সরকারি ক্যাশিয়ার পদে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় :
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://mincom.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা
নিম্নরূপ :
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ১২ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০২ মার্চ ২০২৩ বিকাল ০৫:০০ ঘটিকা।
(খ) Online আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে
Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরে সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্রে প্রদত্ত তথ্যে সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
No comments:
Post a Comment
প্রশ্ন থাকলে লিখুন