পরমানু শক্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি - ৭১০০০ টাকা সর্বোচ্চ বেতন সর্বনিম্ন শিক্ষা SSC

একটি সরকারি চাকরির সার্কুলার হাতে পেয়েছে যেখানে ১৩ প্রকার সরকারি পদবীর মধ্যে ১০ টি পদে SSC/HSC পাসেই দরখাস্ত দিতে পারবেন। এই সার্কুলারের যে তথ্যটি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে সেই তথ্যটি হচ্ছে, SSC পাসেই সর্বোচ্চ ৩৮৬৪০ টাকা বেতনের একটি পদ রয়েছে কিন্তু সেখানে কিছু অন্য ব্যাপারও আছে। তবে, বাকি যে পদগুলোতে আপনি SSC বা HSC শিক্ষাতেই এপ্লাই করতে পারবেন সেগুলোতে বেতন ২৬০০০ এর আশেপাশে। যেহেতু অসংখ্য পদ সেহেতু সরকারি এই জব পাবার সম্ভাবনা বলতে গেলে প্রায় একশভাগ। কথা বাড়াচ্ছি না। এপ্লাই করে ফেলুন। মিস যদি করেন তাহলে আপনার জন্য দুঃখপ্রকাশ করা ছাড়া আর কিছু করা পসিবল না। দরখাস্ত জমা দিন নিচে যেভাবে বলা আছে ঠিক সেভাবে

Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী:-
ক. আগ্রহী প্রার্থীগণ http://bsec.teletalk.com.bd ওয়েবসাইটে দিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নৰূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২০/০২/২০২৩ খ্রি. সকাল-১০:০০টা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০/০৩/২০২০ খ্রি. বিকাল- 08:00 টা
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থী Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Comments

Popular posts from this blog

সরকারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ