এই রমজানে যমুনা ফিউচার পার্কের প্রায় সব দোকানের সামনে আপনি খুজে পাবেন ১ টি বক্স। সেই বক্সে জমা দিতে পারবেন আপনার সিভি। এই সিভি প্রদানের উদ্যেশ্য হচ্ছে সেই দোকানের সেলস পার্সন হিসেবে কাজ করা। নারী বা পুরুষ যেকেউ এই কাজের জন্য সিভি জমা দিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কোন ম্যটারনা এইসব চাকরি পাবার জন্য। মুলত ১৮ বছর বয়স এবং ইচ্ছা থাকলে আপনিও এপ্লাই করে জয়েনিং এর জন্য অপেক্ষা করতে পারেন। বেতন ৮০০০ থেকে ২২০০০ পর্যন্ত হয়ে থাকে এবং কোন কোন দোকানে এর চেয়ে কিছুটা বেশিও পাওয়া যায়।
যদি আগ্রহি হয়ে থাকেন তাহলে সেই বক্সে দিয়ে আসুন আপনার সিভি। সময় মত কল করে আপনার জয়েনিং এর ব্যপারে কথা বলার জন্য ডাকবে।
আপনি শুধু সিভি দিয়ে চলে আসবেন। দোকানের কাউকে শুধুশুধু এটাসেটা চাকরির ব্যপারে জিজ্ঞেস না করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
মন থেকে শুকরিয়া গ্রহন করে বাধিত করবেন আপনার মুল্যবান সময় খরচ করে এই চাকরির বিজ্ঞপ্তিটা পড়ার জন্য। মহান আল্লাহ তায়ালার নিকট আপনার জন্য এবং আপনার ফ্যমিলির সকলের জন্য রইলো বুকভরা দোয়া যাতে সকলকে নিয়ে সুখে শান্তিতে এবং নিরাপদে জীবন যাবন করতে পারেন। সাথে সাথে আল্লাহ আপনার চাকরি প্রাপ্তির স্বপ্ন পুরন করুন এই দোয়াও রইলো।
একদিন আগে বললে উপকার হতো। আমি চাকরি না পেয়ে গতকাল দেশে চলে আসছি ঢাকা থেকে
ReplyDeleteIn sha allah kalke ami jabo amr akta job er khub drkr chilo
ReplyDeleteInterest
ReplyDelete