শুধুমাত্র শুক্র এবং শনিবার করা যায় এমন কিছু পার্ট টাইম জব আছে। যেখানে অফিস ভেদে শুক্রবারে ১২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। আর শনিবারে অফিসভেদে ৮০০ থেকে ৩০০০ পর্যন্ত পাওয়া যায়। তবে এইসব চাকরি পাওয়া এত সহজ নয়। যেহেতু সেলারি অনেক হাই সেজন্য এইসব চাকরি অনেকেই করতে চায়। বিশেষ করে অনেকেই আছেন, অন্য অফিসে কাজ করেন কিন্তু ঢাকায় একা থাকেন সেইজন্য শুক্র এবং শনিবার বসেবসে অলস কেটে যায়, তারা মুলত এই কাজগুলো করতে সাচ্ছন্দবোধ করেন বেশি। তবে যারা অন্য অফিসে অলরেডি কাজের সাথে যুক্ত আছেন তারাই এই কাজগুলো বেশি পায়। কারন এইসব কাজের জন্য কিছুটা স্কিল্ড ওয়ার্কার খুজে থাকেন অফিসগুলো।
শুক্রশনিবার অফিস গুলোতে অনেক কর্মী কমে যায়। ফলে যেসব অফিস শুক্রবারেও চালু রাখতেই হয় সেসব অফিসেই মুলত এইসব কাজ পাওয়া যায়।তবে এইসব কাজ স্কিল্ড এবং আনস্কিল্ড দুই ধরনের আছে। স্কিল্ড কাজগুলোর বেতন অনেক বেশি থাকে। ক্ষেত্র বিশেষে স্কিল্ড কর্মীদের জন্য এই ধরনের কাজের সম্মানী ১ শুক্রবারেই ১০ লাখ পর্যন্ত ছাড়িয়ে যায়। কি? অবাক হলেন? বিশ্বাস হচ্ছেনা? - ১ শুক্রবারে এমন কি কাজ যে, ১০ লাখ ছাড়িয়ে যায় তাই নিয়ে অবিস্বাস কাজ করছেতো মনের ভেতর?
শুক্রশনিবার কাজে সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে বিভিন্ন ব্যাংকের কল সেন্টার এবং কিছু অফিসিয়াল কাজ। এসব কাজ সবাই করতে পারবে এমন না। যাদের আগের থেকে কাজের অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারাই এইসব কাজ করতে পারবেন। কারন যেহেতু ভাল কর্মীর রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করতে হবে তাই কাজের পুর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যই। তাই যদি আগের কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে এই কাজ খুজে সময় নষ্ট করবেন না।
পরিচিত কেউ যদি ব্যাংক বা কর্পোরেট অফিসে চাকরি করে থাকেন তাহলে তাদেরকে অনুরোধ করতে পারেন। তারাই এসব কাজ যোগাড় করে দিতে পারবেন। তবে আপনাকে অবশ্যই বিস্বস্থ্য হতে হবে।
No comments:
Post a Comment
প্রশ্ন থাকলে লিখুন