Apply - সন্ধ্যার পর ৬ টা থেকে ১০ টা পর্যন্ত কাজের এক বিশাল ক্ষেত্রে তৈরী হয়েছে যমুনা ফিউচার পার্কে
যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টের ১৮ টি দোকানে পার্ট টাইম কাজের জন্য ৯৩ জন কর্মি নেয়া হচ্ছে। বেতন সাপ্তাহিকভাবে দেয়া হবে। প্রতি সপ্তাহে ডেইলি ৫ ঘন্টা কাজ করলে ৬০০ টাকা হিসেবে ৪২০০ টাকা সম্মানী পাওয়া যাবে। সেক্ষেত্রে সপ্তাহে ৭ দিন কাজ করতে হবে। আর মান্থলি সেলারিতে কাজ করতে চাইলে ফিক্সড সেলারি ১৫০০০ করে দেয়া হবে। সেক্ষেত্রে সপ্তাহে ২ দিন ছুটি পাওয়া যাবে। তবে ছুটির দিনে ওভারটাইম কাজ করলে শুধুমাত্র সেইদিনের জন্য দিনশেষেই ৯০০ টাকা দিয়ে দেয়া হবে। এটা শুধুমাত্র ফিক্সড মান্থলি কাজ করলেই পাওয়া যাবে। আর যদি কেউ ডেইলি বেতনে কাজ করতে চায় তাহলে ৫০০ টাকা হিসেবে দিন শেষেই মজুরি দিয়ে দেয়া হবে। আপনি মান্থলি বা ডেইলি যেভাবেই কাজ করেন না কেন, এমনকি সাপ্তাহিক হিসেবে কাজ করতে চাইলেও আপনার কাজের মধ্যের ৫ ঘন্টা টানা কাজ করতে হবে। কাজের ভেতর ক্লাস বা ষ্টাডি পারপাসে কোন ছুটি দেয়া হবেনা একদম। সো, ষ্টুডেন্ট যারা এই কাজ করতে চান তারা অবশ্যই এমনভাবে টাইম সিলেক্ট করবেন যাতে কাজের সময় কোনভাবেই ক্লাস বা পড়াশুনার ব্যাপার চলে না আসে।
এছাড়া, যমুনা ফিউচার পার্কের গোল্ড ফ্লোরে ৫ দোকানে HSC PASS পার্ট টাইমে সপ্তাহে ৫ দিন ৭ ঘন্টা ডিউটির চাকরি। বেতন প্রতিঘন্টা ১৫০ টাকা। ছুটি নেই।
যমুনা ফিউচার পার্কের
বেশ কয়েকটি দোকানে
সিভি জমা নেয়া হচ্ছে।
সিভি জমা দিলেই
কল দিয়ে ডেকে নিয়ে
ইন্টার্ভিউয়ের মাধ্যমে
চাকরি দেয়া হচ্ছে।
বেতন অধিকাংশ ক্ষেত্রে
১৪০০০ টাকা।
সাথে লাঞ্চ ফ্রি
দেয়া হয়ে থাকে
মাঝে মাঝে। যারা এই জব করতে
চান তারা সিভি জমা
দিয়ে আসুন আজই।
Comments
Post a Comment
প্রশ্ন থাকলে লিখুন