Posts

Showing posts from April, 2024

সোর্স - Source

এই খবরে সোর্স থেকে জানা যায়, গত কয়েক দিনের তাপের গতিবিধি পর্যবেক্ষন করে এই ডাউনগ্রেডেড মান পাওয়া গিয়েছে। তবে যেহেতু এটি স্যাটেলাইট নির্ভর পর্যবেক্ষনের অংশবিশেষ তাই এই গতিবিধি কিছু পরিবর্তিত হতে পারে। তবে আশাকরা যায়, আজ বিকেল থেকে তাপ কমা শুরু করবে এবং ২ দিনের মধ্যে বৃষ্টি হবে।

//আলহামদুলিল্লাহ// রেলওয়ের SSC পাসে ২০০১০ এ অফিস সাপোর্ট স্টাফ নিয়োগের সার্কুলার প্রকাশ

Image
আবেদন জমা দেবার জন্য এখানে ক্লিক করুন আবেদন জমা দেবার জন্য  এখানে  ক্লিক করুন আবেদন জমা দেবার জন্য  এখানে  ক্লিক করুন  

কারন কি?

এবার গতবারের চেয়ে ৫ লাখ বেশি গরু থাকবে বাজারে। ফলে যারা শেষের দিকে গরু কিনবে তারা অনেক কম মুল্য গরু কিনতে পারবেন বলে আশা করছেন সবাই। যেকারনে একই এমাউন্টে ২ টির মত গরু কেনা যাবে বলে মনে হয়

কোন স্থানে?

দিয়াবাড়ির একাংশে হালকা একটু বৃষ্টি হয়েছে। খুবই অল্প। অনেকে বুঝতেই পারেননি। তবে অল্প হোক কিছুটা হয়েছে ফলে তার আশেপাশে কিছু ঠান্ডা বাতাস বইছে। বৃষ্টিটা ছিল হালকা ফেউতার মত। যারা দেখেছেন তারা খুব আশা করেছিল, বৃষ্টিটা বুঝি বাড়বে কিছুটা। কিন্তু প্রচন্ড রোদে হাওয়ায় মিলিয়ে যায় বৃষ্টিটা।

দাম কত? - Buy Solar AC

  বাজারে কিছু ১ টনের সোলার AC পাওয়া যাচ্ছে যেগুলো খুবই টেকসই এবং টানা ২৪ ঘন্টা চালালেও ১ পয়সাও বিল আসবেনা। এই সোলার এসি গুলোর সাথে আপনাকে কোন সোলার প্যানেল আলাদা করে কিনতে হবেনা। এসির সাথেই এক প্যকেটেই সোলার প্যানেল দিয়ে দেয়া হবে যেটা খুবই উচুমানের। যেহেতু সোলার প্যনেল সহ এই এসি আপনাকে দেয়া হবে তাই এই সোলার এসির দাম কিছুটা বেশি। ১ টনের সোলার এসির মুল্য ৯৬ হাজার থেকে দেড় লাখ টাকা। তবে এই ৯৬ হাজার শুধুমাত্র এসির দাম এটা ভেবে ভুল করবেন না। কারন যে সোলার প্যনেল আপনাকে দেয়া হবে সেটার দাম কম করে হলেও ৩০ হাজারের নিচে হবেনা। ১ টনের টা কিনতে পারেন   এই লিংকে (Buy Solar AC 1 TON) দেড় টনের টার দাম ২ লাখ টাকার কিছুটা আশেপাশে যা কিনতে পারেন  এই লিংকে  Buy 1.5 TON Solar AC

জন্ম মৃত্যু নিবন্ধনের সরকারি কাজে ২২৪৯০ তে HSC হলে জয়েনিং নেয়া যাচ্ছে

 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন, ঢাকা www.dscc.gov.bd "শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি" স্মারক সংখ্যা: ৪৬.২০৭.০০০.০৩.০৩.৩০৭৪.২০২৪-৩৯৫ নিয়োগ বিজ্ঞপ্তি তারিখঃ ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ২৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে: পদের নাম ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল/২০১৫) পদের বয়স সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা  রেজিস্ট্রেশন সহকারী (জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ) (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং গ্রেড: ১৬ (৯,৩০০-২২,৪৯০/-) (খ) মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ (বিশ) শব্দ এবং ইংরেজিতে ২০ (বিশ) শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা। ২। নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে: (১) ১৮ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ/০১.০৪.২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩০ বৎসর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স...

প্রতিদিন ৩০০০ ভাতায় কাজ দিচ্ছে পরিবার পরিকল্পনা অফিস সাময়িক সময়ের জন্য

Image
 

পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (https://www.specialbranch.gov.bd বা http://sbdhaka.teletalk.com.bd) দেখা যাবে অথবা QR code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল অথবা https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে জানা যাবে। ৭. অসম্পূর্ণ, ক্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ৮. অনলাইনে (Online) আবেদনের সময়সীমা ও পদ্ধতি নিম্নরূপ: ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে https://www.specialbranch.gov.bd অথবা http://sbdhaka.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা: i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় (২৫/০৪/২০২৪) খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা। ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় (১৬/০৫/২০২৪) বিকাল ৫.০০ টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online আব...

আজ বৃষ্টি নিশ্চিত - কারনটা ভয়ংকর

গত ১০ দিনের বড় সংবাত্রগুলো যদি আপনি ঘাটেন তাহলে দেখবেন ঢাকায় দিনে ৩/৪ বার করে ঝড়বৃষ্টি অব্যাহত ছিল কিন্তু জনগণ ভিজে নাই একটুও. আজকেও আপনি বড় বড় প্রথম সারির পত্রিকাগুলো খুলে দেখেন, ঝড় বৃষ্টি জ্বলোচ্ছাস যা চান তাই পাবেন আজ দুপুরের মধ্যেই। দুপুরের পরে খবর আবার পাবেন তারাই বলতেছে, রাতে বৃষ্টি মাস্ট। ৫০০ টাকা কেজি মাংস কিনতে চান? টিভি চ্যনেলগুলো দেখেন, খবর পাবেন, বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস। তাহলে আজও বৃষ্টি হবেই। নিশ্চিত। কারন কি ? এতটা কনফিডেন্ট কোথা থেকে আসে? গত ১০ দিন সকালে দুপুরে বিকেলে রাতে সবসময় যেহেতু বৃষ্টি হবে এই খবর ছিলই তাহলে আজকেও হবেই বৃষ্টি এটা নিশ্চিত করে বলাই যায়। নাকি বলেন?

ছবিতে দেখুন আমেরিকার টর্নেডো

Image
 

কেমন শিলা পড়বে চট্টগ্রামে?

 আবহাওয়া অফিস থেকে কিছুক্ষন আগে, চট্টগ্রামে শিলাবৃষ্টি হবার কথা জানিয়েছে। একই সাথে সিলেটেও শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। চট্টগ্রামের পাশাপাশি বিক্ষিপ্তভাবে অন্য জেলাতেও শিলাবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়ে আবহাওয়া অফিস।

ঢাকায় বৃষ্টির সময়টা জেনে নিন

 আজ সন্ধ্যের আগ থেকে শুরু করে এশার সময়ের মধ্যে ঢাকায় বৃষ্টি হবে ইনশাআল্লাহ

কোথায় বৃষ্টি শুরু হয়েছে?

বৃষ্টি এইমাত্র শুরু হয়েছ সিলেটে। আশা করা হচ্ছে, এই বৃষ্টি একটু সময় নিয়ে ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়বে। আলহামদুলিল্লাহ। ======== যাইহোক যাদের খুব বেশি চাকরি দরকার তারা পারেন নিতে নিচের চাকরিগুলো

এভারে করবেন = পল্লী বিদ্যুৎ কাজ ১৮০০০ এ শুরু বৃদ্ধি পেয়ে ৪৬০০০ হবে HSC শিক্ষা

পল্লী বিদ্যুৎ ক্যাশিয়ার নিচ্ছে। বেতন বেশ উচুমানের। কিন্তু অনেক হাইফাই হলেও অনেক অল্প শিক্ষাতেই এই চাকরিতে প্রবেশ করার সুযোগ রেখেছে পল্লী বিদ্যুৎ। যারা এপ্লিকেশন সাবমিট করতে চান তারা সার্কুলার দেখে নির্ধারিত তারিখের আগেই এপ্লাই করে রাখবেন। যদি দেখেন যে, সময় শেষ হয়ে গিয়েছে তাহলে টেনশনের কিছু নেই। কারন ৩ মাস পরপরই একই বিজ্ঞপ্তি আসতে থাকে। সো, একবার যদি মিস করে ফেলেন সেটাকে আল্লাহর রহমত ভেবে সেই ৩ মাস ভাল করে পড়াশোনা করতে থাকুন। ইন্টার্ভিউয়ের জন্য কিভাবে পড়বেন সেটা না জানা থাকলে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন। আর এপ্লিকেশন জমা দিতে পারেন এভাবে

ছবিতে দেখুন তানজানিয়ার বন্যা

Image
 

কোন জেলা আগে ডুববে দেখে নিন

কোন জেলা আগে ডুববে সেটা নিশ্চিত করে বলা মুশকিল। তবে ধারনা করা হচ্ছে যেসব জেলা বন্যা কবলিত হয়ে থাকে নরমালি সেগুলোতে প্রাথমিক আঘাতটা আসতে পারে

BRT Bus ষ্টশনে নিয়োগের সিষ্টেম

Image
  আবেদন নিয়ম ও অন্যান্য শর্তাবলি: ১. নিয়োগ বিজ্ঞপ্তি www.rthd.gov.bd. dtca.portal.gov.bd, rhd.portal.gov.bd, www.dhakabrt.gov.bd http://dbrt.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ২. প্রার্থীগণকে http://dbrt.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশপূর্বক Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতি উল্লিখিত ওয়েবসাইট হতে বিস্তারিত জানা যাবে। আগামী ২ মে, ২০২৪ সকাল ৯:০০ টা হতে ৩১ মে, ২০২৪ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে। পূরণকৃত আবেদনপত্র অবশ্যই ডাউনলোডের মাধ্যমে সংরক্ষণ করতে হবে। আবেদন ফরম পূরণের সর্বশেষ সময়ের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে শুধু আবেদন ফি জমা প্রদান করা যাবে। ৩. ০১ এপ্রিল ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র- কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ৪. পরীক্ষার ফি প্রদান: নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ব্যবস্থাপক (আইটি) পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬৯/- টাক...

শিক্ষক needed at মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়

  Requirements Education বিশেষ শিক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি (এম এস ই ডি)। এস এস সি এবং এইচ এস সি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা জিপিএ ৪.৫০। Experience At least 5 years Additional Requirements Age at most 45 years বয়স অনধিক ৪৫ বছর। ০১ জুন ২০২৪ তারিখে বয়স গণনার ক্ষেত্রে বিবেচনা করা হবে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর জন্য বয়স শিথীলযোগ্য। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয়ে ন্যূনতম পাঁচ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা। শিক্ষাগত ও আচরণিক সমস্যা (এস ই ডি) এবং অটিজমে আক্রান্ত শিক্ষার্থীদের জন্য বহু-সংবেদী ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা (আইইপিস) পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, শিক্ষাগত ও আচরণিক সমস্যা (এস ই ডি) এবং বিভিন্ন ধরণের শিক্ষার্থীদের জন্য কার্যকর শিক্ষা কৌশল সম্পর্কে দৃঢ় জ্ঞান এবং দক্ষতা। সহযোগিতামূলক এবং সহায়ক  স্কুল  পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব প্রদানের ক্ষমতা। পাঠ্যক্রম উন্নয়ন, তথ্যভিত্তিক, বাস্তবিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাজেট ব্যবস্থাপনায় অভিজ্ঞতা। চমৎকার যোগাযোগ, আন্তঃব্যক্তিগত এবং সমস্যা সমাধানের দক্ষ...

মক্কা মদিনা এইমাত্র

Image
মক্কা মদিনার আকাশ নিকশ কালো মেঘে ছেয়ে গেছে। মক্কা এবং মদিনা বাসী তাদের জীবনে এই রকম ভয়াবহ মিশমিশে কালো মেঘ দেখেনি কোনদিন। এই মেঘ ভেঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আশংকা করা হচ্ছে তীব্র প্লাবনের।

তাহলে তাপে বাড়ার মুল কারন কি?

মানুষ মনে করতেছে, প্রচুর পরিমানে গাছ কাটার কারনে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাপমাত্রা কমাতে গাছের ভুমিকা খুবই নগন্য। তাপমাত্রা কমানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে জ্বলাধার। গত কয়েক বছরে আমাদের দেশের নদী নালা জালাধারগুলো ভরাট করে বাড়িঘর বানানো হয়েছে। তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধির মুল কারন এটাই। যতই গাছ লাগানো হোকনা কেন, তাপমাত্রা কমবে না একটুও, যদি জলাধার বাড়ানো না যায়। অনেক নদী এখন মরেই গিয়েছে।  সো, গাছ লাগাচ্ছি আর মনে করতেছি যে তাপ কমবে, সেটা একদম অমুলক। গাছ দিয়ে ভরে ফেল্লেও তাপ কমার চান্স নেই যদি আশেপাশে প্রচুর উন্মুক্ত জলাধার না থাকে। কিছুদিন আগেও ঢাকায় প্রচুর জলাধার ছিল।  সেটা এখন কল্পনার জগতে চলে গিয়েছে। বাকি অন্য এরিয়ার কথাতো বলাই বাহুল্য। ধ্বংসের শেষপ্রান্তে ঢাকার সবগুলো জলাধার। নদী যেগুলো আছে, সেগুলো প্রতিনিয়ত শুকিয়ে যাচ্ছে অথবা শুকিয়ে ফেলা হচ্ছে নিজের প্রয়োজনে। নতুন জলাধার না করে, এবং আগের জলাধারগুলো ফিরিয়ে না এনে শুধুমাত্র গাছ লাগিয়ে কোন লাভ নেই বিন্দুমাত্রও। কিছুদিন আগে, আন্তর্জাতিক ক্ষ্যতিসম্পন্য একজন পরিবেশবিদের সাথে আমার দেখা হয়েছিলো ব্রোকলিনে। উনাকে জিজ্ঞে...

১৬০০০ এ শিক্ষানবিশ বেড়ে ১৭০০০ হবে

Image
  Branch Accountant / শাখা হিসাবরক্ষক Summary / এক-নজরে: পদসংখ্যা: ২০ বয়স:  সর্বোচ্চ ৩২ বছর কর্মস্থল:  সংস্থার যেকোন শাখা অফিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:  ১৮-০৪-২০২৪ইং সর্বশেষ আবেদনের তারিখ:  ১৫-০৫-২০২৪ইং মাসিক বেতন:  শিক্ষানবিশকালে ১৬,০০০-১৭,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন-কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে। Requirements / আবেদনের যোগ্যতা: Education / শিক্ষাগত যোগ্যতা: বানিজ্য বিভাগের যে কোন বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর। তবে হিসাব বিজ্ঞান এ স্নাতক / স্নাতকোত্তর পাশ আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। Additional Requirements / অতিরিক্ত যোগ্যতা ও শর্তাবলী: বয়স: সর্বোচ্চ ৩২ বছর শিক্ষানবিশকাল ০৬ মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে। সংস্থার যে কোন কর্ম-এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যক। যোগদানের সময় মা/ বাবা/ আপন ভাই/ বোন/ নিকটতম আত্বীয়কে (০২ জন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে। যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০,...

আসলে ঘটনা কি?

দিনাজপুরে আবহাওয়ার আচরন কিছুটা ভিন্ন রকম। এখানে দিনের বেলায় বেশ ভাল গরম থাকে কিন্তু রাতের বেলায় বিশেষ করে ৩ টার দিকে তাপমাত্রা অনেক নিচের দিকে নেমে যায়। ফলে মানুষ সেসময় বেশ শীতের ঠান্ডা অনুভব করতে থাকে। That is why দিনাজপুরের মানুষ রাতের লেপকাথা গায়ে দিয়ে ঘুমায়, এরকম একটা নিউজ is spreading all over the net.

কেন? কবে থেকে?

 আগামি বছর থেকে এস এস সি পরীক্ষা ৫ ঘন্টা করে অনুষ্ঠিত হবে

ছবিতে দেখুন

Government Assistant Teacher - 10th Grade

Image
  অনলাইন স্কুল কিন্তু আমাদের দেশে নেই বললেই চলে। শুধুমাত্র সকল স্কুল অনলাইন হয়ে গিয়েছিল কিছুদিন আগে সেটা আমরা সবাই জানি। কি কারনে হয়েছিল সেটাও কারো অজানা নয়। সেই আলোচনায় যাচ্ছি না। তখন যেসব স্কুল অনলাইনে পড়ানো করেছিল তার অধিকাংশই এখন ক্যাম্পাসেই পড়িয়ে থাকে। তবে কিছু কিছু স্কুল এখনো অনলাইনে এবং অফলাইনে ক্লাস করিয়ে থাকে। অনলাইনে যেসব ক্লাস তারা নিয়ে থাকে তার জন্য আলাদাভাবে টিচার নিয়োগ দিয়ে থাকে তারা। মজার ব্যাপার হচ্ছে, এসব স্কুলের অধিকাংশই আমাদের এই দেশে নেই। সবচেয়ে বেশি সংখ্যায় অনলাইন স্কুল আছে আমেরিকাতে। যাইহোক আপনি যদি অনলাইনে বাচ্চাদের স্কুলে ABCD পড়াতে চান তাহলে  এখানে ক্লিক করে এপ্লাই করেন । আর যদি বাচ্চাদেরকে গনিত পড়াতে পারেন যেমন সংখ্যা লেখা শেখানো বা যোগ বিয়োগ অংক শিখাতে যদি পারেন তাহলে  এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিন অন্যদিকে যারা বিদেশি স্কুলের বাচ্চাদের যারা নতুন ভাষা যেমন বাংলা ভাষা যদি শেখাতে চান তাহলে  এখানে ক্লিক করে দরখাস্ত জমা দিয়ে রাখেন মনে রাখবেন, এপ্লাই করলেই যে, নিয়োগ পেয়ে যাবেন তা কিন্তু নয়। তবে যারা এপ্লাই করে রাখেন তারা এপ্লিকেশন Accepte...

What happened to Kalshi Flyover?

The name of the kalshi flyover is changed to shekh tamim highway

কত ঘন্টা?

 আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষার পালা শেষ হলেই স্মরন কালের ভয়াবহ বৃষ্টির আশংকা দেখা দিয়েছে। এই বৃষ্টি আক্রমন করবে দেশের প্রতিটি কোনায় কোনায়। প্রতিটি জেলা শহরকে এই ঝড় বৃষ্টি লন্ডভন্ড করে চুবিয়ে ডুবিয়ে দিয়ে যাবে। এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

কি কি করতেছে ছাত্ররা?

গাজার সাপোর্টে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ছে আমেরিকার একটির পর ইউনিভার্সিটিতে। কতৃপক্ষ কোন ভাবেই এই ভয়াবহ ছাত্র আন্দোলোন ঠেকাত পারতেছে না। বেশ কিছু ভার্সিটি থেকে ব্যাপক সংখ্যক ষ্টুডেন্টদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাতে কোন লাভ হচ্ছেনা। আগুনের হলকার মত ছড়িয়ে যাচ্ছে আন্দোলন এক ভার্সিটি থেকে অন্য ভার্সিটিতে। এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

তিমির সাথে কি কথা হল?

প্রথমবারের মত তিমির সাথে ইংরেজিতে কথা বলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। কি কথা হয়েছে? তিমিকে বিজ্ঞানীরা বোঝাতে পেরছেন ২ টি ইংরেজি লাইন। এগুলো হলঃ ১) Blow the net deeper যার বাংলা হচ্ছে, জাল আরো গভীরে ফেলুন ২) তিমি একটি কথার জবাবে, মানুষকে বলেছিল, You Idiot  তার মানে, মানুষকে প্রতাজিকে ইডিয়ট বলেছে তিমি। এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

কিসের বাশ?

গরমের থেকে বাচার জন্য সবাই গাছ লাগানোর হিড়িক শুরু করে দিয়েছে। এটা ভাল।  কিন্তু কেউ কিন্তু আসল গাছটার কথা বলছে না। আসল গাছ হচ্ছে সেই গাছ, যেটা প্রকৃতি থেকে সবচেয়ে বেশি পরিমান তাপ শুষে নিয়ে প্রকৃতিকে ঠান্ডা করে ফেলে খুব দ্রুত। গবেষনায় দেখা গিয়েছে ১০০ টি বাশ ১ টি ১ টনের এসির চেয়ে বেশি ঠান্ডা করতে সক্ষম। সো, গাছ যদি লাগাতেই চান, বাশ লাগান। এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

কখন দেখা দিয়েছে?

কিছুক্ষন আগেই স্যাটেলাইট রেডারে দেখা গিয়েছে, ঢাকার আকাশ বৃষ্টিপাতের উপযোগী মেঘ ঘনীভুত হচ্ছে। এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

এই সরকারি সার্ভের কাজে দৈ নিক ৫০০ তে কাজ করতে পারেন মো বাইল বা ল্যপ টপে

সার্ভের কাজ এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারি কাজের প্রতিটি সেক্টরে সার্ভের মাধ্যমে পাব্লিক ডীমান্ড যাচাইয়ের কাজ করা হয়। কারন সরকারি কাজের সাথে যদি পাবলিক ডিমান্ড একদম না মেলে সেক্ষেত্রে সরকার ব্যাবস্থা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুক্ষীন হয়। এসব সমস্যার সমাধানের নিরিক্ষে সব দেশের সরকার তাদের দেশে সার্ভে চালাতেই থাকে নিভৃত্বে। সার্ভের কাজে ঘরে বসেই রেজিষ্ট্রশন করা যায়। রেজিষ্ট্রেশন করলেই কাজ শুরু করা যায়। কোন বাতিলের ব্যাপার নেই। নিচের রেজিষ্ট্রেশন করুন বা Register Now for Survey বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করে কাজ শুরু করেন রেজিষ্ট্রেশন করুন Register Now for Survey এছারা, সরকারি মেডিকেল সার্ভেও আছে। সেখানেও কাজ করতে পারেন তবে ৩০০ টাকা ডেইলি পাবেন। মেডিকেলের সার্ভের রেজিষ্ট্রেশন করুন Register For Medical Supply এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

কবে? কেন?

  ২০১৬ সালে নিয়োগ হওয়া ২৫ হাজার ৭৫৩ শিক্ষকে চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এই গরমে ভার্চুয়ার স্কুলে ঘরে বসে  শিক্ষকতা করতে চাইলে  এখানে  ক্লিক করুন ভার্চুয়ার স্কুলে আপনি চাইলে ঘরে বসেই ক্লাস করিয়ে টাকা ইনকাম করতে পারেন। দেশী বিদেশি অনেক স্কুল এই সুবিধা দিয়ে থাকে। যদি কারো ইচ্ছে থাকে তাহলে  এই গরমে ভার্চুয়ার স্কুলে ঘরে বসে  শিক্ষকতা করতে চাইলে  এখানে  ক্লিক করুন এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

এভাবে ভিডিও বানালে নাকি প্রতি মিনিটে কমপক্ষে ১ টি ভিউ হয়-ই

 ভিডিও কীভাবে বানালে প্রচুর ভিউ পাওয়া যায় সেটা শুধুমাত্র যাদের ভিডিও প্রচুর পেয়ে এসেছে তারাই জানে এরকম টাই মনে করা হত। কারন যাদের ভিডিও ভাল ভিউ হয় তারা কিছু বলতে চায়না। কেন বলতে চায়না তার কারন হল, বলে দিয়ে তারা কম্পিটিটর বাড়াতে চায়না। তবে তার কিভাবে বানায় ভিডিও তার একটা সিক্রেট আপনাকে আজ বলে দিতে চাই। এরা সবাই নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের সাহায্য নিয়ে তাদের ভিডিও গুলোকে সর্বোচ্চ ভিউয়ের জন্য উপযোগী করে নেয় আগে। তারপর পাব্লিশ করে। সে ওয়েবসাইটগুলো কোনগুলো তার লিষ্ট জানতে এখানে ক্লিক (make video করতে পারেন। লিষ্টের প্রতিটি ওয়েবসাইট আপনার ভিডিওকে এমনভাবে রুপান্তরিত করে দেবে যে, প্রতি মিনিটে নিশ্চিত ১ টি ভিউ হবেই। এবার হিসেব করে দেখুন প্রতি মিনিটে ১ টি ভিউ হলে মাসে কত ভিউ পাবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

কোথায়?

অবশেষে সিলেটে বৃষ্টি শুরু হয়েছে। যেভাবে গরম পড়েছে তাতে ভেবেছিলাম কোথাও আর বৃষ্টির উপায় নেই। কিন্তু যাক, এট লিষ্ট সিলেটে বৃষ্টি হচ্ছে। ভিডিও তে দেখুন বাসায় থেকে সরকারি জরিপের কাজ করতে চান? নিচের রেজিষ্ট্রেশন করুন বা Register Now for Survey বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করে কাজ শুরু করেন রেজিষ্ট্রেশন করুন Register Now for Survey এছারা, সরকারি মেডিকেল সার্ভেও আছে। সেখানেও কাজ করতে পারেন তবে ৩০০ টাকা ডেইলি পাবেন। মেডিকেলের সার্ভের রেজিষ্ট্রেশন করুন Register For Medical Supply

সরকারি জ রিপে লোক নিচ্ছে সার ভের জন্য Sir vay

সার্ভের কাজ এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারি কাজের প্রতিটি সেক্টরে সার্ভের মাধ্যমে পাব্লিক ডীমান্ড যাচাইয়ের কাজ করা হয়। কারন সরকারি কাজের সাথে যদি পাবলিক ডিমান্ড একদম না মেলে সেক্ষেত্রে সরকার ব্যাবস্থা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুক্ষীন হয়। এসব সমস্যার সমাধানের নিরিক্ষে সব দেশের সরকার তাদের দেশে সার্ভে চালাতেই থাকে নিভৃত্বে। সার্ভের কাজে ঘরে বসেই রেজিষ্ট্রশন করা যায়। রেজিষ্ট্রেশন করলেই কাজ শুরু করা যায়। কোন বাতিলের ব্যাপার নেই। নিচের রেজিষ্ট্রেশন করুন বা Register Now for Survey বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করে কাজ শুরু করেন রেজিষ্ট্রেশন করুন Register Now for Survey এছারা, সরকারি মেডিকেল সার্ভেও আছে। সেখানেও কাজ করতে পারেন তবে ৩০০ টাকা ডেইলি পাবেন। মেডিকেলের সার্ভের রেজিষ্ট্রেশন করুন Register For Medical Supply এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

খালাসী পদে রেলের কাজ

 খালাসী পদের সার্কুলার আগামি ১০/১৫ দিনের মধ্যেই আসবে। তবে আপনি জানেন কি আগে থেকে একটি কাজ করে রাখলে আপনার চাকরি প্রপ্তি অনেক খানি হাতের মুঠোয় চলে আসবে? নিচের Smart Railway তে ক্লিক করে ডিটেল একসেস নিন আপনার সবকিছু আগে থেকে কমপ্লিট করে রাখুন - Smart Railwa y জবের জন্য

ওমানে চাকরি

ওমানে চাকরির এক বিশাল ক্ষেত্র তৈরী হয়েছে। ওমানে আপনি এপ্লিকেশন জমা করে রাখতে পারেন আপনার স্মার্টফোনের মাধ্যমেই। যেকেউ সম্পুর্ন ফ্রিতে রেজিষ্ট্রেশন করে রাখলেই সপ্তাহ খানেকের মধ্যেই ওমানে গিয়ে চাকরির রিপ্লাই পেয়ে যাবেন। তবে সঠিকভাবে রেজিষ্ট্রেশন না হলে, সেটা রিজেক্ট হয়ে যাবে।  রেজিষ্ট্রেশনে যদি কোন ভুল না থাকে তাহলে চাকরি নিশ্চিত। কোন মিস নেই। নিচের রেজিষ্ট্রেশন করুন বা Register for Oman Jobs এ ক্লিক করে ফর্ম ফিলাপ করলে ভুল থাকার কোন কারন নেই। রেজিষ্ট্রেশন করুন Register For Oman Jobs

ছবিতে দেখেন

Image
 

Most Awaited BRTC সার্কুলার IS Here

Image
 

নিজ জেলায় ৮৭০ জন এক্সিকিউটিভ নিচ্ছে Walton

 ওয়ালটন সারা দেশে ছড়িয়ে আছে। ওয়ালটন প্লাজা গুলোতে রেগুলার দরকার পড়ে কর্মী। এরা সবাই এক্সিকিউটিভ। যদিও এই এক্সিকিউটিভ গন সেলসের কাজ করে থাকেন। তবে তারা সবাই এক্সিকিউটিভ হিসেবেই জয়েনিং নিয়ে থাকেন। যারা ওয়ালটনের সাথে কাজ করতে চান তারা এখানে ক্লিক করে এপ্লাই করে রাখতে পারেন। অথব ওয়ালটনের নিজস্ব ওয়াল্টন জবের যে পোর্টাল আছে সেখান থেকেও এপ্লাই করতে পারেন

কারন সরকারি এই বিজ্ঞপ্তি হাজির

Image
 

নামমাত্র শিক্ষায় দেশেই কাজ দিচ্ছে BBC =(নো এক্সপেরিয়েন্স)=

Image
  JOB DESCRIPTION Job Title : Training and Outreach Officer Duty Station : Dhaka Reports To : Training Manager Duration : Till 31 March 2025 (with possibility of extension) Start Date :  ASAP Context: BBC Media Action is the BBC’s international development charity. We use media and communications to reduce poverty and promote human rights in developing countries. We partner with civil society, local media and others to produce creative programmes in multi-media formats which inform and engage audiences around key development issues; and strengthen the media sector through capacity building. Our work is built on insights from our research and engagement with communities and is focused on key themes: governance and rights, media development, humanitarian, health, climate adaptation and resilience. Overall purpose: The Training and Outreach Officer will work closely with the Training Manager and other colleagues from project, research and training teams to design and deliver effe...