পদের নাম ও বেতনস্কেল
(জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) কম্পিউটার অপারেটর।
হিসাব সহকারী
১০২০০-২৪৬৮০/-
সাঁটমুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর। ১০২০০-২৪৬৮০/-
টেকনিক্যাল এসিসটে ১০২০০-২৪৬৮০/-
স্টোরকিপার
১০২০০-২৪৬৮০/-
ল্যাবরেটরী এসিসটেন্ট
অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
১৩০০-২২৪৯০/-
অনলাইনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:-
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dgda.teletalk.com.bd ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরুপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ০৭ মার্চ, ২০২৩ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
(খ) online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষায় সময় এক কপি জমা দিবেন।
No comments:
Post a Comment
প্রশ্ন থাকলে লিখুন