Monday, February 6, 2023

ব্র্যাক ব্যাংক জব - ৭০০০০ বেতন - শিক্ষা শুধুমাত্র যেকোন অনার্স (আর কিছুর দরকার নেই)

 ব্র্যাক ব্যাংক তাদের ওয়েবসাইটে ৭০ হাজার টাকা বেতনের এমন এক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে যেকেউ অনার্স পাস হলেই এপ্লাই করতে পারবে। লাগবেনা কোন কাজের অভিজ্ঞতা এবং আর কোন কিছুই। শুধু তাই নয়, অন্যান্য চাকরি সার্কুলারে, বিশেষ করে ব্যাংকের চাকরির সার্কুলারে কতশত নিয়ম মেনে এপ্লাই করতে হয় কিন্তু এই বিজ্ঞপ্তিতে চোখ বন্ধ করে আবেদন জমা করে ফেলা যাচ্ছে একদম নিশ্চিন্তে।

আরো মজার ব্যাপার হচ্ছে, যারা এপ্লাই করবে তাদেরকে নিয়ে সম্ভবত একটা ডেভেলপমেন্ট প্রোগ্রামের মত কিছু একটা হবে এবং সেই প্রোগ্রাম সমাপ্তের পর প্রিন্সিপাল অফিসার পদের মর্যাদা দিয়ে তাকে ৭০০০০ বেতন প্রদান করা হবে।

সিলেকশন টা কেমন হবে সে সম্পর্কে আসলে তেমন কিছুই উল্লেখ নেই সার্কুলারে তবে আরো বেশ দারুন তথ্য দেয়া আছে যেগুলো জানলে বিশ্বাস করতে মন চায়না এবং চোখ কপালে উঠে যায়। 

সার্কুলারটার একটা স্ক্রিনশট নিচে দিলাম। কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা এই পোস্টের নিচে কমেন্টে মাধ্যমে।


5 comments:

  1. লাস্ট ডেট কবে আর এপ্লাই করতে কি পাস লাগবে

    ReplyDelete
  2. Bidesi versity theke honors pass lagbe national versity hobena

    ReplyDelete
  3. কিভাবে এপ্লাই করব?

    ReplyDelete
  4. আসসালামু আলাইকুম আপনাদের ফেসবুক পেজ এর লিংকটি দিন ।

    ReplyDelete

প্রশ্ন থাকলে লিখুন