Friday, April 21, 2023

+ ঢাকা বিভাগের (DPE) প্রাথমিক স্কুল শিক্ষক পদে এপ্লাই করুন সময় চলে এসেছে

ঢাকা বিভাগের জন্য সরকারি (DPE) প্রাইমারী স্কুল শিক্ষক/ শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি চলে এসেছে। নির্ধারিত সময় পার হয়ে যাবার আগেই এপ্লিকেশন সাবমিট করে দিন।

গতবার অনেকেই সময় মত খবর না পেয়ে এপ্লাই করতে পারেননি। যারা এপ্লাই করতে পারেননি তারা এবার সবার আগে এপ্লাই করে ফেলবেন।

দরখাস্ত জমা দিতে হবে অনলাইনে তাই অনলাইন ফর্ম সঠিকভাবে ফিলাপ করবেন অবশ্যই। বিন্দুমাত্র ভুল হলে সেই এপ্লিকেশন গ্রহনযোগ্য হবেনা।

নাম ঠিকানা মোবাইল নম্বর সঠিকভাবে দিবেন।

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন