বিজ্ঞ/িনোটিশ
বিষয়: “অফিস সেক্রেটারী/লাইনটেকনিশিয়ান পদে নিয়োগের লক্ষ্যে আন্তঃ পবিস নিয়োগ বিজ্ঞপ্তি"
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি এ অফিস সেক্রেটারী/লাইনটেকনিশিয়ান শূন্য পদ পূরণের লক্ষ্যে পদোন্নতির মাধ্যমে নিয়োগের নিমিত্তে বিভিন্ন সমিতিতে কর্মরত নিয়মিত কম্পিউটার অপারেটর এবং লাইনটেকনিশিয়ান পদে যারা পবিস কর্মচারী চাকুরী বিধি ১৯৯২, (সংশোধিত-২০১২ খ্রিঃ) ও সংশোধিত পবিস নির্দেশিকা ৩০০-০৮, ৩০০-১৪, ৩০০-২৪ এবং ৩০০-৫১ অনুযায়ী পদোন্নতির জন্য যোগ্যতা অর্জন করেছেন তাদের নিকট হতে নিম্নবর্নিত শর্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে (A4 সাইজের কাগজে) স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
শর্তাবলীঃ
০১। আবেদনকারীকে পদের নাম উল্লেখ করে সাদা কাগজে লিখিত আবেদন পত্রে (ক) নিজের নাম, (ঘ) পিতার নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা ৪) বর্তমান ঠিকানা, (চ) জন্ম তারিখ, (ছ) ধর্ম (জ) ১১/০৩/২০২৩খ্রিঃ বয়স, (ঝ) জাতীয়তা, (ঞ) চাকুরীতে প্রথম যোগদানের তারিখ ও নিয়মিত করণের তারিখ (ট) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ পূর্বক জেনারেল ম্যানেজার কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র সহ আগামী ১১/০৩/২০২৩খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর, প্রতাপ, ঝালকাঠি এ স্ব-শরীরে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। আবেদনপত্রে নিম্নোক্ত কাগজপত্র দলিলাদি সংশ্লিষ্ট এজিএম (মানব সম্পদ/প্রশাসন) কর্তৃক সত্যায়িত করতে
হবে।
আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজ পত্র সংযুক্ত করতে হবে।
(ক) সর্বশেষ ০৩(তিন) বছরের বার্ষিক কর্মমূল্যায়ন প্রতিবেদনের সত্যায়িত অনুলিপি । (ঘ) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন সত্যায়িত ছবি।
(গ) বর্তমান পদে যোগদান ও নিয়মিতকরণ পত্রের সত্যায়িত ফটোকপি।
(ঘ) হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি পুজার নাইনটেকনিশিয়ানগগের ক্ষেত্রে মূল ড্রাইভিং লাইসেন্স সংযে
(ঙ) পবিস নির্দেশিকা ৩০০-৫১ অনুযায়ী প্রশিক্ষণে কৃতকাh© হওয়ার প্রমান পত্রের সত্যায়িত ফটোকপি। (চ) জাতীয় পরিচয় পত্র (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি। (ছ) আবেদন পত্রের সহিত জেনারেল ম্যানেজার/সিনিয়র জেনারেল ম্যানেজার এর সুপারিশ, বিনা আপত্তির সনদ এবং বিগত ০৫ বছরের মধ্যে গৃহীত প্রশাসনিক ব্যবস্থা (যদি থাকে বা না থাকে) এর প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। (জ) সর্বশেষ ০৩ (তিন) বছরের মধ্যে কোনরূপ গুরুদণ্ড প্রাপ্ত হয়েছেন কিনা; (ঝ) সর্বশেষ ০১ (এক) বছরের মধ্যে কোনরূপ লঘুদণ্ড প্রাপ্ত হয়েছেন কিনা;
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক পদের নিয়োগ
বিজ্ঞপ্তি
| পাবনা পবিস-১ এ আইন উপদেষ্টা (চুক্তিভিত্তিক) পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
| যশোর পবিস-২ এ নিয়োগ বিজ্ঞপ্তি-মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)
| চাদপুর পবিস-২ এ দৈনিক মজুরী ভিত্তিতে নিরাপত্তা কর্মী (কাজ নাই মজুরী নাই) পদে নিয়োগ
বিজ্ঞপ্তি
| ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতিতে অফিস সেক্রেটারী/লাইনটেকনিশিয়ান পদে নিয়োগের লক্ষ্যে
আন্তঃ পবিস নিয়োগ বিজ্ঞপ্তি
বরিশাল পবিস-২ এ নিয়োগ বিজ্ঞপ্তি ( মিটার রিডার কাম ম্যাসেঞ্জার)
No comments:
Post a Comment
প্রশ্ন থাকলে লিখুন