Saturday, March 30, 2024

সহকারি শিক্ষক পদার্থ বিজ্ঞানের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি ছেড়েছে রেইনবো গ্রামার স্কুল

সহকারি শিক্ষক নিয়োগ দেবে বলে জানিয়েছে রেইনবো গ্রামার স্কুল। এই স্কুলে পদার্থ বিজ্ঞান বিষয়ে সহকারি নিয়োগ দেয়া হবে। স্কুলটি টংগিতে অবস্থিত। তাই যারা টংগীর কলেজগেটের আশেপাশে থাকেন শুধুমাত্র তাদেরকেই যোগাযোগ করতে বলা হয়েছে। দুরের কাউকে আবেদন করতে নিষেধ করা হয়েছে।

তাই স্কুলের আশেপাশে থাকেন এমন কেউ যদি কেউ আবেদন করতে চান তাহলে সরাসরি স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারেন।

স্কুলের ঠিকানাঃ 

রেইনবো গ্রামার স্কুল

সফিউদ্দিন সরকার একাডেমি রোড, আচপারা, টংগী, গাজিপুর


 আপনি যদি অনলাইনে বাচ্চাদের স্কুলে ABCD পড়াতে চান তাহলে এখানে ক্লিক করে এপ্লাই করেন

আর যদি বাচ্চাদেরকে গনিত পড়াতে পারেন যেমন সংখ্যা লেখা শেখানো বা যোগ বিয়োগ অংক শিখাতে যদি পারেন তাহলে এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিন
অন্যদিকে যারা বিদেশি স্কুলের বাচ্চাদের যারা নতুন ভাষা যেমন বাংলা ভাষা যদি শেখাতে চান তাহলে এখানে ক্লিক করে দরখাস্ত জমা দিয়ে রাখেন

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন