সরকারি তথ্য অফিসে নিয়োগ বিজ্ঞপ্ত - HSC/SSC/ সম্মান বেতন ৩০,০০০ পর্যন্ত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদফতর
বাংলাদেশ সচিবালয়, ঢাকা www.pressinform.gov.bd
তারিখ: 24.01.2023 খ্রি.
নং- 15.52.0000.011.11.571. ২২-২১৪
নিয়োগ বিজ্ঞপ্তি
তথ্য অধিদফতরের রাজস্ব খাতভুক্ত ১১-১৬ গ্রেডের এবং ১৭-২০ গ্রেডের নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ীভিত্তিতে সরাসরি লোক নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণনানুযায়ী
শুধুমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :
ক্র. নং
পদের নাম, বেতনস্কেল ও গ্রেড (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
শূন্য পদের
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দারবান, রাঙ্গামাটি, নওগাঁ, পঞ্চগড়, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও হবিগঞ্জ জেলার আবেদন করার প্রয়োজন নেই।
ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
টা: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
সংখ্যা ০৯ টি
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি ;
(খ) কম্পিউটারে Ms Word ও Power Point সম্পর্কে অভিজ্ঞতা; (গ) পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা;
এবং (ঘ) ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা।
ফটোগ্রাফার
০৪টি
টা: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূন্য ২য় শ্রেণি বা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি ; (খ) ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে; (গ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিজিটাল ফটোগ্রাফিতে অন্যূন
০৬ (ছয়) মাসের কোর্সের সনদ; (ঘ) বাংলা এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখায় দক্ষতা; এবং
(ঙ) ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা।
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা
সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
০৫টি
সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) বাংলা ও ইংরেজি সাঁটলিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫
ও ৭০ শব্দ। বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে ২৫
টা: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
ও ৩০ শব্দ; (ঘ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।
08
ড্রাইভার
টা: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
০৩ টি
ক্যাটালগার
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) ড্রাইভিং লাইসেন্স : গ্রেড-১৫ এর ক্ষেত্রে: ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং
লাইসেন্স; (গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন; এবং সরকারী যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯
এর (ঘ) তফসিল ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীৰ্ণ৷ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০১টি
টা: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) স্টোর অ্যাসিস্ট্যান্ট
টা: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
০১টি
কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটারে MS Word ও Excel সম্পর্কে অভিজ্ঞতা।
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক টা: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
(জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
০৪টি
উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;
(গ) বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে ২০ ও ২০ শব্দ;
(ঘ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি
ot
অফিস সহায়ক
টা: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
১৮টি
চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মানিকগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, লক্ষীপুর, রাঙ্গামাটি,
জয়পুরহাট, পাবনা, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি,
বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার
প্রয়োজন নেই।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনকারীগণের জন্য প্রযোজ্য/অনুসরণীয় শর্তাবলী
(01)
(02)
প্রার্থীদের বয়স ০১.০১.2023 খ্রি: এ ন্যূনতম ১৮ (আঠারো) বছর এবং 25.03.2020 খ্রি. তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর তারা আবেদনের যোগ্য। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২৫.০৩.২০২০ খ্রি. তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর তারাও আবেদনের যোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত। ক্রমিক নং ০৩ ও ক্রমিক নং ০৭ এর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য ;
কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হবেন না যদি তিনি- (ক) বাংলাদেশের নাগরিক না হন, অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, অথবা বাংলাদেশের ডমিসাইল না হন; এবং
(খ) এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নহেন;
(60) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে; প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরণের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে;
(08) (05) প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
(06) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে;
(09) সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে; মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র কন্যা, মহিলা, এতিম, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার-ভিডিপি, প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে; (০৮)
(০৯) কেউ প্রকৃত তথ্য গোপন করে চাকুরি গ্রহণ করলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে; ক্রমিক নং-১ হতে ৮ এর প্রয়োজনীয় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক/বাছাই/লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোনরকম ভ্রমণভাতা বা দৈনিকভাতা (10)
(টিএ/ডিএ) প্রদান করা হবে না;
(11) নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (অধিদফতরের) সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং বিজ্ঞপ্তির শূন্যপদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা বাতিল/প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। (12)
(১৩) আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
ক.
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://pid.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ: (১) Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩০ জানুয়ারি, ২০২৩; সকাল ১০.০০টা।
(২) Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৯ ফেব্রুয়ারি ২০২৩; বিকাল ৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload খ.
করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, যেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
4 nmbr ta krle ki potome ki krte hbe
ReplyDeleteI am interested
ReplyDelete