আপনি চাইলে ঘরে বসেই বিভিন্ন নামিদামি স্কুলের শিক্ষকতার কাজ করতে পারেন। এই স্কুল গুলো অনলাইন ভিত্তিক। এই সব স্কুলে কাজের জন্য আপনার তেমন কোন অভিজ্ঞতার দরকার নেই। আপনি চাইলে বাংলা ইংরেজি বা গনিত পড়াতে পারেন। তবে ইংরেজি পড়াতে পারলে আপনি পেমেন্ট বেশি পাবেন। অন্যদিকে বাংলা যদি ইংলিশ মিডীয়াম স্কুলের বাচ্চাদের পড়াতে পারেন সেক্ষেত্রেও অনেক সেলারি পেতেই পারেন।
আপনাকে স্কুল থেকেই কিছু মেটেরিয়াল দিয়ে দেয়া হবে যেগুলো দেখে দেখে ইন্সষ্ট্রাকশন ফলো করেই আপনি টিচিং চালিয়ে নিতে পারবেন।
তবে এসব কাজের জন্য আপনাকে অবশ্যই অনার্স পাস থাকতে হবে। মাস্টার্স থাকলে আরো ভালো।
বেতন ২০ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত হয়ে থাকে।
এবার আবেদন জমা দিয়ে ফেলতে পারেন।
আমি ঘরে বসে অনলাইনে বাচ্চাদের পরাতে চাই
ReplyDelete