Apply → বৃহস্পতিবার দুপুরের শিফটে ১ টা থেকে ৫ টা পর্যন্ত ৯০ টাকা ঘন্টা কাজ করতে চাইলে এপ্লাই করে রাখুন আগেই - লাঞ্চ ফ্রি
→বৃহস্পতিবার অনেক অফিস ১ টা থেকে ৩ টার মধ্যে ছুটি হয়ে যায়। কিন্তু তারপরও সেই অফিস গুলোতে নানাবিধ কাজ থাকে কিন্তু সেই কাজগুলো করার জন্য কর্মী থাকেনা। আবার কোম্পানির স্থায়ী কর্মীদের কাজ করতে বললে তাদেরকে দিতে হয় হাই পেমেন্ট।
এই সমস্যা থেকে বাচার জন্য কোম্পানিগুলো দুপুরের শিফটে বৃহস্পতিবার কাজ দিয়ে থাকে পার্ট টাইম বেসিসে।
এই সাইট সেরকম অল্প কিছু কাজের সন্ধান আপনি পাবেন। সেগুলোতে আজই এপ্লাই করে রাখেন যদি আগামি বৃহস্পতিবার কাজ করতে চান।
পার্ট টাইম চাকরির প্রচলন আমাদের দেশে নেই বললেই চলে। যে কোম্পানিই চাকরি দিক না কেন, উদ্যেশ্য থাকে কর্মীকে পুরো ৮ ঘন্টা অফিসে রাখার। ফলে এই মানসিকতার কারনে কোন কোম্পানিই এখন আর পার্ট টাইম কাজের জন্য আগ্রহ দেখায় না।
তবে আপনার যদি পার্ট টাইম চাকরি করতেই হয় সেক্ষেত্রে আপনি একটা পথ অবলম্বন করতে পারেন। সে পথটি হচ্ছে, প্রথমে আপনাকে কিছুদিন ফুল টাইম কাজ করে কোম্পানির জন্য নিজেকে মোটামোটি একটা প্রয়োজনীয় উপাদানে পরিনত করতে হবে। এমন ভাবে নিজেকে দরকারে রুপান্তরিত করতে হবে যাতে, আপনার বস আপনার হেল্প ছাড়া চলতে গেলেই হুচট খায়।
এমন যদি করে ফেলতে পারেন, তখন আপনি আপনার বসকে গিয়ে বলতে পারেন, আপনার পক্ষে ফুল টাইম কাজ করা আর সম্ভব না।
যদি সত্যিই গুরুত্বপুর্ন করে তুলতে পারেন নিজেকে সেক্ষেত্রে আপনার বস অবশ্যই আপনার কথা শুনবেন।
আপাতত এর চেয়ে ভাল কোন উপায় নেই, আমাদের দেশে পার্ট টাইম কাজ পাবার।
আমি করতে চাই কি ভাবে যোগাযোগ করবো
ReplyDeleteSuper shop ta kothay?
ReplyDeleteকিভাবে যোগাযোগ করব?আর সুপার শপ টা কোথায়
Deleteকোথায় সুপারশপ, কিভাবে যোগাযোগ করবো
ReplyDelete০১৯২৭৬০৪২৬০
DeleteKivabe apply korbo?
ReplyDelete