024

১১ জেলার সিভিল সার্জনের অফিসে শতশত শুন্য পদে বিনা বাধায় চাকরি দিচ্ছে সরকার

দেশে বর্তমানে এযাবৎকালের বিশাল সরকারি নিয়োগ চলছে। এই নিয়োগ শুরু হয়েছে সিভিল সার্জনের অফিসে। একটি দুটি সিভিল সার্জনের অফিসে যদি এই নিয়োগ হত তাহলে নরমাল নিয়োগ হচ্ছে বলে ধরা যেত।

কিন্তু একযোগে ১১ জেলার সিভিল সার্জনের অফিসে শুরু হয়েছে এই নিয়োগ।

শতশত শুন্য পদের পদের সিভিল সার্জনের ১১ টি অফিসে নিয়োগের জন্য এপ্লিকেশন জমা নেয়া হচ্ছে।

কোন কোন জেলার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার লিষ্ট দেয়া হল নিচেঃ

(১) ফেনির সিভিল সার্জনের অফিসে দরখাস্ত নেয়া হচ্ছে ১১৫ শুন্য পদের জন্য - Feni  Apply Now

http://csfeni.teletalk.com.bd/

(২) ১০০ শুন্য পদের বরিশালের সিভিল সার্জনের অফিসে আবেদন নেয়া চলমান - Barishal Apply Now

http://csbarishal.teletalk.com.bd/

(৩) শেরপুরের সিভিল সার্জনের অফিসে নেয়া হচ্ছে ৮৮ জন - Sherpur Apply Now

http://cssherpur.teletalk.com.bd/

(৪) ৩৯ জন্য নেয়া হচ্ছে মেহেরপুর সিভিল সার্জনের অফিসে - Meherpur Apply Now

http://cssherpur.teletalk.com.bd/

(৫) ১৪০ শুন্য পদে নেয়া হচ্ছে নেত্রকোনা সিভিল সার্জনের অফিসে - Netrokona Apply Now

(৬) ২১০ টি পদের জন্য এপ্লিকেশন নিচ্ছে চাদপুরের সিভিল সার্জনের অফিস - Chadpur Apply Now

(৭) মানিকগঞ্জের অফিসে দরখাস্ত নিচ্ছে ৬৬ জনের জন্য - Manikgonj Apply Now

(৮) ১৩৯ টি পদের জন্য দরখাস্ত নিচ্ছে নোয়াখালি সিভিল সার্জনের কার্যালয়ে - Noakhali Apply Now

(৯) ফরিদপুরের অফিসের জন্যও নেয়া হচ্ছে ১৩৯ শুন্য পদের এপ্লিকেশন - Faridpur Apply Now

এবং (১০) ঝালকাঠির সিভিল সার্জনের অফিসের জন্য ৪৩ টি শুন্য পদের বিপরীতে দরখাস্ত গ্রহন অব্যাহত আছে - Jhalkhathi Apply Now

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন