ভার্চুয়াল স্কুলে ঘরে বসেই শিক্ষকতা করতে পারেন - Teach in Virtual School

ডিজিটাল স্কুল বর্তমানে এক বিপ্লব তৈরি করেছে। এই বিপ্লবের মুল কারন মানুষ বিভিন্ন কারনে এতটাই ব্যাস্ত হয়ে পড়েছে যে, কোনভাবেই বাড়তী কিছু শিখতে চাইলে তা ফিজিক্যাল স্কুলে গিয়ে করতে পারেনা। আবার অনেক পিতামাতা আছে যারা সন্তানের প্রি এডুকেশনটা ঘরে বসেই সম্পন্য করে ফেলতে চায়।
ডিজিটাল স্কুলে শুধু বাচ্চাদের পড়ানো হয় ব্যাপারটা কিন্ত সেরকম না।
ধরুন আপনি ইংরেজি ভাষা শিখবেন। অথবা অন্য যেকোন ভাষা ধরুন আপনার শেখা জরুরী। সেক্ষেত্রে ধরুন আপনি সময় করে উঠতে পারছেন না যে, সেই অফিসে গিয়ে ইংরেজি শিখবেন। সেক্ষেত্রে এখন ঘরে বসেই অনলাইনে আপনি আপনার দরকারি স্কিল গেইন করে নিতে পারেন খুব সহজেই।
ডিজিটাল স্কুলে যেহেতু ঘরে বসেই অনলাইনে পড়ানো যায় সেহেতু আপনি বিদেশের স্কুল গুলোতেও এপ্লাই করে জয়েনিং নিতে পারেন। 
আমেরিকার ডিজীটাল স্কুলের বেতনে সবচেয়ে বেশি থাকে। ক্ষেত্রে বিশেষে লাখ টাকা পর্যন্ত সেলারি পাওয়া যায়।
আপনি যদি অনলাইনে বাচ্চাদের পড়ানোর জন্য ভার্চুয়াল স্কুলে পড়াতে পারবেন বলে মনে করেন তাহলে এখানে ক্লিক করে এপ্লাই করেন

আর যদি গনিতে আপনার দখল ভাল থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিন

অন্যদিকে যারা বিদেশি স্কুলের বাচ্চাদের যারা নতুন ভাষা যেমন বাংলা ভাষা যদি শেখাতে চান তাহলে এখানে ক্লিক করে দরখাস্ত জমা দিয়ে রাখেন

মনে রাখবেন, এপ্লাই করলেই যে, নিয়োগ পেয়ে যাবেন তা কিন্তু নয়। তবে যারা এপ্লাই করে রাখেন তারা এপ্লিকেশন Accepted হবার পর বেশ ভাল বেতনে কাজ পেয়ে যায়।

Comments

  1. Is it possible to get a job from this platform in any school abroad?

    ReplyDelete
  2. I'm expert in Virtual Accounting & Bookkeeping Services using Xero, QBO, Wave and Excel. More over, I'm capable to the work in Lead Generation, Web research and Data entry also.
    It will be appreciated for me if Yyou allow me as a virtual Assistant of your company.

    Thank you
    Muhammad Mahabub ul Alam

    ReplyDelete

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

Popular posts from this blog

সরকারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ