Thursday, August 24, 2023

আড়ং স্বপ্নতে জয়েনিং নিন

আড়ং আউটলেটে চলে যান। 
আপনার নিকটের আড়ং এ যাবেন। 
গেট এ লক্ষ্য করবেন। 
দেখবেন ১ টা বক্স। 
সেই বক্সে লেখাটা পড়বেন। 
সিভি দিন লেখা আছে। 
সেই বক্সে সিভি দিন। 
বক্স ভেতরেও থাকতে পারে। 
বাইরে ভেতরে সব খানেই খুজে দেখেন। 
সেই বক্সে সিভি দিবেন। 
সিভি দিলে ডাকবে। 
কিছু দিন অপেক্ষা করবেন। 
তাহলেই ডাকবে। 
কল দিয়ে ডিস্টার্ব করবেন না। 
চুপচাপ অপেক্ষা করবেন। 
ডাকলে যাবেন। 
ইন্টার্ভিউ দিবেন। 
জয়েন করবেন।

---
স্বপ্ন শপে বিনা শিক্ষায় আজকালের মধ্যেই ১৪০০০ বেতনে জয়েন করতে চাইলে স্বপ্ন শপের সামনে রাখা সিভি ড্রপিং বক্সে সিভি ড্রপ করে আসুন আজই।
প্রতিটি স্বপ্ন শপে গেলেই আপনি দেখতে পাবেন, শপের সামনে সিভি ড্রপিং বক্স রয়েছে। সেই বক্সে সিভি জমা দিতে হবে।

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন