গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়
তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। www.tarabopaurashava.com
স্মারক নং-তারাব পৌ:/ইউপিএইচসিএসডিপি-২/২০20/8021
তারিখঃ 22/02/202.5 :
নিয়োগ বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত "আরবান প্রাইমারী হেথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায়" শীর্ষক প্রকল্পে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কতিপয় জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত পদের বিপরীতে উল্লিখিত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম
পদ
বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বেতন (সর্ব মোট
বিশেষজ্ঞ চিকিৎসক (শিশু)
সর্ব্বোচ ৬০ বছর
এমবিবিএসসহ শিশুরোগ সম্পর্কিত পোষ্ট গ্রাজুয়েশনডিগ্রী/ডিপ্লোমাধারী। শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫৩,৩৮৫/-
ফ্যামিলি ওয়েলফার এ্যসিসটেন্ট
সর্ব্বোচ ৩০ বছর
উচ্চ মাধ্যমিক পাশ। পরিবার পরিকল্পনা কাজে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধীকার। শুধু মহিলা প্রার্থী আবেদন যোগ্য ।
১৮,৯০৪/-
শর্তাবলীঃ
১. প্রার্থীকে মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বরাবর আবেদন করতে হবে।
২. আবেদনপত্র আগামী ০৭.০৩.২০২৩ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ পৌছাতে হবে। উক্ত তারিখের পর কোন ভাবেই আবেদনপত্র গ্রহণ করা হবে না।
৩. আবেদনপত্রের সাথে সন তেল ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা সনদ
(প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের কপি দাখিল করতে হবে। ৪. আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্রের মূলকপি যৌখক পরীক্ষার অবশ্যই প্রদর্শন করতে হবে।
৫. নির্বাচিত প্রার্থীগণ কেবলমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের বিধি মোতাবেক সাকুল্যে বেতনে নিয়োগ
প্রাপ্ত হবেন। নিয়োগপত্রই প্রকল্প সমাপ্তি শেষে চাকুরী হতে অব্যাহতি পত্র হিসাবে গণ্য হবে। ৬. কোন প্রকার কারন দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞতি বাতিল/সংশোধন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।
হাছিনা গাজী
স-৪২৭ (৬৩)
মোর, তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ ও সভাপতি, নিয়োগ কমিটি ইউপি এইচসিএসডিপি ২. ভারাব পৌরসভা, নারায়ণগঞ্জ।
Ami Narshingdi r...so Amar to age ei kajer Kono obbiggota NEI so Ami ki apply ta Korte parbo...?
ReplyDelete